আমার বাংলা ব্লগ||বাংলাদেশকে কেন মাছে ভাতে বাঙ্গালী বলা হয়||০৫-০৭-২০২১

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা


আমি @sangram5 বাংলাদেশ থেকে লিখছি!


░▒▓█আসসালামুআলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░


আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমি মায়ের ভাষা মাতৃভাষা আমার বাংলা ব্লগ কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে বাঙালিকে কেন মাছে ভাতে বাঙ্গালী বলা হয়, তার বর্ণনা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো, তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে বর্ণনা সম্পর্কে জেনে নেয়া যাক।!


IMG_20210705_083238.jpg




মাছে ভাতে কেন বাঙ্গালী বলা হয় তার বর্ণনা


  • বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে প্রচুর সংখ্যক রয়েছে খাল বিল, নদী নালা এবং সমুদ্র সৈকত। তাই এদেশের লোকেরা ছোট থেকে বড়, এবং মাঝারি থেকে উচ্চ পর্যায়ের লোকেরাও প্রতিনিয়ত মাছ ভাত খেয়ে থাকে। তাই বাংলাদেশের লোক কে মাছে ভাতে বাঙ্গালী বলা হয়।
  • Screenshot_20210705-091800_1.png

    Screenshot_20210705-091841_1.png




    • ধাপ১: এই মাছগুলো হচ্ছে আমার নিজের পুকুরে চাষ করানো মাছ। আর সকালবেলায় এই মাছগুলো তুলে বাজারে বিক্রি করা হয়, তখন আমি কয়েকটি ছবি তুলে ফেলি। আর এই কারনেই বাঙালিকে কেন মাছে ভাতে বাঙ্গালী বলা হয়,আর সকালে এটাই বুঝলাম যে ধনী-গরীব উভয়ের মাছ কেনে, এতে করে স্বল্প টাকায় ভালো খাবার পাচ্ছে তাই সপ্তাহে দুই থেকে তিনদিন বাংলাদেশের মানুষ মাছ খেয়ে থাকে।

    • Screenshot_20210705-091823_1.png

      IMG_20210705_083145.jpg

      ধাপ১


      • ধাপ২: মাছ ধরার জন্য আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি। তারপর জেলেদের ডেকে নিয়ে আসি এবং উনারা পুকুরে নামে। অতঃপর কিছুক্ষণের মধ্যে উনারাও অনেক মাছ ধরে আর সেগুলো মাছ থেকেই বাসায় রান্নাকরে।

      • IMG_20210705_083037.jpg

        ধাপ২

        IMG_20210705_083122.jpg

        ধাপ ৩

        • ধাপ ৩: তারপর আমি ফ্রেশ হয়ে সেই মাছ দিয়ে খেতে বসি এবং খেয়েদেয়ে দোকান খোলার জন্য প্রস্তুতি নিই, অতঃপর দোকানের দিকে আমি রওনা দিন।


          • ধাপ ৪: তাই চলুন আমার মাছ দিয়ে ভাত খাওয়ার ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, এবং আমারও মাছ দিয়ে ভাত খেতে অনেক ভালো লেগেছে, এই কারণে বাঙালিকে মাছে ভাতে বাঙ্গালী বলা হয়।

          • IMG_20210705_083238.jpg

            ধাপ৪

            IMG_20210620_100155.jpg

            ধাপ ৪


            • ধাপ ৫: আর বন্যার সময় তো মাছের কোন অভাব নেই আনাচে-কানাচে পানিতে ভরপুর থাকে। এতে করে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই সব জায়গায় অধিকাংশই মলা-ঢ্যালা মাগুর সিং ইত্যাদি ছোট সব ধরনের পাওয়া যায়। তাই বাংলাদেশকে মাছে ভাতে বাঙ্গালী বলা হয়।


              • ধাপ৬: তাই বাংলাদেশের মানুষের কোন প্রকারে আমিষের অভাব নেই। এদের শরীরে এবং কাটায় প্রচুর পরিমাণে আমিষ এবং ক্যালসিয়াম আছে। তাই মানুষেরা আমিষের ঘাটতি পূরণের জন্য মাছ খেয়ে থাকেন, আর এই কারণেই বাংলার মানুষের দেহ,ও শরীরে কোন প্রকারে আমিষের অভাব নাই


                • ধাপ ৭: আশা করি বাংলাদেশকে মাছে ভাতে বাঙালি কেন বলা হয় তার বর্ণনা গুলো আপনাদের অনেক ভালো লাগবে, তাই আমি আপনাদের মাঝে বর্ণনার ব্যাখ্যা তুলে ধরলাম।



                • আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভাল লেগে থাকবে। আর যদি কথা এবং লেখা কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।



                  শুভেচ্ছা: -
                  @sangram5
                  Sort:  

                  হা বন্ধু অনেক সুন্দর পোস্ট করেছ, পড়ে খুব ভালো লাগলো।

                  Coin Marketplace

                  STEEM 0.23
                  TRX 0.24
                  JST 0.038
                  BTC 95361.20
                  ETH 3282.78
                  USDT 1.00
                  SBD 3.29