ব্যাপারটা আসলে সঠিক কিছুদিন আগে সেম আপনার উল্লেখ করা নাম্বারের মত একটা নাম্বারে কল করে বেশ কিছু তথ্য জানতে চাইলো আমার কাছ থেকে। বিশেষ করে আমার আম্মুর নাম্বারে ফোন দিল। কারণ আমার আম্মু মারা যাওয়ার পর থেকেই ওই নাম্বারটা আমার কাছে ছিল। যেহেতু আমার আম্মু একটি ভাতা পেত সরকারিভাবে সেখান থেকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলল ভাতা সম্পর্কে কিছু তথ্য নিতে চাই। এক সময় দেখলাম যে বিকাশ নাম্বার হ্যাক করতেছে। কারণ ওই নাম্বারে নগদের অ্যাকাউন্ট খোলা ছিল। তো একটা কোড দিল সে কোড টার আমি যদি ওটিপি নাম্বারটা তাকে দিই তাহলে পাসওয়ার্ডটা ওনার কাছে চলে যাবে। হঠাৎ করেই যখন বুঝতে পারলাম এমন একটা কান্ড হয়ে যাচ্ছে তখন আমি কলটা কেটে দিলাম সরাসরি। আসলে আপনি বেশ ভালোই আইডিয়া দিলেন আমাদেরকে।
এই ধরনের ফাঁদ থেকে অবশ্যই দূরে থাকতে হবে।