"শিক্ষক" ।। আমার বাংলা ব্লগ ।। ‌‌‌‌‌10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

07-09-2021

২৩ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ "শিক্ষক"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে "শিক্ষক " সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তো শুরু করা যাক।

FB_IMG_16310179832749389.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

বাবা মায়ের পরে শ্রদ্ধেয় আসন দেওয়া হয় শিক্ষকে, কারণ উনার হাতেই শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা শুধু সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায না, সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে শেখায়। আর এই শিক্ষকের আগে আমরা মায়ের দেওয়া কিছু শিক্ষা নিয়ে আমরা স্কুল কলেজে ভর্তি হই। আর মা নবজাতক

IMG_20210904_102915.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

জন্মের পর সন্তানকে মা যে শিক্ষা দিয়ে থাকে তাকে সাধারণত প্রাথমিক শিক্ষা বলা হয়। এবং পরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদানের কাজে নিয়োজিতদেরই শিক্ষক বলা হয় । আর এই মানুষ বানানো কারিগর এর কাছে প্রায় আমাদের জীবনের অর্ধেক টায় সময় অতিক্রম হয়ে যায়। তাই উনাদের কাছে থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করে থাকি। আর এই শিক্ষা জীবনের শেষ সময় পর্যন্ত আমাদের অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে।

FB_IMG_16310181337966971.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

তাই বলা হয় শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। আর এই সব কার্যক্রমকেই শিক্ষাদানের মহান ব্রত যার কাজ তাকে শিক্ষা বলা হয়। আর একটি ভালো সমাজ গড়তে হলে শিক্ষিত জাতির প্রয়োজন, আর এই জাতি গঠনের কারিগর হচ্ছে শিক্ষক। আর কেন না একজন আদর্শ শিক্ষক এই দিতে পারে, একটি ছাত্র কে জ্ঞান ও ন্যায় দীক্ষা। আর শিক্ষার্থীর মনে মানবতার জাগ্রত শিক্ষা দিতে পারে একজন আদর্শবান শিক্ষক। আর একটা বিষয় শিক্ষকের কাছে আমরা যতই বড় হই না, কেন ওনাদের কাছে আমরা নবজাতকের মতোই থাকি। তাই আমরা কোনদিন শিক্ষকদের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারিনা ,এটা এক ধরনের শিক্ষকদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।

Screenshot_20210907-183134_1.png

Location: https://what3words.com/celebrate.exporters.driving

শিক্ষক হচ্ছে একজন ফুল বাগানের মালির মত, উনি যেমন কষ্ট করে ফুলগাছটি লালন-পালন করে একটি সুন্দর ফুল ফোটায়, ঠিক তেমনি একজন শিক্ষক আদর্শবান ছাত্র তৈরি করে গড়ে তোলেন। যেমন ফুলের কোন দোষগুণ থাকে না তেমনি ছাত্রদের মনে কোন ভূল-ত্রূটি থাকে না। আর শিক্ষক এমনই একজন মানুষ যার কাছ থেকে শুধু ভালো মানুষ তৈরি করা হয়, সে কখনো অন্যের ক্ষতি করা শেখায় না। তাই আমরা প্রত্যেকে শিক্ষককে গভীর শ্রদ্ধা করি। কারন বাসায় যেমন মা নিজ হাতে খাবার খাইয়ে দেয়, ঠিক তেমনি স্কুলে শিক্ষক নিজ হাতে কলম ধরিযে পড়ালেখা শিখে দেয়। তাই আমরা প্রত্যেকে শিক্ষকদের অন্তরঙ্গ থেকে ভালোবাসা দরকার।

আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




শুভেচ্ছান্তে :-
@sangram5

আমার পরিচয়

IMG-20210813-WA0019.jpg

আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




ধন্যবাদ সবাইকে

Cc:- @rme
@hafizullah

Sort:  

অনেক সুন্দর শিক্ষককে নিয়ে পোস্ট সাজিয়েছেন। পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

একটি শিক্ষকেই পারে শিক্ষিত জাতি উপহার দিতে ধন্যবাদ আপনার ভালো মতামতের জন্য

ভাইয়া অবশ্যই ঠিক বলেছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি খুবই সুন্দর ভাবে শিক্ষকের মর্যাদা উপস্থাপন করেছেন আমাদের মাঝে।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

শিক্ষককে নিয়ে পোস্টটি সত্যিই খুব সুন্দর লিখেছেন।

 3 years ago 

আপনার ভালো মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর করে শিক্ষককে নিয়ে পোস্ট লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো। সকল শিক্ষাক দের জন্য শুভকামনা। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শিক্ষকদের ভালোবাসা আমাদের মনে প্রানে শিথিল থাকে এটাই প্রার্থনা করি। যাই হোক আমার তরফ থেকে আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি একটি কথা খুব সুন্দর লিখেছেন। শিক্ষক হচ্ছে আসলেই একজন মালির মতো। একজন মালি যেমন তার বাগানের প্রত্যেকটা গাছকে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলেন। ঠিক তেমনি একজন শিক্ষকও ছাত্র-ছাত্রীদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করেন। একজন ভালো শিক্ষক এর সংস্পর্শে থাকলে ন্যায় নীতি এবং বিবেকবোধ সম্পন্ন একজন মানুষ হওয়া যায়। আমাদের উচিত প্রতিটি শিক্ষককে যথাযথ সম্মান প্রদর্শন করা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া আমাদের প্রত্যেকের উপর সম্মান প্রদর্শন করা দরকার। আর আপনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শিক্ষক হলেন আমাদের গুরুজন এবং সম্মানের পাত্র।আমাদের উচিত তাদেরকে যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করা। শিক্ষকদের নিয়ে আপনি অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন ভাইয়া। শিক্ষকরা বট গাছের মতো, আর আমরা তার ছায়ার মতো। সকল শিক্ষকদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে

ভালোবাসা সকল শিক্ষকদের প্রতি। মানুষ গড়ার কারিগর এনারাই। আল্লাহ আপনাকে এবং সকল শিক্ষকদের জাযাকাল্লাহ দান করুক ভাই।

আপনার প্রতিটি শিক্ষকের ছবি দেখে আমার স্কুল এবং কলেজ লাইফের প্রিয় শিক্ষকদের কথা মনে পড়ে গেল। শিক্ষক নামে যে একটি দিবস আছে এটা আমি আগে হয়তো জানতাম না! তবে এই প্লাটফর্মে আমি এসে সেটা জানতে পারলাম পোস্ট পড়ার মাধ্যমে। ধন্যবাদ আপনার এই পোস্টটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য 🙂

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57912.75
ETH 3070.69
USDT 1.00
SBD 2.33