প্রত্যাহিক জীবনের গল্প||আমার বাংলা ব্লগ||১৫-০৮-২০২১

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @sangram5
আজ, মঙ্গলবার।
১৫, আগস্ট, ২০২১

হ্যালো বন্ধুরা,
সবাইকে প্রথমে জানাই শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। তো আমি আজকে আপনাদের মাঝে এমন একটি জিনিস তুলে ধরবো। তা এর আগে কখনো শেয়ার করা হয়নি আর সেটা হচ্ছে প্রত্যাহিক জীবনের কিছু সুন্দর মুহূর্ত। আর শুনুন সুন্দর মুহূর্তটা কেমন ছিল তার ব্যাখ্যা এবং বর্ণনা জেনে নেওয়া যাক।


প্রত্যেক জীবনের গল্প




সকাল



IMG_20210813_115215.jpg

https://what3words.com/shipyards.magically.corrupted

DeviceItel version 1 pro



করোনা মহামারীর কারণে প্রত্যেকটি লোকেই সমস্যার মধ্যেই লেগে আছে, তাই আবারও বলতেছি যে সমস্যার সমাধান করার জন্য আপনারা প্রত্যেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন জন্যে নিবন্ধন করুন। আজকে আমি আর আমার দুই বন্ধু মিলে বাইকে করে বিরামপুরের দিকে রওনা দেই, আর রওনা দেওয়ার সময় বাসার মধ্যে একটা তিনজনে মিলে ছবি তুলে ফেলি, আর এই ছবিটা আপনাদের মাঝে শেয়ার করি।

IMG_20210815_175445.jpg

https://what3words.com/shipyards.magically.corrupted

DeviceItel version 1 pro



আর আমাদের বিরামপুর যেতে যেতে প্রায় দুপুর গড়িয়ে যায়, সেখানে গিয়ে প্রথমত আমরা নিজেদের কাজগুলো ঝালিয়ে নিই তারপর দুপুরের খাবার জন্য হোটেলে যাই। এবং তিনজন মিলে 3 কোয়াটার গিরিল এবং তিনটার নান রুটি নিয়ে থাকি, অতঃপর খাওয়া-দাওয়া শেষ করে আবারো কাজে লেগে যাই।


দুপুর



IMG_20210815_172019.jpg

https://what3words.com/shipyards.magically.corrupted

DeviceItel version 1 pro



বিরামপুরে কাজ শেষ করে আমরা তিন বন্ধু মিলে দুপুর আড়াইটার সময় আমাদের বাসার দিকে রওনা দেই রওনা দেওয়ার সময় আমরা তিন বন্ধু মিলে অনেক মজা হাসি ঠাট্টা করেই এবং পুরো বিরামপুর ঘুরেই চলে আসি, আর সেই সময় একটা ছবি তুলে ফেলি আর এটাই ছিল আমার দুপুরে তথ্যাবলী


বিকাল



IMG_20210815_172040.jpg

https://what3words.com/shipyards.magically.corrupted

received_1039641969904480.jpeg

https://what3words.com/shipyards.magically.corrupted

DeviceItel version 1 pro



বিরামপুর থেকে এসে বিকেল বেলায় আমার এক কাছের বন্ধু আমাকে ফোন দিয়ে বলে তুমি কোথায়, বিকেলে আমার সাথে একটু দেখা করিও। তো তখন বিকেল বেলায় আমি আমার বন্ধুর সাথে দেখা করি, দেখা করার পর অনেক গল্পগুজব আড্ডা দিলাম। অতঃপর আমার বন্ধু বলছিল চলো হোটেলে গিয়ে চা খাই, চা খাওয়ার সময় আমি নিজের একটা ছবি তুলে ফেলি। আর আমার এটাই ছিল বিকাল এবং সন্ধ্যা তথ্যাবলী।


আশা করি বন্ধুরা আমার এই পোষ্টটি আপনাদের অনেক ভাল লাগবে আর যদি কথায় এবং লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে


ধন্যবাদ সবাইকে


আমার পরিচয় সম্পর্কে

IMG-20210813-WA0020.jpg

আমার নাম মোহাম্মদ: আবু হানিফ( সংগ্রাম) আমি একজন নিয়মিত ছাত্র। বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার স্টিম ইউজার আইডি নাম @sangram5, আশা করি আমার পরিচয় জেনে আপনাকে অনেক ভালো লাগবে।
Sort:  
 4 years ago 

আপনার জীবন এরকম হাসি খুশি থাকুক! এটাই কমনা করছি

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 111776.87
ETH 4001.83
USDT 1.00
SBD 0.58