"পেন্সিল দিয়ে আঁকা চিত্র" [আমার বাংলা ব্লগ]// ১০% পে-আউট @shy-fox
১৪ই ফাগুন, ১৪২৮ বঙ্গাব্দ
প্রসঙ্গঃ"পেন্সিল দিয়ে চিত্র অংকন"
হ্যালো বন্ধুরা,
আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। এবং আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আমি নিজ হাতে "চিত্র অংকন" করে আপনাদের দেখাবো। আশা করি খুব ভাল লাগবে, তো চলুন দেখে নেয়া যাক।
★পেন্সিল দিয়ে চিত্র অংকন ★
আমি আজকে পেন্সিল দিয়ে চিত্র অংকন করবো। জানিনা আপনাদের কেমন লাগবে, তবে আশা করি আমার তৈরি চিত্র অংকন টা আপনাদের অনেক ভালো লাগবে। সর্বদাই চেষ্টা করবো এইরকম ইউনিট পোস্ট আপনাদের উপহার দেওয়ার জন্য। যাই হোক আমার অনেক ব্যস্ততা থাকার সত্ত্বেও তাড়াতাড়ি চিত্র টি অংকন করি তো চলুন ফাইনালি শুরু করা যাক।
★উপকরণ★
- পেন্সিল
- কাটা কম্পাস
- স্কেল
- সাদা পেপার
★ধাপ ১★
★ধাপ ২★
★ধাপ ৩★
★ধাপ ৪★
★ধাপ ৫★
★ধাপ ৬★
★ধাপ ৭★
★ধাপ ৮★
★ধাপ ৯★
★ধাপ ১০★
আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
শুভেচ্ছান্তে :-
@sangram5
আমার পরিচয়
আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।
ভাইয়া আপনি খুব সুন্দর পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করেছেন।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ওয়াও ভাইয়া আপনি পেন্সিলটা অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন যে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
পেন্সিল ব্যবহার করে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আপনার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। দেখতে বেশ চমৎকার লাগছে এবং আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পেন্সিল দিয়ে নদী এবং নৌকার খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন একটি জার এর মধ্যে খুবই ভালো লাগলো চিত্রটি দেখে শুভেচ্ছা রইল আপনার জন্য
পেন্সিল স্কেচ টি সুন্দর হয়েছে ভাইয়া। খুবই ক্রিয়েটিভ একটি চিত্র অঙ্কন করেছেন। বোতলের ভেতর ভাসমান নৌকাটি দেখতে অনেক ভালো লাগছে। খুবই নিখুঁতভাবে এঁকেছেন আপনি চিত্রটি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করবার জন্য। শুভেচ্ছা ও শুভকামনা রইল।
একটি কাচের জারে ভাসমান পাল তুলা নৌকা এঁকেছেন, দেখে মনে হচ্ছে প্রবল ঝড়ে সমুদ্রের পানি ফুফে উঠেছে। আপনি খুব সুন্দর ভাবে পেন্সিলের সাহায্যে চিত্রটি ফুটিয়ে তুলেছেন। আমার অনেক ভালো লাগে এরকম ক্রিয়েটিভ মাইন্ডের চিত্র দেখলে। ধন্যবাদ আপনাকে।
পেন্সিল দিয়ে চিত্র অঙ্কনের চেষ্টা যথেষ্ট ভালো ছিল। আপনি একটি নৌকার চিত্র অঙ্কন খুব সুন্দর ভাবে করেছেন। যার দৃশ্যপট দেখতে আমার কাছে ভালই লেগেছে ।এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর ভাবে চিত্র অঙ্কন করেছেন চিত্র কোনটি অনেক অসাধারণ হয়েছে । খুব সূক্ষ্মভাবে দক্ষতা সহকারে চিত্র অঙ্কনটি সম্পূর্ণ করেছেন। এবং আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপসমূহ স্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
পেন্সিল দিয়ে খুব চমৎকার একটি চিত্রাংকন করেছেন আপনি। চিত্রপটটি আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিতরে নৌকা টা দেখতে খুব চমৎকার হয়েছে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।