আমি মনে করি রক্তের সম্পর্ক যেমন ভালো তেমনি জঘন্য হয়। পৃথিবীতে সবচেয়ে খারাপ সম্পর্ক তৈরি হয় রক্তের সম্পর্কের মধ্যে। একজন রক্তের সম্পর্কের আত্মীয় আরেকজন রক্তের সম্পর্কের আত্মীয় কে এই দুনিয়া থেকে শেষ করে দিতেও পরোয়া করেনা। আমাদের সমাজ এত নিচু যে আমাদের সমাজ এতই নিম্ন পর্যায়ে চলে গেছে আজকাল সম্পর্কের মধ্যেও কোন টান নেই। তার চাইতে আত্মার সম্পর্ক অনেক ভালো মনে করি। যখন কোন বিপদে পড়বেন সেটা শহর পর্যায়ে হোক কিংবা গ্রাম পর্যায়ে হোক পাড়া প্রতিবেশীরা ছুটে আসে আগে। দেখবেন যে বাইরে আত্মীয়-স্বজনেরা বেশি হেল্প করে। সে ক্ষেত্রে রক্তের সম্পর্কের মানুষগুলো বিরোধিতা করে বেশি। ভালো লাগলো আপনার শেয়ার করা বিস্তারিত লেখাগুলো পড়ে।