আর্ট পোস্ট: 1234 দিয়ে সুন্দর একটি পাখি 🐦 তৈরি।

আসসালামুয়ালাইকুম বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য আমি কয়েকদিন আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকে আমি আপনাদের সাথে নতুন ডিজাইনের একটি 1 2 3 4 সংখ্যা দিয়ে পাখি তৈরি করা শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
IMG_20240528_135513_693~2.jpg

          প্রয়োজনীয় উপকরণ 

সাদা পেপার
পেন্সিল
রাবার
IMG_20240528_133901_128.jpg

ধাপ 1:
প্রথমে ছোট করে ওয়ান আর্ট করে নিলাম।
IMG_20240528_134057_872.jpg

ধাপ 2:
এরপর টু সংখ্যাটি আর্ট করে নিলাম।
IMG_20240528_134144_441.jpg

ধাপ 3 :
এরপর মাঝখানে ওয়ান টু রাখে বড় করে থ্রি আর্ট করে নিলাম।
IMG_20240528_134309_315.jpg

ধাপ 4 :
এরপর থ্রি নিচে ফোর আর্ট করে নিলাম।
IMG_20240528_134406_944.jpg

ধাপ 5 :
এরপর পাখিটির ডানা বানিয়ে নিলাম
img_1716884443170_1.jpg

ধাপ 6 :
এরপর পাখিটির পিছনের লেজ বানিয়ে নিলাম।

img_1716884696049_1.jpg

ধাপ 7 :
এরপর পাখিটির ঠোঁট আর্ট করে নিলাম।
IMG_20240528_134918_851.jpg

ধাপ 8 :
এরপর গোল করে পাখিটির চোখ আর্ট করে নিলাম।
IMG_20240528_135008_986.jpg

ধাপ 9:
এরপর ফোর আর্ট করে সংখ্যাটি ডাবল করে আর্ট করে পা তৈরি করে নিলাম।
IMG_20240528_135045_882.jpg

অবশেষে আমার 1234 দিয়ে সুন্দর একটি পাখি আর্ট ডিজিটাল তৈরি কমপ্লিট ।

IMG_20240528_135513_693~2.jpg

IMG_20240528_135510_794.jpg

ধন্যবাদ।

DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh
Sort:  
 last month 

এর আগে আপনি চারটি অক্ষর দিয়ে অনেক সুন্দর ভাবে একটি হাতি এঁকেছিলেন আপু আমি দেখেছি। এখন আবার একটি পাখি আর্ট দেখতে পেলাম খুবই ভালো লাগলো। আর্ট করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু ধন্যবাদ।

 last month 

আপু আপনি কয়েকটি সংখ্যা ব্যবহার করে এত সুন্দর করে আর্ট করেছেন দেখে ভালো লাগলো। তবে আপু সবাই যেভাবে দারুন দারুন আর্ট শেয়ার করে সেখানে আপনার এই আর্টটি আরো বেশি সুন্দর করার জন্য আপনি রংয়ের ব্যবহার করলে পারতেন। তাহলে দেখতে আরো বেশি সুন্দর হতো।

 last month (edited)

যেকোনো আর্ট আমার কাছে ভীষণ পছন্দের। তবে আপনার আর্ট করার প্রক্রিয়া দেখতে পাচ্ছি একদম ইউনিক। চারটি সংখ্যার সাহায্যে অসম্ভব সুন্দর একটি পাখির চিত্র ফুটিয়ে তুলেছেন। এতে বোঝা যাচ্ছে আপনি আর্ট বিষয়ে অসম্ভব দক্ষ।তবে আর্টটির মধ্যে যদি 8B বা 10B পেন্সিল দিয়ে একটু গাঢ় করে কালি করে দিতেন আরো সুন্দর দেখাতো। এভাবেই চেষ্টা চালিয়ে যান আশা করছি আগামীতে আরো ইউনিক এবং চমৎকার মনোমুগ্ধকর সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করতে পারবেন। ।মনে রাখবেন চেষ্টাই মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। চেষ্টার অপর নাম সফলতা। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যে করার জন্য।পরের বার 8B বা 10B পেন্সিল দিয়ে আর্ট করার চেষ্টা করব।

 last month 

আপু আপনি কয়েকটি সংখ্যা দিয়ে বেশ চমৎকার একটি পাখি আর্ট করেছেন। আপনি নতুন হিসেবে খুব ভালো আর্ট করেছেন। এরপর আর্ট করলে বাকি ইউজারদের আর্ট গুলো ফলো করে আর্টের মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করবেন। তাহলে আপনি আর্ট পোস্ট ফোকাস করতে পারবেন। আশা করি আপনার কাছ থেকে সামনে আমরা সুন্দর সুন্দর আর্ট দেখতে পাবো। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

1,2,3,4দিয়ে ভীষণ চমৎকার সুন্দর একটি পাখি বানিয়েছেন আপু।সত্যি দক্ষতার সঙ্গে আটটি সম্পন্ন করেছেন আপনি। ভীষণ ভালো লাগছে আপনার পাখিটি। ধাপে ধাপে পাখি চমৎকার ভাবে পাখি তৈরি পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ।

 last month 

অক্ষর লেটার বা অংক সংখ্যা দিয়ে ছবি আঁকতে বা পাখির চিত্র আট করতে খুবই ভালো লাগে। ছোটবেলায় বেশ অনেক কিছু জানতাম কিন্তু এখন আর সেগুলো করা হয় না। তবে আপনার এই পোস্ট দেখে কিন্তু একদম সেই হাই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। অনেক সুন্দর হয়েছে আপু আপনার এক দুই তিন চার দিয়ে ছবি আঁকা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15