ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম ।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামুয়ালাইকুম.....
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য । এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি ,সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো।

এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে ফটোগ্ৰাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। আগে আমি একদম ফটোগ্ৰাফি করতে পারতাম না। ফটোগ্ৰাফি করা ছবি গুলো দেখতে কেমন দেখতো ,তবে ধিরে ধিরে এখন ফটোগ্ৰাফি করতে শিখতেছি আমার কাছে বেশ দারুন লাগতেছে ।আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফি গুলো হচ্ছে প্রাকৃতিক ঘরোয়া ভাবে । আশাকরি আপনাদের প্রত্যেকের বেশ ভালো লাগবে।

IMG_20240817_181701_500.jpg

          ফুলের ফটোগ্ৰাফি 

received_312950811278685.jpeg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, আমার হাতে ধরা ছোট ছোট কতগুলো ফুল । ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।তবে আমি এই ফুলটির নাম জানি না ।আপনারা কেউ এই ফুলের নাম জানলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।আমি বেশ কিছুদিন আগে এক জায়গায় গিয়েছিলাম তখনি হঠাৎ করে এই ফুলের সাথে দেখা হয়ে যায় আমার। তখন আমি আমার হ্যান্ডসেট টি বের করে একটি ফটোগ্রাফি করি ।

          সন্ধ্যায় সূর্যাস্ত ফটোগ্ৰাফি

IMG_20240817_181701_500.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন,
সন্ধ্যা বেলার সূর্যাস্ত।এই প্রাকৃতিক দৃশ্যটি দেখতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি।আমরা সবাই ঘুরা ঘুরি করতে অনেক পছন্দ করি।তবে আমরা বিকেল বেলা ঘুরতে বের হলেই এই সূর্যাস্ত দৃশ্যটি দেখতে পারি ।আমার কাছে এই সূর্যাস্তের মুহূর্তোটি দেখতে বেশ দারুন লাগে।

           সখের কবুতর 

IMG_20240428_192128_894.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন ,এটি হচ্ছে একটি কবুতর বা পাইরা ।এই পাখি টি আমরা সবাই পছন্দ করে থাকি। এটি এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি । আমার বাবা সখের বসে প্রথমে আমাদের ছাদে ৬ টি কবুতর লাগিয়ে ছিল ।এখন প্রায় ২০ টির ও বেশি কবুতর হয়েছে। সবগুলো চেয়ে আমার এই কবুতরটি অনেক সখের এই কবুতরটি আমি খুবই পছন্দ করি ।তাই মাঝে মাঝে কবুতরটি হাতে নিয়ে ফটোগ্ৰাফি করি । কবুতর টি হাতে নিতে বেশ ভালো লাগে আমার কাছে।

          মেঘলা আকাশ 

IMG_20240817_151145_858.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত সূর্য মামা চারিদিকে সাদা কালো মেঘে ঘেরা।এই প্রাকৃতিক দৃশ্য আমরা বৃষ্টি হবার পূর্বেই আকাশে দেখতে পাই ।যেহেতু এখন বৃষ্টির মৌসুম তাই হঠাৎ রোদের মধ্যে ও যখন তখন বৃষ্টি আছে । বৃষ্টি হবার আগ মুহূর্তের আবহাওয়া আমার কাছে ভীষণ ভালো লাগে । আপনাদের কাছে কার কেমন লাগে কমেন্টে জানাবেন ।

         প্রাকৃতিক দৃশ্যের রাস্তার ফটোগ্রাফি

IMG_20240815_142451_293.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের গ্রাম্য রাস্তার ফটোগ্রাফী। আমরা যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করি । তারা প্রতিনিয়ত প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে পারছি ,ও সব সময় খোলা মেলা জানযট ছাড়াই খুব সুন্দর চলা ফেরা করতে পারি । উপরে দেখতে পারছেন রাস্তা টি ফাঁকা চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য ।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 2 months ago 

কবুতরটি দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে আপু। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। এছাড়া গ্রামীন প্রকৃতির ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু। চমৎকার লাগছে দেখতে। আমার খুবই ভালো লেগেছে।

 2 months ago 

আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ দুর্দান্ত হয়েছে । ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগছে। আসলে কবুতর পুষতে আমার কাছে খুব ভালো লাগে। সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। ফুলের সৌন্দর্য বেশ দারুণ। এতো অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 months ago 

আপু আপনি প্রাকৃতিক সৌন্দর্যের বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার কাছে বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি, কবুতর আর রাস্তার ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। এই ধরনের প্রাকৃতিক ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ আপু এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68431.46
ETH 2457.08
USDT 1.00
SBD 2.60