আর্ট পোস্টঃ একটি কালারিং ম্যান্ডেলা আর্ট।
সবাইকে শুভ সন্ধ্যা।
প্রিয় বন্ধুরা লেখার শুরুতে সবাইকে আসসালামুয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ব্লগিং শেয়ার করতেছি। @amarbanglablog কমিউনিটির সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভাল আছেন। বন্ধুরা তবে আমি ভালো নেই বলতে পারেন। কারণ গত রাতে অনেক বড় একটি বিপদের সম্মুখীন হয়েছিলাম আমরা সবাই। কারণ ওয়েদারটা একটু ভালো ছিল না। কিন্তু এভাবে হঠাৎ করে ঘূর্ণিঝড় হামুন শুরু হয়ে যাবে সেটা বুঝে উঠতে পারি নাই। সৃষ্টিকর্তার অসীম রহমতে আমরা বেঁচে গেছি। কিন্তু সব দিক থেকেই অনেক কিছু বিচ্ছিন্ন অবস্থা। তারপরও অনেক কষ্টের মাঝে আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে উপস্থিত হয়ে গেছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ম্যান্ডেলা আর্ট। আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে।
যখন সবার ম্যান্ডেলা আর্ট গুলো দেখি তখন আমারো করতে খুব বেশি ইচ্ছে হয়। কিন্তু সময় স্বল্পতার কারণেই করতে পারি না। তবে আর্ট একেবারে যে করতে পারি না সেটা মোটেও নয়। চেষ্টা করলে সম্ভব হয় সবকিছুর ক্ষেত্রে। আজকে যেহেতু কারেন্ট ছিল না। এছাড়াও মোবাইলের নেটওয়ার্ক অফ ছিল। তো সব কাজ যেহেতু বন্ধ ছিল। ভাবলাম এই সুযোগে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে নিলে ভাল হয়। যে ভাবা সেই কাজ তৈরি করে নিলাম একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট। একটি ম্যান্ডেলা আর্টের দুই দিকে দুইটি নকশা তৈরি করেছি। আমি একটি ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি আজকে। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে কিভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি। সেই ধাপ গুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিব।
ম্যান্ডেলা আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
ড্রয়িং পেপার।
রঙ্গিন গ্লিটার কলম।
পেন্সিল।
রাবার।
বিভিন্ন কালার পেন।
কম্পাস।
কালো মার্কার।
ম্যান্ডেলা আর্ট অংকনের ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে ড্রয়িং এর জন্য পেপার নিলাম। এরপরে কম্পাসের সাহায্যে সার্কেল করে নিয়েছি। এছাড়া মাঝ খানে দুটি সাইড করে নিয়েছি স্কেলের সাহায্যে।
দ্বিতীয় ধাপঃ
এখন আমি গ্লিটার কালার কলম দিয়ে মাঝখানে কালার করে নিয়েছি। এবং বিভিন্ন কালার দিয়ে খুব সুন্দর করে ভরাট করে নিয়েছি নকশা।
তৃতীয় ধাপঃ
আমি এক সাইডে খুব সুন্দর করে নকশা তৈরি করে নিয়েছি। সেই সাথে বিভিন্ন কালার কলম এবং গ্লিটার কালার কলম দিয়ে খুব সুন্দর করে নকশা কালার করে সম্পন্ন করে নিয়েছি।
চতুর্থ ধাপঃ
এখন অপর সাইডে পেন্সিল দিয়ে আর্ট করে নিব। পুরো আর্ট করা শেষ হলে কালো মার্কার দিয়ে অংকন করে নিবো।
পঞ্চম ধাপঃ
এই ধাপে আমি পুরো নকশাটিকে কালো মার্কার দিয়ে অঙ্কন করে নিয়েছি। দুই সাইডে যেহেতু দুই ধরনের নকশা তৈরি করেছি। সে সাথে এক সাইডে কালো কালার। এবং অন্য সাইডে বিভিন্ন কালারের মিশ্রণে তৈরি করেছি। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
উপস্থাপনা
যেহেতু নকশা টি তৈরি হয়ে গেল। তাই পুরো নকশা তৈরি করা শেষে আমার একটি সাইন দিয়ে দিলাম। এভাবে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ভিন্ন ফুলের ম্যান্ডেলা আর্ট। দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্ট আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা কেমন লেগেছে আশা করি মতামত দিয়ে জানালে অনেক বেশি ভালো লাগবে।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | আর্ট পোস্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
প্রাকৃতিক দূর্যোগ সবসময় হঠাৎ করে শুরু হয়ে যায়। যাই হোক আপু আপনার পরিবারের সদস্যদের নিয়ে সাবধানে থাকবেন আপু। ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে অনেক কালারফুল হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।
দোয়া করবেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
https://steemit.com/hive-129948/@samhunnahar/lqgv8
গোলাকার ম্যান্ডেলার আর্ট করে তারপর দারুণ ডিজাইন করেছেন। যেটা এই ম্যান্ডেলার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। বিশেষ করে দুইটা ভাগে বিভক্ত করে দুই ভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ।অনেক ভালো লাগলো যেটা আপনি করতে অনেক দক্ষ।
অনেক ধন্যবাদ আমার ম্যান্ডেলা আর্ট টি ভালো লাগার জন্য।
খুবই সুন্দর হয়েছে আপু আপনার এই আর্টটি ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার অসম্ভব ভালো লাগে ৷ যদি সেটা আবার কালারিং হয় তবে আরো বেশি ভালো লাগে ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য ৷
ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর অনুভূতি ছিল।
ঠিক বলেছেন আপু চেস্টা করলে পারা যায় না এমন কোন কাজ নেই । চেস্টা করলে সব কাজ করা সম্ভব। আপনি সময় করে ম্যান্ডালা আর্ট নিয়ে বসেছেন। এবং সুন্দরভাবে করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি আজ একটি অন্যভাবে ম্যান্ডালা আর্ট করেছেন।দেখতে বেশ সুন্দর লাগছে। সুন্দর ভাবে আকাঁর ধাপগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট গুলো করতে সময়ের দরকার হয় তাই সময় হয়ে ওঠে না।
অসাধারণ ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে খুব ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে কালারিং ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার আর্ট করার প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। বিশেষ করে রং করাতে দেখতে খুবই সুন্দর লাগছে। এত চমৎকার আর্টি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ ভাইয়া ভাল লাগলো শুনে।
আপনি আজকে ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করছেন।আপনার ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হলাম। সবার ম্যান্ডেলা আর্ট করা দেখি কিন্তু আমি ম্যান্ডেলা আর্ট করতে পারি না।তবে ইনশাআল্লাহ একদিন চেষ্টা করবো।আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনার সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখার জন্য অপেক্ষায় রইলাম।
রঙিন ম্যান্ডেলা আর্টগুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে আপু। আপনি আজকে অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলার অর্ধেক অংশ কালো কালি দিয়ে এবং আর অর্ধেক অংশ রং পেন্সিল দিয়ে এঁকেছেন তাই দেখতে একটু বেশি অন্যরকম আর সুন্দর লাগছে। ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার ম্যান্ডেলা আর্ট টি ভালো লাগার জন্য।
দারুন ছিল বিষয়টা দুইটা দুইরকম মেন্ডেলা এবং দুটোকে একত্রে করা হয়েছে, ক্রিয়েটিভ একটা আইডিয়া এবং চমৎকার হাতের কাজ দারুন হয়েছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ম্যান্ডেলা আর্টগুলো দেখতে খুবই সুন্দর হয়। তবে আর্টগুলো সম্পন্ন করতে সময়ের প্রয়োজন হয়। আপনার কালারফুল ম্যান্ডেলা আর্টটি দারুণ হয়েছে আপু
ঠিক বলছেন ভাইয়া অনেক সময়ের প্রয়োজন হয়।