ফটোগ্রাফি পোস্ট : এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম ।

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামুআলাইকুম ......
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য,এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্ৰাফি শেয়ার করবো।আশা করি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

img_1725288947545_2.jpg

ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও আগে আমি তেমন একটা ফটোগ্রাফি করতে পারতাম না , কিন্তু বর্তমান এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ফটোগ্ৰাফি করা আসক্ত দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি। আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে ও অনেক পছন্দ করি।আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফি গুলো হচ্ছে গ্ৰামিন পরিবেশ। আমি কয়েক দিন আগে এক আত্মীয় বাড়ীতে গিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু ফটোগ্ৰাফি সংগ্রহ করেছি । আজকে আপনাদের সাথে সেগুলো ফটোগ্রাফি শেয়ার করবো।

রেললাইনের পথে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি


উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, রেললাইনের পাশে রাস্তায় প্রাকৃতিক দৃশ্যের সবুজ শ্যামল । রেললাইনের পথ আকাশে নীল সাদা মেঘে ঘেরা ,বিকাল বেলায় আকাশের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়।আর আকাশ তখন অনেক টা পরিস্কার থাকে।

প্রাকৃতিক দৃশ্যের সূর্যাস্ত


উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত সন্ধ্যার পর্বে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের সূর্যাস্ত ফটোগ্রাফি। আকাশে লাল সাদা কয়েক রকমের মেঘ ভরা ,এরকম দৃশ্যে দেখতে বেশ দারুন লাগে।

রেললাইনের ব্রীজ


উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত নদীর উপর রেললাইনের ব্রীজ।এই ব্রীজের উপর দিয়ে হেঁটে যেতে অনেকের ভয় লাগে ,আবার অনেকের মজা ও লাগে।তবে আমার ভিসন ভয় লাগা। কে কে এই ব্রীজের উপর হেঁটেছেন কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

প্রাকৃতিক দৃশ্য

img_1725290999005_1.jpg
উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত রাস্তার পাশেই কলা গাছ ও পুকুরে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

নদীর দৃশ্য


উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন,
এটি মূলত একটি নদীর প্রাকৃতিক দৃশ্য। বিকেল বেলায় যখন রোদ পরিমাণ কমতে থাকে, তখন আকাশের সৌন্দর্য বৃদ্ধি পায়।আর আকাশে তখন অনেক টা নীল সাদা মেঘে ঘুরা ঘুরি করে। সেই দৃশ্য দেখে আমার খুব ভালো লাগে।তাই কিছু দিন পর পর প্রাকৃতিক দৃশ্য দেখতে বের হয়।

রেললাইন


উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি একটি রেললাইন চারদিকে প্রাকৃতিক এ ভরপুর। এরকম দৃশ্যে দেখতে অনেক ভালো লাগে ।আজকে আমার সব কয়েকটি ফটোগ্রাফার নদীর পাশে রেললাইনের উপর থেকে সংগ্রহ করা।ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ ।
DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 5 months ago 

অনেক সুন্দর সুন্দর এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এমন এলোমেলো ফটোগ্রাফির পোস্টে দেখতে খুবই সুন্দর লাগলো। যেখানে বেশ অসাধারণ চিত্রগুলো একসাথে সাজিয়ে উপস্থাপন করেছেন বর্ণনার সাথে। খুব সুন্দর হয়েছে আপনার এই পোস্ট।

 5 months ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। প্রত্যেকটি ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিলো। রেললাইন চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখে দারুণ। ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্
সুন্দর করে ফটোগ্রাফি করেছেন । ধন্যবাদ আপনাকে কিছু ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 5 months ago 

খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দারুন আলোচনার মাধ্যমে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।

 5 months ago 

আপনি তো দারুন ফটোগ্রাফি করেছেন। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

এতসব দারুন ফটোগ্রাফি করেছেন আপনি, দেখেই তো আমি মুগ্ধ হলাম। এরকম সুন্দর প্রকৃতি দেখতে কার কাছেই না ভালো লাগে। আমি তো অনেক বেশি ভালোবাসি এরকম সুন্দর প্রকৃতি। আর এরকম দৃশ্য দেখলে ফটোগ্রাফি করা ছাড়া তো থাকাই যায় না। আপনি খুব দারুণ দেখতে ফটোগ্রাফি করেছেন। অনেক সুন্দর করে আপনি ফটোগ্রাফি করতে পারেন। রেল লাইনের দৃশ্যগুলো আমার কাছে বেশী সুন্দর লেগেছে দেখতে। রেল লাইনের পাশাপাশি আকাশ দেখতে ও দারুন লাগছে। ছোট্ট বর্ণনা শেয়ার করেছেন দেখে আরো ভালো লাগলো।

 5 months ago 

আমিও যদি রাস্তা ঘাটে বের হই বা চোখের সামনে যদি কিছু পড়ে সেটা সঙ্গে সঙ্গে মোবাইল দিয়ে তার ফটোগ্রাফি করার চেষ্টা করি।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম।সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 5 months ago 

আপনি তো খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। প্রাকৃতিক এই দৃশ্যগুলো সত্যিই মনমুগ্ধকর। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে। রেললাইনের ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর ছিল। আপনাকে ধন্যবাদ আপু এত চমৎকার এবং মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

আজকে আপনি খুব সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। কিছু কিছু ফটোগ্রাফি আছে দেখলে মন ভরে যায়। তবে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লাগলো। তবে রেললাইনের পাশে সবুজ শ্যামলা জায়গা গুলো দেখতে এমনিতে বেশ ভালো লাগে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ একের পর এক ফটোগ্রাফি গুলো যখন দেখছিলাম তখন অনেক ভালো লাগছিল৷ আপনি খুবই দক্ষতার সাথে সবগুলো ফটোগ্রাফি এখানে শেয়ার করেছেন৷ এর মধ্যে রেললাইনের ফটোগ্রাফি আমার অনেক পছন্দ হয়েছে৷ আমি অনেকদিন পর এই রেললাইনের ফটোগ্রাফি দেখতে পেলাম৷ ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

|

আরো ভালো ফটোগ্রাফি শেয়ার করেন।
|---|

আরো ভালো ফটোগ্রাফি শেয়ার করেন।

|

পছন্দের মতো অনেক সুন্দর চিঠিতে দেখতে আপনারা যে ভালো লাগেন এবং ফটোগ্রাফি শেয়ার করেন |---|
সবাই কে অনেক ধন্যবাদ

New to Steemit?

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 104912.25
ETH 3387.24
SBD 4.62