ডাই পোস্ট: রঙ্গিন পেপার দিয়ে ফুলের অরিগমি তৈরি।

আসসালামুয়ালাইকুম আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে রঙ্গিন পেপার দিয়ে ফুলের অরিগমি তৈরি করে দেখাবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।
IMG_20240703_194207_988.jpg

প্রয়োজনীয় উপকরণ

IMG_20240703_185352_840.jpg
রঙ্গিন কাগজ
একটি কাঁচি
কলম
একটি আটা

কার্য প্রণালী

ধাপ : ১
প্রথমে কাগজটি ভাঁজ দিয়ে লাভ বানানোর জন্য কাঁচি দিয়ে কাগজটি কেটে নিলাম।
IMG_20240703_185654_948.jpg

ধাপ : ২
এবার লাভ টির ভাঁজ খুলে মেলিয়ে নিলাম।
IMG_20240703_185710_441.jpg

ধাপ : ৩
এরপর লাভ টি চার ভাঁজ দিয়ে নিলাম।
IMG_20240703_190021_190.jpg

ধাপ : ৪
এরপর কাগজটি ভাঁজে ভাঁজে কলম দিয়ে তিনটি দাগ দিয়ে নিলাম।ঐ কলমের দাগে দাগে আটা দিয়ে ভাঁজ করে নিয়েছি।
img_1720586310585_1.jpg

ধাপ : ৫
আবার ভাঁজ করা কাগজটি উপরে কলম দিয়ে তিনটি দাগ দিয়ে ঐ দাগে উপরে আটা দিয়ে আটকে নিলাম।
img_1720586711941_1.jpg

ধাপ : ৬
এরপর সব গুলো এক সাথে ভাঁজ হয়ে গেয়েছে। তারপর একটি কাগজে ডাল ও পাতা বানিয়ে নিলাম।
img_1720587439076_1.jpg

ধাপ : ৭
এরপর অরিগমি টি হাত দিয়ে টেনে মেলিয়ে নিলাম।
IMG_20240703_191554_211.jpg

ধাপ : ৮
অবশেষে অরিগামি টি বানানোর সম্পূর্ণ করে দেওয়ালে সাজিয়ে একটি পিক তুলে নিলাম ।
IMG_20240703_193633_947.jpg

img_1720588398208_1.jpg

IMG_20240703_193806_427.jpg

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 6 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে আপনি ফুলের অরিগামি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি জিনিস তৈরি করতে দেখে। বেশ দারুণ হয়েছে কিন্তু। আশা করবে এভাবেই সুন্দর সুন্দর কিছু তৈরি করে দেখাবেন।

 6 days ago 

রঙিন পেপার দিয়ে আপনি আজ খুব চমৎকার একটি ফুলের অরিগামি বানিয়েছেন। অনেক সুন্দর কালার চয়েজ করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 6 days ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক বেশি সুন্দর লাগে। আপনি আজকে চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের অরিগ্যামি তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করে দেখানোর জন্য।

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন,রঙ্গিন পেপার দিয়ে ফুলের অরিগমি তৈরি। রঙিন পেপার দিয়ে যেকোন জিনিস তৈরি করা দেখতে আমার ভীষণ ভালো লাগা কাজ করে ভিতরে। আর আপনি দেখছি রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর ভাবে ফুলের অরিগামি তৈরি করেছেন। প্রতিটি ধাপ বেশ দক্ষতার সহিত আমাদের মাঝে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে খুবই ভালো লাগে। আর আপনার তৈরি করা নকশাটি খুবই সুন্দর হয়েছে আপু। তবে এটা বানাতে অনেক সময় ব্যয় করতে হয়েছে বোঝাই যাচ্ছে। চমৎকার একটি হাতের কাজ সবার মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 6 days ago 

আপনাকে কমিউনিটিতে অভিনন্দন জানাচ্ছি। আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ফুল তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। বাচ্চারা এক ধরনের ফুলগুলো খুবই পছন্দ করে। আপনি প্রত্যেকটা খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর ডিজাইন করেছেন। এই ডিজাইনটি আমার ভালো লেগেছে। এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 days ago (edited)

দারুণ বানিয়েছেন কাগজের ফুলের অরিগ্যামিটি।এরকম অরিগ্যামি গুলো কিনতে পাওয়া যায়।আপনি রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর ফুলের অরিগ্যামি বানিয়েছেন। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার বানানো রঙ্গিন কাগজের অরিগ্যামিটি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে অরিগ্যামি তৈরি পদ্ধতি ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

দারুণ দক্ষতার মধ্য দিয়ে রঙ্গিন পেপার দিয়ে ফুলের অরিগমি তৈরি করেছেন আপনি। আপনার তৈরিকৃত ফুলটি আমার কাছে খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি অরিগামি দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি সুন্দর ফুল এখানে তৈরি করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এটি তৈরি করতে আপনার প্রচুর সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন যা দেখে বোঝা যাচ্ছে৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 64854.61
ETH 3478.75
USDT 1.00
SBD 2.52