বাড়ি ফিরে আসার পুরো গল্পটা পড়লাম এত তাড়া করে যাবার পরেও শেষমেশ আপনার রক্ষা হলো না। তবে ভালোই হলো অনেক টাকা বেঁচে গেছে। কিন্তু এটা আপনি ঠিক করেননি খাবারের ফটোগ্রাফি দিয়ে। এতটা লোভনীয় ছিল দই সত্যি খেতে ইচ্ছে করছিল জিভে জল এসে গেছে। সব মিলিয়েই টানাপোড়নের মধ্যেও ভালো সময় কাটালেন আপনি।
দই টা আসলেই অনেক মজার ছিল আপু। ভীষন ভালো লেগেছিল খেতে। অনেক ধন্যবাদ আপু।