শিক্ষার মূল উদ্দেশ্য আসলে কি?

in আমার বাংলা ব্লগ4 months ago


আসসালামু আলাইকুম



প্রতিটি দেশে শিক্ষা হার ক্রমাগত বেড়েই চলেছে। ঠিক তেমনই আমাদের দেশেও শিক্ষার হার বেড়েই চলেছে। দেশে এত এত শিক্ষিত মানুষ থাকার পরেও দেশে অন্যায়, অবিচার, দূর্নীতি বেড়েই চলেছে। এর কারণটা আসলে কি কখনো ভেবে দেখেছেন? দেশে শিক্ষিত মানুষ হয় অনেক কিন্তুু দেশে সুশিক্ষিত মানুষের সংখ্যা অনেক কম। আজকের পোস্টে আমি আপনাদের সাথে শিক্ষিত মানুষ এবং সুশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য বুঝানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক....

pexels-victor-448835.jpg

সোর্স

আরও কিছুবছর আগেও শিক্ষার হার যেখানে খুব কম ছিল ২০২৪ সালে এসে শিক্ষার হার অনেক পরিমাণ বেড়ে গেছে। যারা একেবারেই কম পড়াশোনা করেছে তারাও অন্তত প্রাথমিক পর্যায়ের পড়াশোনা কমপ্লিট করেছে। কিন্তু আমাদের জীবনে অনেক বিষয় আছে যা হয়তো আপনি একাডেমিক বইগুলোতে পাবেন না। এই শিক্ষাগুলো পেতে হবে জীবনে চলার পথের অভিজ্ঞতা থেকে। মনুষ্যত্ব, সততা, নীরঅহংকারের মতো গুণগুলো শিখতে হবে বাস্তবতা থেকে।



আমাদের পৃথিবীতে হিংসা বিদ্বেষ যেনো বেড়েই চলেছে। একজনের সফলতা অন্যজন বর্দাষ করতে পারে না। আবার অল্প সফলতা মিললেই আমরা অহংকারের চুরায় ওঠে পরি। অহংকার আমাদের মধ্য থেকে আর বিদায় নেয় না পারমানেন্ট ভাবে আমাদের মনে অহংকার বাসা বেঁধে ফেলে। এই সমাজে আপনি ভালো মানুষ খুঁজে না পেলেও খারাপ মানুষ খুঁজে পাবেন তার গ্যারান্টি পর্যন্ত দেওয়া সম্ভব। আমরা আসলে কিসের পিছনে ছুটে যাচ্ছি! আমাদের শিক্ষার উদ্দেশ্য আসলে কি?



স্কুল বা কলেজ থেকে আসার পর কেউ কি এটা জিগ্যেস করে না আজকে কি শিখলি। কিন্তু এটা সবাই জিগ্যেস করে রেজাল্ট কি? প্রতিটি বাবা-মা চায় ছেলে-মেয়ে যেনো ভালো রেজাল্ট করে। কিন্তু কয়জন বাবা-মা চায় ছেলে-মেয়ে সুশিক্ষিত হোক? শিক্ষার মূল উদ্দেশ্য আসলে কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা। কিন্তু আমরা আজ অসুস্থ প্রতিযোগিতায় আসক্ত হয়ে পরেছি। কে কত ভালো রেজাল্ট করলো এটাকেই সবচেয়ে প্রাদান্য দেওয়া হচ্ছে। স্কুল কলেজের বইগুলোর বাহিরেও অনেক বিষয়বস্তু রয়েছে যা আমাদের প্রকৃত শিক্ষা অর্জন করতে সহায়তা করে। শিক্ষা অর্জনের আগ্রহ থাকলে সেই আগ্রহ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। কিন্তু আপনার যদি আগ্রহ না থাকে তাবে কেউ আপনাকে কোন কিছু শিখাতে পারবে না।



pexels-monstera-6238068.jpg
সোর্স

সুশিক্ষিত মানুষ হতে হলে আপনাকে অনেক বড় ডিগ্রি অর্জন করতে হবে বিষয়টা এমন না। আমাদের এই পৃথিবীতে আজও কিছু মানুষ আছে যারা জ্ঞান অর্জন করে সেটা তাদের বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করে। তাদের কাছে ভালো মানুষ হওয়াটা গর্বের বিষয়। আপনি যে ফিল্ডে থাকেন না কেন আপনি যদি সে ফিল্ডে সততার সাথে কাছ করেন তাহলে সবসময় আপনি ভালো কিছু পাবেন। যদি বলেন এদেশে সততার দাম নেই তবে আমিও আপনার সাথে একমত হবো। সততার দাম নেই বলে কি অসৎ পথে চলবেন? আমরা সবাই যদি সৎ পথে চলি তাহলে অবশ্যই সততার দাম থাকবে। সৎ পথে কাজ করার ফলে যে শান্তি অনুভব করা যায় তা অন্য কোথাও পাওয়া যাবে না।



সুশিক্ষিত মানুষকে আমরা সবসময় ভালো চোখে দেখি। এবং তাদের কাছ থেকে সবসময় আমরা ভালো কিছু আশা করি। কেননা তারা সবসময় ভালো কিছু আমাদের সাথে শেয়ার করে। তাদের দেখে আমরা অনেক কিছু শিখি। বর্তমান শিক্ষার মানদন্ডে একজন দূর্নীতিবাজকেও হয়তো শিক্ষিত বলতে পারেন কিন্তুু সুশিক্ষিত বলতে পারবেন না।



শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি শিক্ষা ব্যবস্হার বিরুদ্ধে নই। আমার মতে শিক্ষা ব্যবস্হার পরিবর্তন আনা উচিত। এরফলে আমরা অনেক কিছু বুঝতে পারবো অনেক কিছু শিখতে পারবো। এতে করে দেশ থেকে দূর্নীতি, অন্যায়,অবিচার বিদায় নিবে এবং শান্তি বিরাজ করবে। আমাদের উচিত সুশিক্ষিত মানুষ হওয়ার চেষ্টা করা। সবসময় সঠিক পথে নিজেকে নিয়োজিত করা। সঠিক পথে চললে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো। সবাইকে আমরা সম্মান করবো।

pexels-katerina-holmes-5905445.jpg

সোর্স

ছোট পেশার মানুষকে ভালো চোখে দেখা উচিত। আসলে ছোট বা বড় বলতে কোন পেশা হয় না। আমি সকল হালাল পেশাকে সম্মান করি। আর এটাই করা উচিত। অহংকার একটি জাতিকে ধ্বংস করে এটি কখনও আমাদের সুশিক্ষিত মানুষ বানায় না। তাই অহংকার থেকে আমাদের দূরে থাকতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। পোস্ট ভালো লাগলে ভোট,কমেন্ট করবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58088.10
ETH 2353.31
USDT 1.00
SBD 2.44