|| নতুন বছরের প্রথম পিকনিকের কিছু মুহূর্ত,১০% বেনিফিসিয়ারী @shy-fox এর জন্যে ||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

শীতকাল মানেই বাঙ্গালীর রক্তে যেন পিকনিকের প্রবাহ হয়।আমিও যেহেতু বাঙালি সেহেতু আমার ক্ষেত্রও এর অন্যথায় হয়না😁।অনেকদিন ধরেই আমারও পিকনিক পাচ্ছিলো, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে করা হয়ে উঠছিল না।।

IMG-20220106-WA0004.jpg

সময় অনুযায়ী অনেকটা দেরি হয়ে গেল হয়তো,কিন্তু শীতটা এই দিন কয়েক হল জাঁকিয়ে পড়েছে।তাই এই চরম ঠান্ডায় পিকনিকের মজাটাও অন্যরকম হয়।

IMG_20220106_132745.jpg

বন্ধুবান্ধবরা তো সেই নভেম্বরের শুরুতেই পিকনিক করা শুরু করে দিয়েছে,সেগুলো দেখে আমি আর থাকতে না পারায় অবশেষে দুটি মাস লাগলো আমার পিকনিকের জন্যে সময় বের করতে।

IMG_20220106_132723.jpg

FB_IMG_1641455432925.jpg

পিকনকটি হয়েছিলো কলকাতার পার্শ্ববর্তী খুব সুন্দর ছোট্ট একটা শহরে,নাম কল্যাণী। কল্যাণী শহরের প্রান্তে একবারে গঙ্গা নদীর তীর ছিলো আমাদের লোকেশন।

FB_IMG_1641455444442.jpg

মোটামুটি জনা পঁচিশ বন্ধু-বান্ধবী মিলে আমাদের এই পিকনিকটি সম্পূর্ণ হয়েছে।
পিকনিকে সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাবার অবধি আয়োজন করা হয়েছিল।

IMG-20220106-WA0008.jpg

IMG-20220102-WA0088.jpg

সকালের আইটেম ছিল ১টা করে চকলেট ব্রেড,১ টা করে ব্রেড,১ টা করে কলা ,১ টা করে ডিম সেদ্ধ।
দুপুরের রান্নার জন্যে আলাদা লোক নেওয়া হয়েছিল,যাতে প্রত্যেকে আনন্দ করতে পারে।

IMG-20220102-WA0084.jpg

টিফিনের পর আমরা সবাই একটু নাচ-গান করলাম,তারপর সবাই মিলে গেলাম নৌকা করে গঙ্গা নদী সফরে।

IMG-20220102-WA0076.jpg

সেখানে প্রসাশনের করা নির্দেশ,একটি নৌকায় ১০ জনের বেশি যাত্রা করা যাবে না,তো অগত্যা আমাদের ৩ বারে যেতে হলো,যার ফলে সেই সময় টুকু সবাই একসাথে থাকার মজাটাই হোলোনা।

IMG-20220102-WA0043.jpg

যাইহোক,এখানে কোনো উপায় ছিলো না।
মোটামুটি ১৫ মিনিট করে ঘোরালো একেকটা নৌকা।ঠান্ডার মধ্যে নদীর হাওয়া যেনো একদম শরীরের হারে গিয়ে লাগছিলো,আবহাওয়া ছিল মেঘলা,ফলে রৌদ্রের কোনো তেজ ছিলোনা।তাও যেটুকু ছিল তাতেই নৌকার বুকে বসে গা-হাত-পা শেকছিলাম,বেশ মজাদার একটা অভিজ্ঞতা।

IMG-20220102-WA0041.jpg

বেশ মজা করে আমরা চলে আসলাম,তারপরে ভুরিভোজন হোলো।ভুরিভোজনে খাওয়ার-দাওয়ার ছিল -সাদাভাত,ভেজডাল,বেগুনি,ফ্রাইডরাইস,মুরগির মাংস,স্যালাড, চাটনি,পাঁপড়, মিষ্টি।

IMG-20220104-WA0071.jpg

প্রত্যেকটি আইটেমের ছবি আমার কাছে না থাকায় পোস্ট করতে পারলাম না,তবে সারাদিন দারুন মজা করেছি।
আজকের মতো পোস্টটি এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন।

@samratsaha

Sort:  
Loading...
 3 years ago 

বন্ধুবান্ধব একত্রিত হলে এমনিতেই সেখানে খুবই মজা হয়। আবার যদি হয় পিকনিক তাহলে তো কোন কথাই নেই কত রকমের মজা আনন্দ হয়ে থাকে। তা দেখেই বুঝা যাচ্ছে। আশা করি সব সময় আপনাদের বন্ধুত্ব ভালো থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অবিরাম ভালোবাসা রইলো।

 3 years ago 

হ্যাঁ দাদা,বন্ধুদের সাথে পিকনিকের আনন্দই অন্যরকম,
কোনো তুলনাই চলে না।
অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন☺️।

বন্ধু বান্ধবের সাথে পিকনিক করার মজাই অন্যরকম। সব বন্ধুরা থাকলেই যেন একটা মিলন মেলা। দেখে মনে হচ্ছে আপনারা অনেক আনন্দ করেছেন। ধন্যবাদ আনন্দগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ দাদা,লকডাউন এর জন্যে অনেকের সাথেই বেশ কয়েকদিন দেখা হয়নি, তো এতদিন পর অনেকের সাথে দেখা হলো সবাইকে একসাথে পেলাম,খুব আনন্দ করেছি সবাই মিলে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58188.83
ETH 2585.51
USDT 1.00
SBD 2.40