ভ্রমণের এর কিছু মুহূর্ত [আমার বাংলা ব্লগ] ১০% প্রিয় shy-fox এর জন্যে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা,

আমি @sangram5 বাংলাদেশ🇧🇩🇧🇩 থেকে



সবাই কেমন আছেন?

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। বরাবরের মত আমার বাংলা ব্লগের সকল সদস্য কে ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট শুরু করতে চলেছি। আমার আজকের বিষয় হচ্ছে আমার ভ্রমণের কিছু কথা শেয়ার করবো।
IMG-20211121-WA0000.jpg

নৌকা ভ্রমন



ভ্রমণের মুহূর্তগুলোর কথা শেয়ার করলাম।

আমি আজকে আমার বাংলা ব্লগের সকল সদস্যদের মাঝে আমার ভ্রমণের কিছু মুহূর্তের কথা শেয়ার করবো আশা করি আপনাদের কথা গুলো শুনে অনেক ভালো লাগবে তো চলুন বন্ধুরা এত বকবক না করে মূল কথাগুলো শুনে নেওয়া যাক বা তো চলুন বন্ধুরা শুরু করা যাক :-
IMG-20211123-WA0010.jpg
রমজানের আগে আমরা কয়েকজন বন্ধু মিলে পার্শ্ববর্তী শহরের একটি বিলে ঘুরতে যাই আর সেখানে গিয়ে দেখি বিলের মাঝে দিয়ে একটি রাস্তা বয়ে গেছে এবং সেই রাস্তায় একটা ছবি তুলে ফেলি। ছবি তোলার পরে সব বন্ধুরা মিলে একটা নৌকা ভাড়া করি আর সেই নৌকার ভাড়া ছিল ৩৭০ টাকা। আর তিনশত টাকা সব বন্ধুরা মিলে দিয়ে থাকি এবং দেওয়া শেষে আমরা নিজ নিজ দায়িত্বে নৌকার মধ্যে উঠে পড়ি।
IMG-20211121-WA0000.jpg
পর অনেকে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়। পরিশেষে অনেকেই অনেক ছবি তুলে ফেলেন। আর এগুলোর মধ্যে আমিও ক্যামেরাবন্দি হয়ে যাই। আর সেলফি তোলা তুলি করতেই নৌপথে অনেকটা পথ ঘুরে ফেলি আমরা কেউই জানিনা কখন যে মাঝ পথে এসে গেছি বিলের। অতঃপর বিলের বাকি পথটুকু অনেক মজা করি এবং বিল থেকে নামার পর রাস্তার ধারে অনেকগুলো মরা গাছ মরা অবস্থায় ছিল, আর সেখানেই আবারো কয়েকটা সেলফি তুলি।
IMG-20211123-WA0008.jpg
এবং আমরা সব বন্ধুরা মিলে ক্যামেরাবন্দি হয়ে যাই। এরপর ওই দিক দিয়ে পাশের আরেকটি বড় বিল দেখতে যাই। সেখানে অবশ্য নৌকায় চড়া হয়নি, জাস্ট আমরা সেলফি তুলেছি। আর মজার বিষয় হচ্ছে বিলের মাঝে একটি মসজিদ ছিল। সেটারো একটি ছবি তুলে নেই আর এই সেলফি তোলা তুলি করতে কখন যে সন্ধ্যা নেমে আসলো আমরা কেউই টের পাইনি।
IMG-20211217-WA0001.jpg
তারপর আমরা ওখান থেকে বাইকে করে বাসার দিকে রওনা দেই, এবং বাসা আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে যায়। আর আমার যার যার বাসা সবাই চলে যাই। যাইহোক বন্ধুরা আমার এই ভ্রমণ কাহিনীটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে। আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


ভ্রমণের যা যা দেখলাম আমরা

আমাদের এই বিল ভ্রমণে অনেক কিছু শিক্ষানীয় বিষয় ছিল যা মুখে বলা সম্ভব নয়। আমরা প্রথমে গিয়ে দেখি অতিরিক্ত পানি থাকার কারণে রাস্তার দু'পাশের গাছগুলো মারা গেছে। এবং সেইসাথে পানি থাকায় স্থানীয় লোকজনদের আয় রোজগারের পথ খুলে যায় আর তারা নৌকা চালিয়ে দিনে ৪ থেকে ৫০০ টাকা ইনকাম করে। এবং বিলের পাশেই ছিল বড় একটি মসজিদ এবং দেখতে অনেক সুন্দর ছিল। আর এগুলোই ছিল চোখে পড়ার মতো ওখানকার পরিবেশ।

আমার মতামতঃ

ভ্রমণ করলে মন মানসিকতা অনেক সুন্দর হয়। এতে করে একাকীত্ব বোধ মনে হয় না। তাই আমরা সব বন্ধুরা মিলে রমজান মাসের আগে একটু ঘোরাঘুরি করে আসি। কারণ রমজান পড়লে আর কোথাও ঘুরাঘুরি করা যাবে না তাই একটু মন-মানসিকতা ফ্রেশ করার জন্য ঘুরতে বের হয়েছিলাম। আর এটাই ছিল আমার ব্যক্তিগত কিছু মতামত।


আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আবারো,ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করলাম।


ক্যামেরাitel vision 1pro/OPPO A54
মডেলitel/oppo A54
ছবি তুলেছেন@sangram5
অবস্থানে লিংকhttps://what3words.com/shipyards.magically.corrupted



শুভেচ্ছান্তে-
@sangram5


Logo.png



Sort:  
 2 years ago 

আপনার ভ্রমণ কাহিনীটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। আপনি সুন্দর সময় কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

বিলের মাঝে দিয়ে একটি রাস্তা বয়ে গেছে।

অনেক দৃষ্টিনন্দন একটি রাস্তা এবং সেই রাস্তায় বন্ধুরা মিলে ছবি উঠানো মজার বিষয়। আপনার বিলের পরিবেশটা যেরকম সুন্দর ছিল তার চেয়ে বেশি সুন্দর ছিল আপনার উপস্থাপনা। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বন্ধুদের সাথে বিল ঘুরতে যে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রমজান মাসের সময় কাটানোর জন্য মানুষের এইটাই সুন্দর একটি বুদ্ধি। বন্ধুদের সাথে ঘুরাঘুরির মধ্য দিয়ে টাইম পার করা সহজ হয়।

 2 years ago 

মাঝে মাঝে ভ্রমন করতে আসলে ভালই লাগে। আপনি আজকে ভ্রমণ করেছেন আসলে দেখে খুব ভালো লাগছে। আর এই মুহূর্তগুলো আপনি খুবই ভালো সময় কাটিয়েছেন সেটাও বোঝা যাচ্ছে শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

ভ্রমন করতে সবাই পছন্দ করি ভ্রমনে আমাদের হতাশা এবং মন ফ্রেশ হয়।আপনার মুহূর্ত টি খুবই দারুন ছিল খুব গুছিয়ে আপনি উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

এরকম পরিবেশেই ঘুরতে নিজেকে ধন্য মনে হয় ভাই। আমি ভ্রমণপাগল একজন মানুষ।দুইপাশে পানি এবং মাঝখান দিয়ে রাস্তায় এক কথায় অসাধারণ।বন্ধুদের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত কারে কাটিয়েছেন ভাই দেখে বোঝা যাচ্ছে।কারণ এই রকম পরিবেশে গেলে এমনিতেই মনটা অনেক ভালো হয়ে যাবে। নৌকাতে ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে।এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যা ঠিক বলেছেন ভ্রমনে মন প্রফুল্ল থাকে। তাই সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা ঘুড়তে বের হওয়া উচিত। বিলের মাঝে রাস্তা টি ভালই লাগলো ছবিতে। আমিও বের হই প্রতি শুক্রবার । সময় ভালই কাটিয়েছেন এবং আনন্দ করেছেন তা আপনার বন্ধুদের অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারলাম। হা হা। ভাল থাকবেন। ধন্যবাদ।

 2 years ago 

খুব ভালো ভ্রমন কাহিনী লিখেছেন ছবিগুলো সুন্দর হয়েছে। বেশ ভালো উপভোগ করলাম সবকিছু।
কিন্তু আপনি ছবি তোলার যন্ত্র এবং অবস্থান লিংক দেননি। এটি সংযোজন করা অবশ্যই প্রয়োজন ছিল। আশাকরি বুঝতে পেরেছেন।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর ভাবে আপনি আপনার অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আপনি আমাদের কমিউনিটির নিয়ম ভঙ্গ করেছেন। আপনাকে অবশ্যই আপনার ক্যামেরা ডিটেলস দিতে হবে এবং আপনার লোকেশনগুলো ব্যবহার করতে হবে। আপনি একজন ভেরিফাইড ইউজার, এমন ভুল আমরা আপনার থেকে আশা করি না। তাড়াতাড়ি আপনি এডিট করে ঠিক করে নেবেন, ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো♥…

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.030
BTC 68403.29
ETH 3749.74
USDT 1.00
SBD 3.66