You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৭১ || আমার করা "ক্লে" দিয়ে বোতল আর্ট
সত্যি বলতে কী, আপনার এই বোতল আর্টটা এক কথায় দারুণ হয়েছে ভাইয়া।যেভাবে ধাপে ধাপে প্রতিটা কাজ দেখিয়েছেন, তা একদিকে যেমন গঠনমূলক, অন্যদিকে নতুনদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। ক্লে দিয়ে গোলাপ ফুল বানানোটা যতটা যত্নের কাজ, আপনি সেটা নিখুঁতভাবে করেছেন।আর বিভিন্ন রঙের ব্যবহার পুরো আর্টকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বোতলের আকাশী রঙের পটভূমির সাথে গোলাপের মিল যেন এক রঙিন গল্প বলছে।আপনার এই সৃজনশীল প্রচেষ্টার জন্য আন্তরিক ভাবে শুভেচ্ছা রইলো ধন্যবাদ।
চেষ্টা করেছি সুন্দর করে এবং নিখুঁতভাবে এটা তৈরি করার জন্য।