আমার বাংলা ব্লগ||রসগোল্লা রেসিপি||০৪-০৭-২০২১

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা


আমি @sangram5 বাংলাদেশ থেকে লিখছি!


░▒▓█আসসালামুআলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?█▓▒░


আশা করি বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আমার বাংলা ব্লগে রসগোল্লা বানানোর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, তো চলুন বন্ধুরা দেরী না করে রেসিপিটার সম্পর্কে জেনে নেওয়া যাক। !


IMG20210704135331.jpg




কাঁচা রসগোল্লা বানানোর পদ্ধতি


  • রসগোল্লা বানানোর জন্য প্রথমে যার যতটুকু সাধ্য গাভীর দুধ নিয়ে তারপর ছানা ফাঠাবেন অতঃপর ছানাটাকে ভালোভাবে চিপিয়ে নিবেন যাতে ছানাতে পানি না থাকে তারপর রসগোল্লা তৈরী করবেন

  • উপাদানপরিমাণ
    গরুর দুধ1 লিটার
    খাবার সোডাপরিমাণ মতো
    মিল্ক পাউডারস্বাদমতো
    চিনি500 গ্রাম

    IMG_20210704_133102.jpg

    IMG_20210704_133124.jpg

    IMG_20210704_133212.jpg

    IMG20210704134332.jpg




    • ধাপ১: গতকাল রাতে দুধ টাকে সিদ্ধ করিয়ে ফাটিয়ে নেই তারপর মিষ্টি বানানোর উপাদানগুলো আম্মুর কাছ থেকে শিখে নিই

    • IMG_20210704_133101.jpg

      IMG20210704133853.jpg

      ধাপ১


      • ধাপ২: তারপর আমি সকালে মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে যাই।

      • IMG20210704135210.jpg

        ধাপ২

        IMG20210704134325.jpg

        ধাপ ৩


        • ধাপ ৩: তারপর আমি মিষ্টিগুলো একের পর এক বানাতে শুরু করি আশা করি আপনাদের এই মিষ্টিগুলো অনেক ভালো লাগবে।


          • ধাপ ৪: তারপর বানা শেষে চিনি দিয়ে তৈরি সিরায় ছাড়া জন্য প্রস্তুত করা হয়

          • IMG20210704135617.jpg

            ধাপ৪

            IMG20210704140233.jpg

            ধাপ ৫


            • ধাপ ৫: দশ মিনিট ধরে তাপ দিয়ে চিনিটাকে সিরায় পরিণত করে বানানো মিষ্টিগুলো ছেড়ে দেই।


              • ধাপ৬: তারপর বানানো মিষ্টিগুলো ধীরে ধীরে সিরার উপর ছেড়ে দেই

              • IMG20210704140642.jpg

                ধাপ৬

                IMG20210704140715.jpg

                ধাপ৭


                • ধাপ৭:ছেড়ে দেওয়ার পরেই কিছুক্ষণ ধরে মিষ্টিগুলো কে তাপ দিয়ে যায় দিয়ে যায় তারপরে সেগুলো পরিবেশের জন্য রেডি হয়


                  • ধাপ৮: তারপর একটা পরিস্কার বাড়িতে আমার বানানো মিষ্টিগুলো তুলে ফেলি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি

                  • IMG_20210704_141800.jpg

                    ধাপ ৮

                    IMG_20210704_141821.jpg

                    ধাপ ৯


                    • ধাপ ৯:তারপর আমি মিষ্টি গুলোকে নিয়ে একটা ছবি তুলে ফেলি যা আপনাদের দেখা বলে।


                      • ধাপ ১০: আর আমার এই মানুষটি গেল আপনাদের অনেক ভালো লাগবে।

                      • IMG_20210704_141912.jpg

                        ধাপ ১০

                        IMG20210704135331.jpg

                        ধাপ ১১



                        • ধাপ ১১: আশা করি আমার বানানো মিষ্টি গুলি আপনাদের অনেক ভালো লাগবে তাই আমি আপনাদের মাঝে রসগোল্লা রেসিপি তুলে ধরলাম।
                        • IMG_20210704_141915.jpg

                          ধাপ ১২




                          আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভাল লেগে থাকবে আর যদি কথা এবং লেখা কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন



                          cc:-
                          @steemcurator01
                          @steemitblog


                          Best Regards:-
                          @sangram5
                          Sort:  
                           3 years ago 

                          মিষ্টির রেসিপি বেশ ভাল হয়েছে।

                           3 years ago 

                          আপনার মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ দাদা।

                           3 years ago 

                          মিষ্টিময় হয়ে গেল মুখটা, আপনি মিষ্টি বানাতে জানেন আগে কইবেন না, দাওয়াত দিয়ে বাড়ীতে নিয়ে আসতাম। হা হা হা ভালো উপস্থাপনার ছিলো, তবে স্টিমকিউরেটরকে ট্যাগ দেয়া হতে বিরত থাকার অনুরোধ রইল।

                           3 years ago 

                          তাহলে ভাইয়া ঈদে আসেন আমাদের বাসায় ঘুরতে মিষ্টি খাবেন তার পাশাপাশি গরুর মাংস খাবেন।

                          Coin Marketplace

                          STEEM 0.16
                          TRX 0.16
                          JST 0.028
                          BTC 68814.11
                          ETH 2404.54
                          USDT 1.00
                          SBD 2.36