মাঝে মাঝে শূন্য থাকা ভালো শূন্যতা মানুষকে অনেক কিছু শিখায়। সবসময় যে পরিপূর্ণ থাকলে তখন আসলেই ভালো মন্দ কিছু বোঝা যায় না। একদম ঠিক বলছেন আমরা ছোট বাচ্চাদের অনেক বেশি কষ্ট দিয়ে ফেলি। তারা এখনো অনেক কিছু বোঝেনা। কিন্তু আমরা এমন ভাবে আচরণ করি যেন তারা বয়স্ক মানুষ। যাক অবশেষে মেয়েকে নানুর বাসা থেকে ঘুরে আসলো। বেশ ভালো হলো আপু আপনি মেয়েকে ফিরিয়ে আনলেন।
খুব কষ্টে কাটিয়েছি দুটো দিন। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য টি করার জন্য।