লেখাটি গভীর অনুভূতির প্রকাশ। মানুষের বিশ্বাস, ভরসা এবং মিথ্যা আশ্বাসের প্রভাব খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। সত্যিই, প্রতিশ্রুতি রক্ষা না করা কেবল একজনকে কষ্ট দেয় না, বরং সম্পর্কের ভিত্তিও নড়বড়ে করে তোলে। সোজাসাপ্টা সত্য বলা হয়তো কঠিন, কিন্তু মিথ্যা আশ্বাসের চেয়ে অনেক ভালো। গুরুত্বপূর্ণ ও বাস্তবিক এক আলোচনা।