"সমাজ কি" ।। আমার বাংলা ব্লগ ।। ‌‌‌‌‌10% for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

14-09-2021

৩০ই ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ

প্রসঙ্গঃ "সমাজ কি"



হ্যালো বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমি আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে "সমাজ কি" সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, তো শুরু করা যাক।

IMG_20210619_134441.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

কয়েকটি পরিবার নিয়ে যে জনবসতি গড়ে ওঠে তাকে সমাজ বলা হয়। আর এই কারনেই জনসাধারণ একসঙ্গে বসবাস করে, যে অন্যের বিপদে এক পরিবার আর অন্য পরিবারকে সাহায্য করবে বলে সমাজ গঠিত হয়। ঠিক তেমনি সমাজের কিছু লোক তৈরি করতে পারে ঘৃণা লোভ ও হিংসা আর এতে করে তৈরি হতে পারে মানুষ মানুষের মধ্যে মনভেদ। তাই সমাজের সৌন্দর্য ঠিক রাখতে হলে প্রতিটি লোকের মধ্যে পরস্পরের মিল রাখতে হবে।

IMG_20210619_124032.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

তবে সমাজের অবকাঠামো ঠিক থাকবে। আর সমাজের কিছু নিয়ম কানুন আছে সেগুলো সমাজের প্রতিটি লোকেই যথাযথভাবে পালন করতে হবে, তা না হলে সমাজের মধ্যে কিছু মোড়ল থাকে। আর তারাই নিয়ম ভঙ্গ করলে কঠোরতম শাস্তি দিয়ে থাকেন। আর এভাবেই চলে আসছে যুগের পর যুগ। আর শুধু সমাজে বসবাস করলেই হবে না সমাজের কিছু উপাদান আছে যেমন ধরুন সমাজে বাস করতে হলে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল-কলেজ গড়ে তুলতে হবে।

IMG_20210818_175634.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

এবং ধর্মীয় ক্ষেত্রে ঘরে উঠাতে হবে মসজিদ মন্দির, অন্যদিকে তৈরি করতে হবে সমাজের মানুষের জীবিকা নির্বাহ ও চলার জন্য বাজার গড়ে তুলতে হবে, তবেই পূর্ণতা পাবে সমাজের অবকাঠামো। তাহলেই এলাকার মধ্যে মডেল সমাজ হিসেবে বিভিন্ন সমাজের মানুষের কাছে বিবিচিত করা যাবে। এতে করে বিভিন্ন গোত্র এবং গোষ্ঠীর লোকজন সেই সমাজের লোকের সাথে শ্রদ্ধার সাথে কথাবার্তা এবং চলাফেরা করবে। এবং অক্ষুণ্ন থাকবে সামাজিকতার মান। আর এই কাজগুলো প্রত্যেকটি পরিবারের সদস্যের মধ্যে গুণাবলী থাকতে হবে।

IMG_20210831_162553.jpg

Location: https://what3words.com/celebrate.exporters.driving

আর সমাজ মানুষের জন্যে গুরুত্বপূর্ণ স্থান সেখান থেকে মানুষ মাথা উঁচু করে বাঁচতে শেখায় এবং জীবনযাত্রার মানকে সচল রাখতে আমাদের প্রতিটি মুহূর্তে সমাজের গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আমাদের সমাজের প্রতিটি লোকের সাথে সর্বদা সহমর্মিতা স্বরূপ ব্যবহার করতে হবে, এতে করে নিজের চরিত্র এবং সমাজে দুটোরই প্রশংসা করবে মানুষ। তাই আসুন সমাজের ওপর গুরুত্ব দেই এবং সমাজ আমাদের শিক্ষিত জাতি দিবে।

আশা করি বন্ধুরা আমার এই পোস্টটি আপনাদের অনেক ভালো লেগে থাকবে, আর যদি লেখায় এবং ছবিতে কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




শুভেচ্ছান্তে :-
@sangram5

আমার পরিচয়

IMG-20210813-WA0019.jpg

আমার নাম মোঃ আবু হানিফ সংগ্রাম। আর আমার ইউজার আইডি নাম হচ্ছে @sangram আমি একজন নিয়মিত ছাত্র, বর্তমানে আমি পার্বতীপুর সরকারি কলেজের বিএসএস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার বাসা দিনাজপুর জেলার অন্তর্গত পার্বতীপুর থানা, ঢাকা, বাংলাদেশ।




ধন্যবাদ সবাইকে

Cc:- @rme
@hafizullah

Sort:  
 3 years ago 

সমাজ মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ ছাড়া মানুষের বসবাস অনেক কঠিন হয়ে যায়। একটি সমাজই পারে মানুষের মধ্যে শান্তি বিরাজমান করতে। আপনার পোস্ট আমার ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই সুন্দর ভাবে সমাজ সম্পর্কে বিস্তারিত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমাদের বেঁচে থাকার পেছনে সমাজের গুরুত্ব অপরিসীম। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 3 years ago 

আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সমাজ নিয়ে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন।আসলে পারিবারিক মনোভাব গড়ে তোলার জন্য সমাজ যথেষ্ট ভূমিকা রাখে।এই সমাজে থাকতে পারে বিভিন্ন জনগোষ্ঠী।ভিন্ন গোত্র হোক বা জাতি সমাজে করো মধ্যে বেধাবেধ থাকতে নেই।অনেক সুন্দর লিখেছেন ভাই।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য শুভকামনা রইল।

সমাজ সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন মামা । একটি এলাকায় বসবাস করতে গেলে সমাজ অপরিসীম । সমাজ মানুষের খারাপ কাজগুলো থেকে পিছিয়ে দেয় । একে অপরের প্রতি সাহায্য করে ।

তবে সমাজের প্রতিটি মানুষ সমান হয় না ।কেউ ভালো আর কেউ খারাপ হয় । জাতীয় করে খারাপ না সমাজকে বিচ্ছিন্ন করতে না পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

ধন্যবাদ মামা !

 3 years ago 

আপনার ভালো মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

পৃথিবীতে চলতে হলে অবশ্যই আমাদের সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং সমাজ সম্পর্কে আপনার উক্তি গুলো যেন সব কিছুই তথ্য বহুল ছিল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাইয়া। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনার বন্ধুদের মধ্যে অনেকেই আমাদের কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছে।সবাইকে একসঙ্গে দেখে ভালো লাগলো।আপনাদের জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনার সুস্থতা কামনা করছি আপু।

 3 years ago (edited)

মানুষ সামাজিক জীব যে সমাজে বসবাস করেনা সে পশু না হয় দেবতা। সমাজে বসবাস করতে গিয়ে আমাদের অনেক দায়িত্ব পালন করতে হয়। সমাজ নিয়ে সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58027.38
ETH 2358.35
USDT 1.00
SBD 2.38