You are viewing a single comment's thread from:

RE: শুধু নারীদের ই দায়?

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

প্রথমে আমি একটা কথা বলি আপু আমার কৃতকর্মের জন্য জান্নাত জাহান্নাম আমি নির্ধারণ করবো। আর জান্নাত পাবো কিনা জাহান্নাম পাবো সেটা একমাত্র সৃষ্টিকর্তাই বুঝবেন। কার পায়ের নীচে কার বেহেস্ত দোযখ সেগুলো আমি বুঝি না। এটা শুধু মা-বাবা সন্তানদের ক্ষেত্রে আমি বুঝে থাকি। কিন্তু তৃতীয় বিষয়ের ক্ষেত্রে আমি একদম সমযোতাই আসবো না। কারণ মা বাবার সেবা করলে সন্তানদের ভালো হবে। মায়ের পায়ের নিচে মা বাবার পায়ের নিচে সন্তানদের বেহেস্ত সেটা ১০০% আমি বিশ্বাস করি। কিন্তু বাকিটা আমি মানি না। আমি আমার কর্মের ফলাফল নির্ধারণ করবো। আমি কতটুকু ভালো কাজ করি আমি কতটুকু খারাপ কাজ করি অবশ্যই সেটা আমি বুঝবো। কারণ একজন স্বামী সারাদিন পাপ করবে আবার স্ত্রীর উপর এসে ধার্মিক আলোচনা করবে এসব মানায় না। আবার বলবে স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে হা হা হা। অনেকে বলবে আবার আমি তসলিমা নাসরিন হয়ে গেছি- তাতে আমার সমস্যা নেই। সেই নিজেই একজন পাপি মানুষ সারাদিন পাপ কাজ করে আবার তার পায়ের নিচে বেহেস্ত কিভাবে হয় বলেন তো? কিছু মানুষ আছেন শিক্ষিত হলেও ওদের মন মানসিকতা কিন্তু খুবই নোংরা টাইপের। আপনাদের এমন স্যারের ক্লাস না করাই উচিত। কারণ উনি বিষয়ভিত্তিক কথা না বলে স্বামী স্ত্রীর এসব বিষয় নিয়ে আলোচনা করা পাগলামি টাইপের মনে হচ্ছে। আমরা তো সবাই চাই স্বামী স্ত্রী মিলেমিশে থাকুক। একে অপরকে ভালো ভাবে বুঝুক। কিন্তু একতরফা নয় কখনো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 58510.90
ETH 2522.39
USDT 1.00
SBD 2.36