||মাতৃভাষা দিবস উপলক্ষে লেখা কবিতা|| "একুশ আমার অহংকার"|
আসসালামুয়ালাইকুম/প্রিয় বন্ধুগণ!
আমি সামশুন নাহার হিরা। আমার আইডি @samhunnahar।আমি আজ ও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন ব্লগ নিয়ে উপস্থিত হওয়ার জন্য একটা রুটিন হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় আমি আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। সবার মতোই আমিও আমার পোষ্টের সৌন্দর্য এবং সৃজনশীলতা বজায় রাখার জন্য আজও একটি কবিতা শেয়ার করবো। আমি অবশ্যই সবার মতো টুকটাক কবিতা লিখতে পারি। কিন্তু কবিতা লিখতে গেলে একটু তো ভাবতে হয়, সময় দিয়ে লিখতে হয়।তাই সময় স্বল্পতার কারণে কবিতা লেখা হয় না। তবে চেষ্টা করি প্রতি সাপ্তায় একটি করে কবিতা লেখার। সেই চিন্তাধারায় সেই ধারাবাহিকতায় আমি আজ একটি নতুন কবিতা লিখে নিলাম। সেই কবিতাটি আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি।
আজ কবিতাটি মূলত লিখেছি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে। আমরা মূলত যে বাংলা ভাষায় কথা বলি সে বাংলা ভাষা অর্জনের পিছনে অনেক অবদান রয়েছে। এই ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে একটা কবিতা লিখেছি কবিতাটির নাম হচ্ছে “একুশ আমার অহংকার”। আজ যদি ভাষার জন্য আন্দোলন না করতেন রফিক, জব্বার, বরকত, শফিকরা তাহলে পাকিস্তানি উর্দু ভাষার কাছে হেরে যেতাম আমরা। তাহলে আমরা এত সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে পারতাম না। ভাষার ক্ষেত্রে মনের ভাব বিনিময়ের ক্ষেত্রে আমরা পরাধীন থাকতাম। আমরা গর্বিত জাতি আমাদের নিজস্ব একটা ভাষা আছে যে ভাষা আমাদের মায়ের মুখের ভাষা। আমাদের প্রাণের ভাষা, আমাদের ভালবাসা। যে ভাষায় আমরা নিজের মতো করে মনের সবগুলো প্রকাশ করতে পারি। সেই একুশে ফেব্রুয়ারির স্মরণে আমার আজকের কবিতাটি লেখা। আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের ভাল লাগবে।
স্বদেশের তরে সকলে মোরা
বাংলা মোদের ভাষা,
পেরুতে সব ঝড় জঞ্জাট
কভু কি সঁপেছি আশা?
কোটি প্রাণের জন্য যাঁরা
জীবন দিলো শহীদ তাঁরা,
মায়ের ভাষার জন্য যাঁরা
জীবন দিলো শহীদ তাঁরা।
এসেছিল দাবানল
করে দিতে সব ছাড়খার,
তার বদলে বৃষ্টির মতো
সকলেই মোরা হয়েছি দুর্বার।
চেয়েছিল ওরা কেড়ে নেবে
মায়ের মুখের মধুর বাণী,
দিয়েছি কি মোরা সঁপে তা
হারিয়েছি কি তার কুলখানি?
মায়ের ভাষার মান রাখতে
বলী দিলো যাঁদের প্রাণ
বাংলা ভাষার ইতিহাসে
তাঁরাই চির অম্লান।
শফিক,জব্বার, বরকত আরো
নাম না জানা কত,
সঁপেছে তারা নিজ প্রাণ
বাংলাকে রেখেছে অক্ষত।
ভালবাসি বাংলাকে, ভালবাসি ভাষাকে
এই ভাষার সাথে হাঁটি এই শুভ লগ্নে।
বাংলা ভাষার ঝংকার একুশেই একাকার!
একুশ আমার অহংকার,
একুশ আমার স্বভিমান।
আজও তাই ফাল্গুনে পলাশে
ও শিমুলে কবিতা হয়।
সমাপ্তি-@samhunnahar
🌺ধন্যবাদ সবাইকে আশা করি আমার কবিতা আপনাদের পড়ে ভাল লেগবে। আজকে আমার ব্লগ লেখা এখানে সমাপ্তি করছি। সবাই ভাল থাকবেন🌺
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি@samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। ফটোগ্রাফি করা আমার শখের। এছাড়া কবিতা লিখতে আমার অনেক ভাল লাগে। গান গাওয়া আমার স্বপ্ন। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তাই আমি আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
মাতৃভাষা দিবস উপলক্ষে দারুন একটা কবিতা তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ভাষা শহীদদের সকল কথাগুলো আপনি দারুন ভাবে কবিতার মাধ্যমে শেয়ার করতে সক্ষম হয়েছেন।
মাতৃভাষা আমাদের অহংকার শহীদ দিবস আমাদের গৌরবের একটি দিন অনেক ধন্যবাদ আপনাকে।
ভাষাকে ভালোবেসে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন এবং কবিতার নামকরণ ও বেশ চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু খুব চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আসলে ভাষা হচ্ছে আমাদের সবকিছু যেটা আমাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যম।
প্রতি সপ্তাহে আপনার একটি কবিতা আমি প্রায় দেখি ৷ আর এটা ঠিক বলেছেন আপু কবিতা লেখার জন্য সময় ধৈর্য আর ভাবতে হয় ৷ যা হোক ২১শে ফেব্রুয়ারি কি নিয়ে লেখা কবিতাটি অসম্ভব সুন্দর লাগছিল ৷ যে ভাষার জন্য দিয়েছে হাজারো ছেলের রক্ত ৷
যার বিনিময়ে ফিরে পেয়েছি ৷ আমার মায়ের ভাষা ৷ অনেক সুন্দর ছিল কবিতাটি ৷
হুম ঠিক বলছেন আপনি এত বেশি অনুপ্রেরণা দেন আমার প্রতিটি কবিতায় অনেক ভালো লাগে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।
সত্যি আপু এই ২১শে ফেব্রুয়ারিতে কতো লোক শহীদ হয়েছে তার কোন হিসেবে নেই। আসলে শত কোটি শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আর এদের জন্য আমরা বাংলায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। একুশ আমার অহংকার নিয়ে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইনে অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
আমরা অনেক রক্তের বিনিময়ে লাখো শহীদের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন আমাদের কিন্তু সে স্বাধীনতার প্রথম ধাপ ছিল ভাষা আন্দোলনে জয়ী হওয়া।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলেই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো।আপনার এই কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আন্তর্জাতিক ভাষা সম্পর্কে যদি কোন কিছু লিখতে বসি তাহলে অনেক বেশি লেখা হয়ে যায় অনেক ভালো লাগে লিখতে।
আপু আপনি একুশে ফেব্রুয়ারি নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আ পনার এই কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের জন্য রইলো অনেক অনেক সালাম। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
সেই স্বাধীনতার কথা এবং ভাষা আন্দোলনের কথা মনে পড়লে শরীরের লোমগুলো শিহরিত হয়ে যায় আপু ধন্যবাদ সুন্দর মতামত দিছেন।