পরীক্ষা গুলো যদি হয়ে যায় ঠিকমত তাহলে বেশ ভালো হয়। যদি এত হেলিয়ে ধুলিয়ে পরীক্ষাগুলো নেই আসলে খুবই বিরক্তকর লাগে। ধরেন মাঝ খানে একদিন পরীক্ষার বন্ধ হল যদি সাবজেক্টটা খুবই কঠিন হয় তাহলে বন্ধ টা খুবই জরুরি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি এতদিন বন্ধ রাখে তাহলে মানসিক চাপের মধ্যে থাকা যায়। কখন পরীক্ষা শেষ হবে সেই চিন্তায় আসলে কোন কিছু করা হয় না।