"মনুষ্যত্ব কি" ।। আমার বাংলা ব্লগ ।। ‌‌‌‌‌10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

06-09-2021

২২ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ "মনুষ্যত্ব কি"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে "মনুষ্যত্ব কি "এটা সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তো শুরু করা যাক।

IMG_20210815_150634.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

একটা নবজাতক জন্মের পর ৫ থেকে ৬ বছর বয়সের মধ্যে মনুষত্ব কি তা ভালো করে বুঝতে পারে। আর এই মনুষ্যত্ব শিক্ষা শুধু মা দিতে পারে, তাহলে সেই নবজাতকটি সমাজের মাঝে মাথা উঁচু করে চলতে পারবে। আর অন্যদিকে আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষা গ্রহণ অপরিহার্য, এবং সব শিক্ষা কিন্তু মনুষ্যত্ব জাগ্রত করতে পারেনা। আর এই শিক্ষা শুধু মাথা উঁচু করে বাঁচতে শেখায় না বরং এগিয়ে যেতে পারবো স্বপ্নের পথে।

IMG_20210812_125530.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

মনুষ্যত্ব শুধু আচার-ব্যবহারের উন্নতি করে না তার পাশাপাশি অর্থ সম্পদ উপার্জনের ও পথ খুলে দেয়। আর যে মানবের মনে মনুষ্যত্ব কাজ করে সে কখনো অন্য কাউকে খারাপ উপদেশ দেবে না বরং সে নিজের জীবন বাজি রেখে অসহায় লোককে উদ্ধার করবে। এতে প্রমাণ হয়ে যায় মনুষ্যত্ব মনের মানুষ জাতি ও সমাজের জন্য কত প্রয়োজন। তাই আসুন নিজের মনুষ্যত্ব জাগ্রত করি এবং অন্য কেও উৎসাহিত করি। তাহলে জাতি ও সমাজ দুটোই বেঁচে যাবে।

IMG_20210813_115215.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

যেমন ধরুন ভালো বন্ধুদের সাথে ঘুরলে নতুন কিছু শেখা যায়, ঠিক তেমনি মনুষ্যত্বহীন মানুষের সাথে ঘুরলে সমাজের মাঝে নতুন কিছু শেখা যায়। আর একটা খারাপ সমাজ কে একটা মনুষত্ব মনের মানুষ হলেই সেই সমাজকে নতুন কিছু শেখাতে পারবে। তাই আমাদের সমাজে যতগুলো খারাপ মনের মানুষ আছেন, তারা অবশ্যই মনুষ্যত্ব যুক্ত মনের মানুষের সাথে ঘোরাফেরা করবেন তাহলেই কিছুটা শিখতে পারবেন।

IMG_20210901_180532.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

আর যাদের মনে মনুষ্যত্ব নাই তারা কখনও পিতা-মাতাকে শ্রদ্ধা করতে পারে না সর্বদাই মনুষত্বহীন মনে মানুষের মতোই কাজ করবে এবং প্রতিনিয়ত পিতা-মাতাকে কষ্ট দেবে। আর সে কখনও মনুষ্যত্বের মনের মানুষের কাতারে পড়ে না

আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




শুভেচ্ছান্তে :-
@sangram5

আমার পরিচয়

IMG-20210813-WA0019.jpg

আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




ধন্যবাদ সবাইকে

Cc:- @rme
@hafizullah

Sort:  
 3 years ago 

ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন। মনুষ্যত্ব আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে মনুষত্বহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মনুষ্যত্ব আসলে শেখানো যায় না। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ভালো মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ ভাইয়া।

মনুষ্যত্ব নিয়ে আপনি খুব সুন্দর লিখেছেন।উপস্থাপনা আপনার খুব ভালো ছিল।

আর যাদের মনে মনুষ্যত্ব নাই তারা কখনও পিতা-মাতাকে শ্রদ্ধা করতে পারে না সর্বদাই মনুষত্বহীন মনে মানুষের মতোই কাজ করবে এবং প্রতিনিয়ত পিতা-মাতাকে কষ্ট দেবে।

কথাটা আপনি ঠিক বলেছেন।আসলে আমাদের সমাজে অনেক মা বাবা রয়েছে যেখানে তারা খুব অবহেলিত সন্তানদের কাছে।

আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এরকম একটি সচেতনতামূলক পোস্ট করার জন্য। আমি মনে করি আমরা যদি আমাদের মনুষ্যত্বকে ঠিকভাবে লালন-পালন করতে পারি তাহলে আমরা একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারব।

 3 years ago 

আপনার কথার সাথে আমি সহমত আমরা চাইলে ভালো একটি সমাজ উপহার দিতে পারি। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

 3 years ago (edited)

আর যাদের মনে মনুষ্যত্ব নাই তারা কখনও পিতা-মাতাকে শ্রদ্ধা করতে পারে না সর্বদাই মনুষত্বহীন মনে মানুষের মতোই কাজ করবে এবং প্রতিনিয়ত পিতা-মাতাকে কষ্ট দেবে। আর সে কখনও মনুষ্যত্বের মনের মানুষের কাতারে পড়ে না।

আপনি ঠিক বলেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

এজন্যই একটি প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাষে, সৎ সঙ্গে স্বররগবাস- অসৎ সঙ্গে সর্বনাশ। মনুষ্যত্বহীন মানুষের সাথে থাকলে একসময় আমরাও অমানুষ হয়ে যাবো। আর অমানুষ থাকা অবস্থায় মনুষ্যত্ব মনের মানুষের সাথে থাকলে আমরাও ভালো হয়ে যাবো।

 3 years ago 

আপনার ভালো মন্তব্যের জন্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভাইয়া মনুষ্যত্ব সম্পর্কে।কিন্তু বর্তমানে মানুষের মধ্যে মনুষ্যত্ব হ্রাস পাচ্ছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু আর আপনার জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

 3 years ago 

এসব ভালো ভালো বিষয় নিয়ে লেখালেখি করতে দেখলে খুবই ভালো লাগলো।গুরুত্বপূর্ণ এসব কথাগুলো সবার মনে রাখা উচিত।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55111.68
ETH 2306.21
USDT 1.00
SBD 2.31