বাংলাদেশ ও ভারতে তাপমাত্রা তীব্র হলেও চীনে তাপমাত্রা কেন শীতল?

in আমার বাংলা ব্লগ28 days ago


Assalamu Alaikum



কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন। দেশে বেশ গরম! বাংলাদেশে যেমন গরম প্রতিবেশী দেশ ভারতেও বেশ গরমের পরেছে। তবে একটি বিষয় জেনে অবাক হবেন,বাংলাদেশ ও ভরতে এত গরম থাকলেও চীনে যেন এক ভিন্ন চিত্র! বাংলাদেশ গতকাল চুয়াডাঙ্গায় আনুমানিক ৪২.৬° তাপমাত্রা ছিল। যা বিগত ৭৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। এভারেজে প্রতিটি বিভাগে ৩৭-৪২° তাপমাত্রা। প্রশ্ন হচ্ছে কেন এত গরম?


pexels-samianas-5641978.jpg

সোর্স


তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে ক্লাইমেট প্যাটার্ন, গ্রীন হাউস ইফেক্ট

ক্লাইমেট প্যাটার্ন

সূর্যের তাপে নদী-নালা,খাল-বিলে থাকা তরল পানি জলীয় বাষ্প হয়ে উপরে ওঠে যায়। তারপর বায়ুমন্ডলের মেসোস্ফিয়ার স্তরে যায় সেখান থেকে মেঘের সৃষ্টি হয়। যার ফলে ট্রপোমণ্ডলে বৃষ্টিপাত হয়। যা তাপমাত্রা শীতল করতে সাহায্য করে। তবে বর্তমানে এই নীতির অনেকাংশ বিকৃত হয়েছে। কেননা গত কিছু বছর আগে আমাদের প্রকৃতিতে যত পরিমাণ পুকুর ও নদীর পানি ছিল তার অনেক পরিমাণ পানি আমরা হারিয়ে ফেলেছি। নদী-নালার অভাব জলীয় বাষ্প কম উৎপন্ন হচ্ছে। যার ফলে আমরা আগের মতো বৃষ্টি দেখছি না। এটা আমাদের জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ হিসেবে বিবেচিত।

অতিরিক্ত গাছপালা নিধন

আমরা আমাদের প্রকৃতির দিকে সুনজরে তাঁকালে দেখতে পাবো প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলা হয়েছে। আগেও গাছ কাটা হতো তবে অতীতের সাথে বর্তমানের একটি পার্থক্য আছে।** অতীতে গাছ যেমন কাটা হতো গাছ তেমন লাগানো হতো। আজ গাছ কেটে সে পরিমাণ গাছ লাগানোর অভ্যাস আমাদের সমাজ থেকে ওঠে গিয়েছে।** ফলে আমাদের দেশ ক্রমশ মরুভূমি হওয়ার দিকে ধাবিত হচ্ছে। একটি প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। তা হলো গাছ কিভাবে তাপমাত্রা কামায়?

একটি দেশের উচ্চ তাপমাত্রাকে নিম্ন তাপমাত্রায় পরিণত করতে গাছ অনেকটাই হেল্প করে। গাছের ছায়া,গাছ থেকে প্রাপ্ত শীতল হওয়া,গাছের CO2 গ্রহণ এই সবকিছু একটি পরিবেশ শীতল করতে বড় ভূমিকা পালন করে। ঠিক এর জন্য মরুভূমিতে গাছ না থাকায় গরমের প্রখরতা বাড়তে থাকে। চীন এই বিষয়গুলোতে সফল তাদের দেশে যথেষ্ট গাছ আছে। এবং তারা প্রাকৃতিক জীবনকে বেশি প্রাধান্য দেয় যা তাদের তাপমাত্রা রক্ষায় সহায়তা প্রদান করে থাকে।

গ্রীন হাউস ইফেক্ট

আমরা কম বেশি গ্রীনহাউস গ্যাস সম্পর্কে জানি। এটা শীত প্রদান দেশে বেশি ভালো ভাবে কাজ করে। বিশেষ করে গাছপালাকে একটি উত্তম পরিবেশ প্রদান করতে পারে এই গ্রীনহাউজ গ্যাস। আমাদের দেশের আবহাওয়া অনেকটা গ্রীন হাউস গ্যাসের ন্যায় আচরণ করছি। যতটুকু জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে তা পৃথিবীর বাহিরে যেতে বাধা প্রাপ্ত হচ্ছে। যার ফলে আমরা বৃষ্টি পাত দেখছি না।

তো এগুলো একটি তাপমাত্রা পরিবর্তনে প্রভাবক হিসেবে কাজ করে। তাপমাত্রার আরও কিছু প্রভাবক আছে যেমন : চাপ, গ্যারের অণুরগতি শক্তি।এগুলোও তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। আশা করি বুঝতে পেরেছেন।



এবার চলুন কথা বলা যাক কিভাবে তাপমাত্রা কমানোতে আমরা মানুষরা ভূমিকা রাখতে পারি। এরজন্য প্রথমে আমাদেরকে গাছ লাগানোর প্রতি সিরিয়াস হতে হবে। আমরা যত বেশি পারি ততো গাছ লাগানোর চেষ্টা করবো এটি আমাদের পরিবেশে একটি বড় পরিবর্তন আনব।


আমাদের ছদে কিছু গাছের ছবি


IMG_20240422_180017.jpg

IMG_20240422_180009.jpg

IMG_20240422_175939.jpg

IMG_20240422_175909.jpg

IMG_20240422_175857.jpg

IMG_20240422_175843.jpg


সবাই একটি করে গাছ লাগালেও অনেক গাছ রোপণ হবে। যার ফলে আমরা সুন্দর পরিবেশ পেতে পারি। শুধু তাই নয় গাছ আমাদের ফলমূল প্রদান করে যা আমাদের জন্য অনেক পুষ্টিকর। তারপর আমরা চেষ্টা করবো আমাদের খাল-বিলে পানি রাখার এটি বেশি বেশি জলীয়বাষ্প তৈরি করবে। যা বৃষ্টি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

তো বন্ধুরা এই ছিল আজকের পোস্ট দেখা হচ্ছে নতুন কোন পোস্টে সবাইকে ধন্যবাদ।


LocationBangladesh
DeviceMI Note 9
Date27 April 2024

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69371.89
ETH 3768.85
USDT 1.00
SBD 3.71