লাইস্টাইলঃ- অনলাইন থেকে আজওয়া খেজুর কেনার অভিজ্ঞতা।
আসসালামু আলাইকুম,
প্রিয় পরিবারের সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি টপিক্স নিয়ে আশা করি আপনাদের কাছে আমার আজকের টপিক্স পড়ে ভালো লাগে। প্রতিনিয়ত চেষ্টা করি ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে। সেই ধারাবাহিকতাই আজকে আবারো হাজির হয়ে গেছি পছন্দের একটি টপিকস নিয়ে। বন্ধুরা আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই শিরোনাম দেখেই বুঝতে পারছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনলাইন থেকে খেজুর কেনার অনুভূতি নিয়ে।
আমরা তো অনলাইন থেকে বর্তমান সময়ে অনেক ধরনের অনেক কিছু কিনেই থাকি। তবে আজকে আমি এই খেজুর নিয়ে বেশ সুন্দর একটি অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে নিব। অনলাইন থেকে খেজুরগুলো মূলত আমি অর্ডার করি নাই অর্ডার করেছিল আমার হাজব্যান্ড। যদিও উনি অর্ডার করেছিল আমি জানিনা হঠাৎ করে ২-১ দিন আগে বাসার সিকিউরিটি আমাকে ফোন দিয়ে জানালো আমাদের একটি পার্সেল এসেছে। তখন আমি একটু ত হয়ে গেলাম আসলে আমরা তো কোন পার্সেল অর্ডার করি নাই। তখন আমি ওনাকে উপরে পাঠিয়ে দিতে বললাম তখন সেই ডেলিভারি ম্যান আমাদের দরজায় এসে নক করলে তারপরে আমি দরজা খুলে দেখলাম।
সে বক্সের মধ্যে লেখা আছে আমাকে ১৯৯০ টাকা দিতে হবে। তখন আমি সাথে সাথে আমার হাজব্যান্ড কে ফোন দিলাম আসলে কি অর্ডার করেছে? তখন উনি জানালো আমাকে উনি খেজুর অর্ডার করেছিল। এবার থেকে ৫-৬ বার আমার কাছে পার্সেল অর্ডার এসেছে কিন্তু আমি কখনো জানি না। হঠাৎ করে আমাকে ডেলিভারি ম্যান সেই জিনিসগুলো দিয়ে যাই এবং আমি পেমেন্টগুলো দিয়ে দিই। কিন্তু উনি ফেসবুক থেকে অনলাইন থেকে হঠাৎ করে জিনিসগুলো অর্ডার করে নিয়ে নেই।
এবার আসি খেজুর নিয়ে কথা। যখন বক্স খুলে দেখলাম ঠিকঠাক আছে কিনা তখন তো দেখে বেশ ভালো লাগলো। আসলে খেজুরগুলো এত সুন্দর ছিল এত ফ্রেশ ছিল মাশাল্লাহ দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। বাচ্চারাও ছিল বাচ্চারা অনেক খুশি হল। তবে প্রায় সময় বাজার থেকে খেজুর নিয়ে আসে। আমাদের বাসায় কখনো খেজুরের শেষ হয় না। এইবারে দেখলাম অনলাইন থেকে খেজুর অর্ডার করে নিল।
মেয়েকে জিজ্ঞেস করলাম এগুলো কি খেজুর হতে পারে। তখন মেয়ে হঠাৎ করে আমাকে উত্তর দিলা আজওয়া খেজুর হবে পারে। আমার তো নামও জানা ছিল না মেয়ের দেখছি আজওয়া খেজুরের নাম বেশ ভালোই জানা আছে। তখন আমিও চিন্তা করলাম হ্যাঁ হতেই পারে যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছে। আসলে এখানের বাজারের প্রাইস এবং অনলাইন থেকে কিনা প্রাইস অনেক তফাৎ। আমাদের বাজারে বেশি দাম আর অনলাইন থেকে অনেক সময় যে জিনিসগুলো কেনাকাটা করা হয় তা কম দামে এবং ফ্রেশ জিনিস পাওয়া যায়।
খেজুর আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। আমারও খুব ভালো লাগে তাই আমরা সবাই অনেক বেশি খুশি হয়েছি। যেহেতু খেজুরগুলো একটু গোল আকৃতির ছিল এবং দেখতে ফ্রেশ ছিলো। আমি ডেলিভারি ম্যানকে টাকাগুলো দিয়ে বিদায় দিলাম। আমরা সবাই বসে পড়লাম খেজুর প্লেটে নিয়ে খেতে কেমন হয় দেখলাম। মাশাআল্লাহ খেজুর খেতে খুবই সুস্বাদু। আল্লাহর রহমতের খাবার খেজুর। খেজুর হচ্ছে সুন্নতি খাবার্ খেজুর খেলে আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। আমাদের শরীরের অনেক উপকার হয়।
এই আজওয়া খেজুরের গাছগুলো আমাদের প্রিয় নবী নিজের হাতে রোপন করেছিলেন। এই খেজুর খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়। অনেক রোগ বালা মসিবত দূর হয়ে যায়। আজওয়া খেজুর অনেক লেখা আছে অনেক গুণাবলী আছে যা পড়ে বেশ ভালো লেগেছে। কারণ আজওয়া খেজুরের গাছ গুলো স্বয়ং নবীজির নিজের হাতে রোপন করেছিলেন। খেজুর আল্লাহর রহমতের খাবার। এই খাবার খেলে আমাদের শরীরের সমস্ত রোগ বালা মুসিবত দূর হয়ে যায়। শরীরে কোন বিষে কাজ করবে না।
আজকে খেজুর কেনার অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে পড়ে। আপনাদের সবাইকে আমার একটি প্রশ্ন প্রতিদিন অন্ততপক্ষে একটি করে খেজুর খাবেন শরীরের উপকারিতা অনেক বৃদ্ধি পাবে। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
Location | কক্সবাজার |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | লাইফ স্টাইল |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
আপু বর্তমান অনলাইন থেকে অনেক কিছু কেনা হয়। আর বাচ্চারা কিন্তু অনেক কিছু জানে।খেজুর গুলো দেখে মনে হচ্ছে অনেক মজার। সত্যি আপু এই খেজুর গুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে রোজার সময় বেশি খাওয়া হয়। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।
সত্যি আপু খেজুরগুলো খেয়ে অনেক ভালো লেগেছে আমার।
https://x.com/nahar_hera/status/1839370579511791690?t=GFHdEgJK1Z-tyiUNICjrQg&s=19
আমি অনলাইন থেকে তেমন কেনাকাটা করি না। যাইহোক আপনার ভাগ্য ভালো বেশ ফ্রেশ এবং সুস্বাদু খেজুর পেয়েছেন। এখনকার সময়ে অনলাইনে কেনাকাটা করলেই ঠকতে হয়। যাইহোক খেজুর গুলো বেশ চমৎকার দেখাচ্ছে।
ধন্যবাদ আপু নিজের চমৎকার অনুভূতি প্রকাশ করার জন্য।
হুম তা ঠিক বলছেন অনলাইন থেকে অনেক সময় জিনিস কিনলে ঠকে যায়। তবে খেজুরগুলো বেশ ভালো দিচ্ছে ওরা।
আমিও প্রচুর অনলাইন কেনাকাটি করে থাকি। খেজুর গুলি দেখে খুব ফ্রেশ মনে হচ্ছে বটে। সুন্দর করে গুছিয়ে লিখে ব্লগটি খুব পরিপাটি করে সাজিয়েছেন। সবকিছু পড়ে বড় ভালো লাগলো। আসলে আমাদের ভবিষ্যতে অনলাইন কেনাকাটি এবং ই-কমার্সই সবকিছু হতে চলেছে। সেই পথেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। তাই সকলকেই এই ডিজিটাল মাধ্যম একদিন পছন্দ করতেই হবে। আপনার পোস্টটি সে ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক এবং যথাযথ হয়েছে।
ঠিক বলছেন দাদা তবে আমরাও এখনো অনলাইন মুখী হয়ে যাচ্ছি। ভালো লাগে যদি জিনিসগুলো আমরা অনলাইন থেকে কিনে ভালো মানের পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যদিও এই খেজুরের নাম আগে শুনেছি কিন্তু এই খেজুর খাওয়ার অভিজ্ঞতা আমার কখনো হয়নি। খেজুরগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আসলে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দাদা এই খেজুরগুলোর অনেক উপকারিতা রয়েছে। অনলাইন থেকে আমার হাজব্যান্ড প্রথম কিনেছে। আমিও আগে খাইনি অন্যান্য খেজুরগুলো খেয়েছি। বেশ ভালো লেগেছে আমার খেজুর গুলো খেয়ে।
ভাইয়া সব সময় আপনাকে চমকে দিতে চায়। তাই তো আপনাকে না জানিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র গুলো অর্ডার করে ফেলে। খেজুরগুলো ভালো ছিল এটা জেনে সত্যি ভালো লাগলো আপু। অনেক সময় অনলাইনে কেনা জিনিসপত্র খুব একটা ভালো হয় না।
একদম আপু অনলাইন থেকে অর্ডার করে আমি জানিনা কিন্তু দরজায় নক করলেই বুঝতে পারি হি হি হি।
আপু আপনি অনলাইন থেকে আজওয়া খেজুর কেনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে যারা খেজুরকে ভালোবাসে তারা আজওয়া খেজুর দেখলে অবশ্যই একটু হলেও খেতে চাবে। কারণ আজওয়া খেজুর অত্যন্ত নরম এবং মিষ্টি হয়। যা মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। তবে ভাইয়ের অর্ডার করা খেজুর গুলো দেখে মনে হচ্ছে খুবই ফ্রেশ ছিল। আর এরকম মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া মানুষগুলোই সংসারী হয় এবং পরিবারের প্রতি যত্নশীল হয়। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।