" থ্রিডি আর্ট" [আমার বাংলা ব্লগ]// ১০% পে-আউট @shy-fox
২৯ই ফাগুন, ১৪২৮ বঙ্গাব্দ
প্রসঙ্গঃ"থ্রিডি আর্ট"
হ্যালো বন্ধুরা,
আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমি নিজ হাতে এই পঞ্চমবারে মতো "থ্রিডি আর্ট" করে আপনাদের দেখাবো। আশা করি খুব ভাল লাগবে, তো চলুন দেখে নেয়া যাক।
★থ্রিডি আর্ট ★
আমি আজকে পেন্সিল ও সিটি মার্কার দিয়ে থ্রিডি আর্ট করবো। জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি থ্রিডি আর্ট টা আপনাদের অনেক ভালো লাগবে। সর্বদাই চেষ্টা করবো এইরকম ইউনিক পোস্ট আপনাদের উপহার দেওয়ার জন্য। যাই হোক আপনাদের ভালবাসায় মন ভালো থাকার কারণেই এই টি অংকন করা জন্য প্রচেষ্টা চালিয়ে যাই শেষমেষ চিত্র টি আকি। তো চলুন ফাইনালি শুরু করা যাক।
★উপকরণ★
- সিটি মার্কার
- কাটা কম্পাস
- স্কেল
- পেপার
- পেন্সিল
★ধাপ ১★
★ধাপ ২★
★ধাপ ৩★
★ধাপ ৪★
★ধাপ ৫★
★ধাপ ৬★
★ধাপ ৭★
★ধাপ ৮★
★ধাপ ৯★
★ধাপ ১০★
||
-|-
আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
শুভেচ্ছান্তে :-
@sangram5
আমার পরিচয়
আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।
ওয়াও অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট ছিল ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল
আপনিতো অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট অংকন করলেন। এরকম সুন্দর থ্রিডি আর্ট গুলো দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনার থ্রিডি আর্ট টা আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗
খুবই চমৎকার একটি থ্রিডি আর্ট করেছেন আপনি। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য ।
ভাইয়া আপনি তো খুব দক্ষতার সাথে থ্রিডি আর্ট করেছেন। ভাইয়া আপনি খুব সহজেই থ্রিডি আর্ট করেছেন। আপনার এই আর্ট দেখে যে কেউ এই আর্ট করে নিতে পারবে। ধন্যবাদ ভাইয়া এতো দারুণ থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
ভাইয়া আপনার থ্রিডি আর্ট খুবই সুন্দর হয়েছে। থ্রিডি আর্টের প্রধান বিষয় হলো ফটোগ্রাফির। আপনি যত ভালো যত ভালো আর্ট করেন না কেন ফটোগ্রাফি ঠিকমতো করতে না পারলে আপনারা থ্রিডি বোঝাই যায় না। আপনি খুবই চমৎকার ভাবে আর্ট এর সঙ্গে ফটোগ্রাফিও করেছেন। যার ফলে আপনার বলটি শূন্যে ভাসতে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আসলে থ্রিডি আর্টগুলো উচ্চতর চিন্তার বিষয়। বিশেষ করে অনেক চিন্তা ভাবনার পরই একটা নতুন চিন্তা মাথায় আসে। একটি বল খাতার উপর দেখতে লাগছে। ক্রয়েটিভ চিন্তাভাবনা ফল আপনার চিত্রটি।
এই থ্রীডি আর্টটি দেখতে অনেক ভালো লাগে অনেক দিন আগে এই আর্টটি আমিও করেছিলাম আজ আবার আপনারটি দেখলাম। আপনি খুব সুন্দর করে আর্টটি করেছেন দেখে মনে হচ্ছে বলটি শূন্যে ভাসছে খুব ভালো লাগলো আর্টটি।
আপনার করা থ্রিডি আর্টি অনেক চমৎকার হয়েছে মনে হচ্ছে বলটি শূন্যের মধ্যে ভেসে আছে এটাই থ্রিডি আর্ট এর সৌন্দর্য। আপনার আকর হয় সত্যি অনেক ভালো সেকারোনেই আটটি অত্যন্ত নিখুত হয়েছে। ধন্যবাদ অনেক সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল।
https://twitter.com/5_sangram/status/1503082350565269505?s=20&t=OZtngZLxiSsJN-lFHEyAeg
আপনি একদম প্রফেশনাল আর্ট তৈরি করে আমাদের মাঝে আপনি উপস্থাপন করেছেন। আমি তেমন একটা ভালো করে এসব আর্ট পোস্ট করতে পারি না তবে আপনাদের কাছ থেকে মনে হচ্ছে খুব শীঘ্রই এটি শিখে যাব। থ্রিডি আর্ট তৈরি করার প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।