|| বর্ষশেষে বর্ষ যাপন অনুষ্ঠানের খুঁটিনাটি ||১০% বেনিফিট @shy-fox এর জন্যে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,কেমন আছেন সবাই?আশাকরি সকলে ভালোআছেন।
আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার সেই কালচারাল গ্রুপটির কথা,যার কথা আমি আমার একদম প্রথম পোস্টে বলেছিলাম,যে সংস্থাটির নাম "উড়ান"।

PicsArt_01-02-05.33.38.jpg

তো এবার আমরা নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে একটু অন্যরকম ভাবনা চিন্তা করেছিলাম।আমরা ঠিক করেছিলাম,2021 সালের 31 এ ডিসেম্বর আমরা একটা অনুষ্ঠান করবো যেখানে ৮-৮০ সব বয়সের মানুষরা এনজয় করতে পারে।
যেমন ভাবনা তেমন কাজ।
আমাদের প্রোগ্রামের লোকেশন ঠিক হয় নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে।খুব নাম করা একটি শহর, এখানকার মাটির পুতুল এর তো সারা বিশ্ব জুড়ে খ্যাতি।আর সাথে সরপুরিয়া-সরভাজ মিষ্টির তো কোনো তুলনায় হয়না।
যাইহোক আমারা ঠিক করি সকাল ১০ টা থেকে ছোটদের জন্যে একটি বয়স ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা হবে,তারপর হবে আবৃত্তি প্রতিযোগিতা।এরপর বিকেলে 4 টে থেকে শুরু হবে আমাদের মূল অনুষ্ঠান।
মূল অনুষ্ঠানটিকে আমরা ৩ টি ভাগে ভাগ করি,এবং প্রত্যেকটি ভাগের আলাদা আলাদা নাম দিই।
প্রথমভাগটির নাম দিই 'নৈবেদ্য',যার জন্য বরাদ্দ ছিল ২ ঘন্টা।প্রথম অংশে অর্থাৎ নৈবেদ্য তে আমরা উদ্যোগ নিয়েছিলাম নদীয়া জেলার কিছু বিশিষ্ট ডাক্তার,কবি,শিক্ষক,বাউল,নৃত্যশিল্পী, সংগীতশিল্পী এই ধরণের আরো কিছু মানুষকে সম্মানিত করার এবং তা শেষ করে কিছু নৃত্য পরিবেশনের ব্যবস্থা করার।
সেই মতো আমরা সেইসব বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ পত্র দিয়ে আসি,এবং শহরের কয়েকটি নামি নৃত্য সংস্থাকে তাদের ছাত্র-ছাত্রী পাঠানোর আবেদন জানিয়ে আসি।সকলেই আমাদের ডাকে যথেষ্ট সারা দেন।

InShot_20220107_195154630.jpg

এরপর সন্ধে ৬ টা থেকে আমরা দুটি ব্যান্ড এর প্রোগ্রামের বন্দোবস্ত করি।তার মধ্যে একটি ছিলো ফোক ব্যান্ড আর অপরটি ছিলো মেটাল ব্যান্ড।দুটি ব্যান্ড এর জন্যে আমরা ১ ঘন্টা করে সময় ভাগ করে দিই।সন্ধে ৬ থেকে রাত ৮ পর্যন্ত এই অনুষ্ঠানটির আমরা নাম দিই 'মূর্ছনা'।
আমাদের শেষ যে প্রোগ্রামটি ছিল সেটি হোলো ডিজে নাইট,সেই অংশের নাম ছিল 'স্পন্দন'।
এইভাবে আমরা তিনটি অনুষ্ঠান মিলিয়ে পুরো প্রোগ্রামটির নাম দিই "অন্তহীন-বর্ষ শেষে বর্ষ যাপন"।আর এই অনুষ্ঠানের প্রবেশ পত্রের মূল্য আমরা করেছিলাম মাত্র ৫০ টাকা,যাতে সবাই সেখানে আসতে পারে।

InShot_20220107_205837744.jpg

এই প্ল্যানটি আমরা নভেম্বরের গোড়ার দিকে হঠাৎ করেই করেছিলাম।তারপর যেমন ভাবনা তেমন কাজ।যত দিন এগিয়েছে ততো কাজের চাপ বেড়েছে।
আমরা চেয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্যে মানুষ যেনো মুখিয়ে থাকে,উদগ্রীব হয়ে ওঠে দিনটির জন্যে,এবং তার জন্যে যা যা করার আমরা সব করেছিলাম।
আমরা ২ বারে মোট ৪০০০ এর কাছাকাছি লিফলেট তৈরি করি,আমাদের প্রোগ্রাম সম্পর্কে শহরের মানুষকে জানাতে।

InShot_20220107_205149642.jpg

সেই লিফলেট নিয়ে আমাদের সমস্ত মেম্বাররা শহরের চারিদিকে বেরিয়ে পড়তো।এ ছাড়াও আমরা বিভিন্নভাবে শহরবাসীর কাছ থেকে ইন্টারভিউ গ্রহণ করতাম এবং তা সরাসরি আমাদের ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হতো।
ইন্টারভিউ এর জন্যে আমরা রাস্তা-ঘাট,বাজারে, স্টেশনে, বিভিন্ন কলেজে ও স্কুল গুলিতে যেতাম।
আমাদের আরো কিছু প্ল্যান ছিলো সহরবাসীকে আনন্দ দেওয়ার জন্যে।

InShot_20220107_210859817.jpg

আমরা ঠিক করি কিছু 'সেলফি জোন' করবো।কিন্তু বাধ সাধে খরচায়,কারণ টাকা পয়সা কম থাকাবস্থায় আলাদা করে 'সেলফি জোন' তৈরি মানে যথেষ্ট চাপের বিষয়।
কিন্তু আমরা যে সহজে হার মানতে পারিনা, তা আবার একবার প্রকাশ হোলো।
ঠিক হলো আমারা নিজেরাই ক্যানভাস কিনে এনে তাতে ছবি আঁকবো।

IMG-20211228-WA0016.jpg

InShot_20220107_211140308.jpg

অনুষ্ঠানের ৫ দিন আগে থেকে শুরু হলো ছবি আঁকার প্রস্তুতি।সবাই মিলে হাত লাগিয়ে ৪দিনের মধ্যে তৈরি হোলো দুটি অসাধারণ ছবি।

IMG-20211227-WA0070.jpg
এরপর আস্তে আস্তে সেই দিন এগিয়ে আসলো যার জন্য পুরো শহর অপেক্ষায় ছিলো।
আজকের লেখা আমি এখানেই শেষ করছি,আগামী পোস্টে আমি অনুষ্ঠানের দিনের খুঁটিনাটি সারাদিনের সব ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো।
ভালো থাকবেন সবাই।

@samratsaha

Sort:  

প্রথমে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা রইল।যেন নতুন বছরের প্রতিটা দিন আনন্দ ময় কাটুক।আপনারা অনেক সুন্দর করে ৩১ শে ডিসেম্বর পালন করেছেন দেখে বোঝা যাচ্ছে। আর ধন্যবাদ যে আপনারা ৮ -৮০ বছরের সবার জন্য আয়োজন করেছেন।এখন কার অনুষ্ঠানে শুধু যুবকের মনের মতো করে আয়োজন করে।আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ভাইয়া

 3 years ago 

হ্যাঁ ভাই, আমরা চাই বছরের স্পেশাল দিন যাতে প্রত্যেকে উপভোগ করতে পারে,তার জন্যেই এই ব্যাবস্থা।
ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61956.82
ETH 2417.96
USDT 1.00
SBD 2.62