লেভেল ওয়ান হতে আমার অর্জন - by @samsunnaharsuity

in আমার বাংলা ব্লগlast month (edited)

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আম বেশ কয়েকদিন আগে এবিবি স্কুল থেকে লেভেল ওয়ান এর ক্লাস শেষ করেছি, ক্লাস থেকে আমি লেভেল ওয়ান এর সকল বিষয় বস্তু জানতে পেরেছি । আজকে আমি লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষা টি আপনাদের সকলের সাথে উপস্থাপন করব।

IMG_20240428_130813_942.jpg

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?

উত্তর: সহজ কথায় এক্টিভিটিজ স্পামিং বলতে একই কনটেন্ট ঘুরিয়ে পেচিয়ে পুনরায় লেখাকে স্পামিং বলে। যেমন ধরেন আপনি কোন জায়গায় ঘুরতে গেছেন সেই বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন। ওই একই পোস্ট ঘুরিয়ে পেচিয়ে আবার পোস্ট করাকে এক্টিভিটিজ স্পামিং বলে। এছাড়া ও

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

অন্যের তোলা ছবি নিজের বলে চালিয়ে দেয়া কে ফটো কঁপিরাইট বলে।যেহেতু চুরি সেহেতু এটি একটি বড়ো অপরাধ। তবে ফ্রি ফটো ডাউনলোড ওয়েবসাইট থেকে নামিয়ে সোর্স দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন।

তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?

কপিরাইট ফ্রি তিনটি ওয়েবসাইটের নাম হল:

https://unsplash.com
https://www.freeimages.com
https://www.pexels.com

ট্যাগ কেন করতে হয় এবং কিসের ভিত্তিতে করতে হয়??

যে কোন বিষয় নিয়ে পোস্ট করলে, সেই পোস্টে আপনি ট্যাগ ব্যাবহার করলে শব্দটি ট্রেন্ডিং হিসাবে থাকবে, এটাতে ক্লিক করলে ওই বিষয়ের সকল পোস্ট পরপর একই চলে আসে একসাথে।
আপনি যেই বিষয় নিয়ে পোস্ট করবেন আপনাকে তার উপর নির্ভর করে ট্যাগ লিখতে হবে, যেমন কোন কিছুর ছবি তুল্লে সেখানে photography. বিভিন্ন রান্নার পোস্টের ক্ষেত্রে cooking, recipe এসব বা যা রান্না করবেন তার নাম সংক্রান্ত ট্যাগ ব্যবহার করতে হবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে বিষয়গুলির উপর লেখা বা পোস্ট করা সম্পুর্ন নিষিদ্ধ?

১. কোন ধর্মকে ছোট করে কোন কিছু লেখা যাবেনা, ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো পোস্ট করা নিষিদ্ধ।
২. চাইল্ড পর্নোগ্রাফিক নিয়ে প্রকার কনটেন্ট পোস্ট করা যাবেনা।
৩. নারীদের নিয়ে এমন কোন পোস্ট করা যাবেনা যাতে তাদের সম্মানহানি হয়, নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট করা যাবেনা।
৪. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্ত্বার ও বিদ্বেষমূলক
এবং ছোট করে কোনো পোস্ট করা যাবেনা।
৫. নিজ ইচ্ছায় কোনো ব্যক্তি বিশেষের
নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট করা যাবেনা, কারো সম্মানহানি হয় এমন কোন পোস্ট করা যাবেনা।
৬.রাজনৈতিক কোন দল নিয়ে কোন প্রকার সমর্থন বা সমালোচনা মূলক পোস্ট করা যাবেনা।
রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক
৭.কোন ধরনের মিথ্যা গুজব, কুসংস্কার এর পক্ষে বা এ ধরণের পোস্ট করা যাবেনা
৮ কোন পশু-পাখি উপর নিপিড়নমূলক কোনো পোস্ট, ছবি অথবা ভিডিও শেয়ার করা যাবে না।
৯. শিশু শ্রম সমর্থন করে এমন সকল পোস্ট করা নিষিদ্ধ।
১০. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল পোস্ট করা নিষিদ্ধ।
১১. কোন অপরাধমুলক কাজকে সমর্থন করে তা পোস্ট করা যাবেনা।

প্লাগিরিজম সম্পর্কে আপনি কি জানেন?

প্লাগিরিজম মানে হল চুরি করা। অন্যের কোন বিষয় নিজের বলে চালিয়ে দেওয়া হলো প্লাগিরিজম। গুগলে সার্চ করলে বাংলা ভাষায় অনেক ধরনের আর্টিকেল পাওয়া যাবে সেসব কপি করে নিজের বলে চালিয়ে দিলে সেটা প্লাগিরিজম এর মধ্যে পড়ে। যদি আমরা আর্টিকেলগুলো পরে ১০০% এর মধ্যে ৭০% নিজের ভাষায় লিখি তাহলে সেটা প্লাগিরিজম এর মধ্যে পড়ে না।

re-write আর্টিকেল কাকে বলে?

re-write আর্টিকেল হচ্ছে কোন বিষয় পুনরায় লেখা। পূর্বের কোন তথ্য পরে সে বিষয়ে নিজের মত কে লেখতে পারাই হল re-write আর্টিকেল।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোস্ট "ম্যাক্রো পোস্ট" হিসাবে গণ্য করা হবে। বারবার ম্যাক্রো পোস্ট করা ব্লগারকে স্পামার হিসেবে গণ্য করা হবে।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারে?

প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারে।

আজকে এখানেই শেষ করছি।

ধন্যবাদ।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last month 

আসলে ওটা "ম্যাক্রো পোস্ট" হবে, প্রশ্ন পত্রে ভুল করা আছে। সেটা ঠিক করে দিন।

আপনাকে বানানের দিকে বিশেষ নজর দিতে হবে।

 last month 

লেভেল ওয়ান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি লেভেল ওয়ান থেকে বেশ সুন্দর কিছু কথা অর্জন করেছেন। ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি সব সময় পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67621.06
ETH 3787.11
USDT 1.00
SBD 3.50