DIY - এসো নিজে করি : কাগজ দিয়ে দেয়াল ডেকোরেশন আইডিয়া ।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

20210811_123920.jpg

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তো টাইটেল ও থামনেইল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি।
সম্প্রতি সময়ে এই কমিউনিটিতে একটি ইভেন্ট চালু হয়েছে। তো আমি এই ইভেন্টে অংশগ্রহণ করেছে । প্রথমে অসংখ্য ধন্যবাদ @rme কে এত সুন্দর ইভেন্টের আয়োজন করার জন্য। DIY সাপ্তাহিক ইভেন্টে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের সৃজনশীলতা বাড়াতে পারি৷ এতে করে আমরা এই কমিউনিটিতে নতুন নতুন জিনিস শিখতে পারব। তো বন্ধুরা আমরা সবাই আমাদের ঘর-বাড়ির দেয়ালে বিভিন্ন জিনিস রেখে, ঘরকে আরও সুন্দর করতে চাই। তাই আজকে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র কাগজ ব্যবহার করে কিভাবে একটি সুন্দর DIY তৈরি করা যায় এবং পরবর্তীতে এটি আপনি আপনার দেয়ালে সাজিয়ে রাখতে পারেন! তো চলুন শুরু করা যাক .....

যা প্রয়োজন পড়বে

যেকোনো কাগজ হলেই হবে। আমি এই জন্য ব্যবহার করছি সাদা কাগজ। ৫ টি সাদা কাগজ আমাদের লাগবে।

IMG_20210811_114520.jpg

ধাপ-১
প্রথম থাপে আমরা এই কাগজগুলোকে ঠিক এইভাবে ভাঁজ করব 👇👇

IMG_20210811_114614.jpg

মনে রাখবেন আপনি যে ৫ টি কাগজ নিয়েছেন সেগুলো অবশ্যই সমানমাপের হতে হবে। তো আমি কাগজ ভাঁজ করতে একটি কাটি ব্যবহার করছি। তাহলে এটি সুন্দরভাবে ভাঁজ হবে।
ধাপ-২

এবারে আমরা কাগজটি আঠা জাতীয় কিছু দিয়ে মলাট করে নিব । আঠা ব্যবহার করার ফলে কাগজের ভাঁজ খুলবে না। তাই অবশ্যই আঠা ব্যবহার করতে হবে👇👇

IMG_20210811_115322.jpg

ধাপ-৩
এখন আমাদের কাগজের এমনভাবে ৪টি ভাঁজ করে নিতে হবে👇👇

IMG_20210811_115717.jpg

মনে রাখবেন এগুলো সমান হতে হবে। সমান না হলে কাঁচির সাহায্যে কেটে সমান করে নিবেন।

ধাপ-৪
তো আপনারা ছবি অনুযায়ী ২টা কাগজের ভাঁজ নিয়ে এভাবে আঠা দিয়ে আটকে দিবেন👇👇

IMG_20210811_115852.jpg

ধাপ-৫
এরপর আমরা বাকি ২টা ভাঁজকে এর বামে এবং ডানে যথাক্রমে যুক্ত করে দিব 👇👇

IMG_20210811_120215.jpg

তারপর আমরা বাকি অংশটুকু কেটে নিব 👇👇

IMG_20210811_120232.jpg

ধাপ-৬
কাটা অংশ ২টি এর উপরে রেখে দিব। যেনো দেখতে আরও সুন্দর লাগে👇👇

IMG_20210811_120644.jpg

IMG_20210811_120652.jpg

ধাপ-৭
চাইলে এই ধাপ আপনি নাও করতে পারেন। তবে আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য একটি ফুল তৈরি করব।
.প্রথমে একটি কাগজ নিন 👇👇

IMG_20210811_121011.jpg

.তারপর এটিকে ভাঁজ করুন 👇👇

IMG_20210811_121018.jpg

IMG_20210811_121102.jpg

IMG_20210811_121205.jpg

.এরপর একটি ফুলে ছবি আঁকতে হবে 👇👇

IMG_20210811_121311.jpg

তারপর এটিকে কেটে নিন।

ব্যাস হয়েছে!

IMG_20210811_121435.jpg

ফাইনাল আউটপুট😊

IMG_20210811_121651.jpg

IMG_20210811_121856.jpg

ছবি সম্পর্কে কিছু তথ্য

ডিভাইসরেডমি নোট-৯
স্থানবাংলাদেশ
টপিকএসো নিজে করি

তো এই ছিল আজকের পোস্ট। পোস্ট ভালো লাগলে ভোট করবেন। আর একটি সুন্দর মতামত প্রকাশ করতে পারেন। আল্লাহ হাফেজ!

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে। আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইজান!

 3 years ago 

শুভ কামনা।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে তবে রঙিন কাগজ হলে আরো্ একটু বেশী সুন্দর হতো দৃশ্যটি। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন, যে কেউ সহজেই এটা অনুসরন করতে পারবে। ধন্যবাদ, শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যি বলতে, এর আগে আমি কখনও DIY তৈরি করি নি। এটাই প্রথম চেষ্টা ছিল। আপনার মতামতের জন্য ধন্যবাদ। আর আপনার জন্যও শুভ কামনা রইল!

 3 years ago 

অসাধারণ হয়েছে, শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ❤️

খুবই সুন্দর হয়েছে আপনার প্রজেক্টটা। আশা করি সামনে আরও ভালো কিছু দেখতে পাব আপনার থেকে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago (edited)

ভালো লাগলে অবশ্যই ভোট করবেন
ধন্যবাদ ❤️

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে।শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ!

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43