দায়িত্ব সম্পর্কে আপনি কতটুকু সচেতন?

in আমার বাংলা ব্লগ3 months ago


আসসালামু আলাইকুম



ছোটবেলায় যে ছেলেটা কোন কাজ করতে চাইতো না বড় হয়ে সেই ছেলেটাকে পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হয়। একজন ছেলে যত বড় হয় তার মধ্যে ইনকাম করার টেনশন আস্তে আস্তে বেড়ে চলে। আমাদের আশেপাশে যখন কোন মানুষ ভালো ইনকাম শুরু করে তখন আমাদেরও করতে মন চায়। আপনি কখনো আপনার দায়িত্ব নিয়ে ভেবেছেন কি?

প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু দায়িত্ব থাকে। অনেক সময় আমরা ইচ্ছা করে কাজ ফাঁকি দেই। কোন একটা কাজ যেটা করার দায়িত্ব আমার কেন জানি আমরা সেটা করতে নারাজ হয়ে যাই। আসলে দায়িত্ব শুধু পরিবারে সীমাবদ্ধ নয় এছাড়াও আরও অনেক দায়িত্ব আছে। কেন আমরা দায়িত্ব নিতে চাই না?

pexels-shvets-production-7512752.jpg

সোর্স



আপনি যদি দায়িত্ব নিতে না চান তার মানে আপনি দায়িত্ব নিতে ভয় পান। হয়তো কাজটা আপনি অনেক ভালো পারেন কিন্তু আপনি হয়তো দায়িত্বটা নিতে ভয় পাচ্ছেন। আমাদের জীবন হচ্ছে একটা প্রতিকূল পরিবেশ। আপনি প্রতিকূল পরিবেশে অনেক সমস্যায় পড়বেন। হয়তো চিন্তা করবেন আমার সাথেই এমনটা হচ্ছে কেন? কিন্তুু সত্যি বলতে ঔ সমস্যাটা আপনার মতো অনেকেটই হচ্ছে তবে আপনি সেটা উপলব্ধি করতে পারছেন না।



তাহলে এখন আসলে আমাদের কি করা উচিত? দেখুন প্রতিকূল পরিবেশে আপনি আছেন তার মানে এই নয় যে আপনি সেখান থেকে বের হতে পারবেন না। একটু মাথা কাটিয়ে চললে দেখতে পারবেন ঔ প্রতিকূল পরিবেশ আপনার অনুকূল পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় অনেক সমস্যা আসবে জীবনে। তখন ঐ সমস্যা সমাধানের দায়িত্ব আপনাকেই নিতে হবে।

pexels-erik-mclean-7561188.jpg
সোর্স



আজকের পৃথিবীতে প্রযুক্তির অভাব নেই। এই প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে। অনেক সময় অনেক সমস্যা আমরা প্রযুক্তি ব্যবহার করেই সমাধান করতে পারি। এই সব উদাহরণগুলো আমাদের দায়িত্বের অংশ। দায়িত্ব নেওয়া মানে ভয়কে জয় করা। আমাদের প্রতিটি কাজ ভালো করে উচিত। কারণ আপনি যত ভালো ভাবে কোন কাজ করবেন এর ফল ততো ভালো হবে। তখন দেখা যাবে আপনি ঐ কাজটি অনেক ভালো করে করতে পারছেন। তখন আপনি ঐ ফিল্ডে দায়িত্ব নিতে পারবেন। জীবনে সমস্যা আসলে সেই সমাধান বের করতে শিখুন



pexels-anna-shvets-5217881.jpg

সোর্স

তার ফলে আপনার মতো অন্য কেউ যদি সমস্যায় পড়ে তাহলে তাকে আপনি সাহায্য করতে পারবেন। সমস্যায় পড়লে অনেক কিছু শেখা যায়।সমস্যায় পড়লে অনেক কিছু জানা যায়। যখন আপনি কোন বিপদে পড়া মানুষটিকে হেল্প করবেন। তখন যে মনে কতটা শান্তি অনুভব করবেন সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না।

দায়িত্ব সম্পর্কে আপনার মতামত কমেন্ট করা জানবেন। আপনাদের জন্য কিছু প্রশ্ন করে রাখলাম উত্তর কমেন্টে আশা করছি।


১. পরিবারের একজন সদস্য হিসেবে দায়িত্ব আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ?

২. আপনি কি দায়িত্ব নিতে প্রস্তুত?

Sort:  
 2 months ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি আপনি অনেক সুন্দর এবং একটি দরকারী সবার উপকারি একটা পোস্ট করেছেন। আমরা বেশিরভাগ মানুষই নিজেদের দায়িত্ব অবহেলিত করে পালন করি যা কোন ভাবেই উচিত নয়।আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম। আশা করি সব সময় উপকারী পোস্ট করবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91904.22
ETH 3093.99
USDT 1.00
SBD 3.11