বিকেলের জন্য একদম আদর্শ একটি নাস্তা। আমি জানি, বেশিরভাগ মুচমুচে খাবার বেসন দিয়ে তৈরি করা হয়। কিন্তু আপনি আটা ব্যবহার করেছে।তেলেভাজা এমন সব খাবার খেতে সত্যিই মজার, যদিও এগুলো স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। তবে,ধনেপাতার চপ আমার অনেক পছন্দের । আপনার রেসিপি দেখতে তো বেশ সুস্বাদু লাগছে, মনে হয় খেতেও খুবই ভালো ছিল।
বেসন দিয়ে তৈরি করলে কেন জানি আমার কাছে অন্যরকম লাগে। তাই আটা দিয়ে তৈরি করে দেখলাম খেতে ভালোই লেগেছিল খুব।