গান কভার- “আষাঢ় শ্রাবণ মানে না তো মন”- Covered by @Samhunnahar.

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা!


সবাই কেমন আছেন প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই বোনেরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। নিশ্চয়ই আমাদেরকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে সবাইকে এবং ভালো থাকার জায়গাটুকু সব সময় নিজেকে তৈরি করে নিতে হবে। দিনশেষ একটা কথা বলতে হয় সেটা হচ্ছে এই পৃথিবীতে কেউ কারো নয় সবাই দিনশেষে একা এবং নিজের ভালো মন্দ সবটুকু নিজেরই চিন্তা করতে হই। যাক বন্ধুরা সেদিকে আর যাচ্ছি না লম্বা আলোচনা। আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটি গান কভার নিয়ে। আপনারা তো সবাই জানেন নতুন নতুন গান কভার শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। যেহেতু গান শুনতে অনেক বেশি পছন্দ করি এবং গান কভার করতেও পছন্দ করি। যদি পছন্দের গান হয় সেই গানগুলো আপনাদের সাথে কভার করে শেয়ার করতে ভালো লাগে।

Add a heading (1).jpg

গান শোনা আমার যেমন একটি নেশা তেমনি গান গেয়ে কভার করাও আমার আরেকটি নেশা। এত সুন্দর প্রিয় কমিউনিটিতে নিজের প্রিয় বিষয়টি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি সবচেয়ে সেই বিষয়টি আমার বেশি ভালো লাগে। যেকোনো ধরনের গান হোক আমি গাওয়ার চেষ্টা করি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি জানি চেষ্টা করলে সবকিছু সম্ভব। চেষ্টা করতে করতে একদিন সফলতা আসে। যে ব্যক্তি আন্তরিকভাবে সততার সাথে রাত দিন পরিশ্রম করে যাই সেই ব্যক্তির পরিশ্রম কখনো বিফলে যায় না। আমরা যেদিকে তাকাই না কেন কোন পরিশ্রমী ব্যক্তি কখনো দুঃখী হতে পারে না কিংবা অসুখী হতে পারে না। একজন পরিশ্রমী ব্যক্তি দিন শেষে অবশ্যই সুখী মানুষ বলতে হয়। কারণ কষ্ট করে যখন কোন কিছুতে সফলতা আসে সেই অবশ্যই সুখী হয়।

আজকে আমি যে গানটি কভার করে শেয়ার করবো সেটা অবশ্যই অনেকের প্রিয়। অনেকে বলতে এই গানটি সবার কাছে খুব বেশি প্রিয়। “আষাঢ় শ্রাবণ মানে না তো মন” এই গানটি আমি বর্ষাকালে বেশি গুনগুন করে গেয়ে থাকি। বর্ষাকালে যখন অঝরে বৃষ্টি পড়ে তখন এই গানটি আমার শুনতে অনেক ভালো লাগে। তাছাড়া গাইতে অনেক ভালো লাগে। আজকে যখন আমাদের এখানে বৃষ্টি হলো তখন হঠাৎ করে এই গানটি আমার গাইতে মন চাইলো। তাই চেষ্টা করলাম সেই গানটি কভার করে আপনাদের সাথে শেয়ার করার। কতটুকু সঠিক হয়েছে জানিনা তবে চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে শুনতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা শুরু করে নেওয়া যাক আমার আজকে গান কভারটি। তাহলে শুনে আসি—----

গানের কিছু তথ্য


গান--“আষাঢ় শ্রাবণ মানে না তো মন”
শিল্পী-লতা মঙ্গেশকর
ছায়াছবিমনিহার
সুরকার---



গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।

আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।

আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।
আলোর তরীটি বেয়ে দিন চলে যায়,
আধারের মন জ্বলে তারায় তারায়।

আমার এ মন কেন শুধু আকুলায়,
বরষন যেন কোথা হয়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।
তোমাকে আমার মনে পড়েছে।

আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,

দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।
দিও না কখন ও কিছু দিও না আমায়,
সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়।

চোখের জলেতে বেয়ে সুখ এলো তাই,
আজ মন মোহনাতে মিশেছে,
তোমাকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।

আষাঢ় শ্রাবন মানে না তো মন,
ঝর ঝর ঝর ঝর ঝরেছে,
তয়ামকে আমার মনে পড়েছে,
তোমাকে আমার মনে পড়েছে।
আষাঢ় শ্রাবন মানে না তো মন।

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

New_Benner_ABB-66.png

Sort:  
 4 months ago 

খুব চমৎকার একটি গান কভার করেছেন আপু।খুবই চমৎকার হয়েছে আপনার করা কভার টা।সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে গান কভার শুনলেন।

 4 months ago 

আপু আপনার সুরেলা কন্ঠে এই দারুন গান শুনে মুগ্ধ হলাম। দারুন একটি গান আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপু আপনার গানের গলা অসাধারণ। অসাধারণ একটি গান গেয়ে সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 4 months ago 

আপু আপনি সব সময় আমাকে অনুপ্রাণিত করেন অনেক ভালো লাগে।

 4 months ago 

আপনি আজকে খুব ই চমৎকার একটি গান কভার করেছেন। এই গানটি আমার অনেক আগে থেকেই ভীষণ পছন্দ। লতা মঙ্গেশকর এত সুন্দর ভাবে গেয়েছেন শুনলে মনটা ভরে যায়। আপনিও আজকে খুব সুন্দর ভাবে গেয়েছেন। এত সুন্দর একটি গান কভার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

সময় দিয়ে গানটি শোনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

গানটি আমার অনেক প্রিয়। আজ আপনি বেশ সুন্দর করে গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর গানটি আপনার কন্ঠে বেশ সুন্দর লাগছে । আর বেশ দারাজ কন্ঠে গানটি করে আপনি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 months ago 

হ্যাঁ আপু এই গানটি কম বেশি সবারই পছন্দ অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

এই গানটা আমার বেস ফেভারিট। আমার খুবই ভালো লাগে মাঝেমধ্যে চেষ্টা করি এই গানটা শোনার জন্য। আপনি দারুন ভাবে গানটা কভার করেছেন, আপনার কন্ঠ অনেক সুন্দর।

 4 months ago (edited)

সময় দিয়ে গানটি শোনার জন্য ভালো লাগলো।

 4 months ago 

আপনি আজকে চমৎকার একটি গান কভার করেছেন। আসলে আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান কভার শুনে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে আমি নিজেও গান শুনতে ভীষণ পছন্দ করি। আষার শ্রাবণ এই গানটি আগে কখনো শোনা হয়নি। আজকে আপনার চমৎকার কন্ঠে গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে পুরো গানটি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

 4 months ago 

বিশেষ করে বৃষ্টির দিনে এই গানটি শুনতে ভীষণ ভালো লাগে।

 4 months ago 

গান শুনতে সবাই কম বেশি অনেক পছন্দ করে। তবে আজকার আপনার কন্ঠে অসাধারণ গান শুনতে পাই আমরা। আজকে আপনি খুব সুন্দর করে আষাঢ় শ্রাবণ মানে না তো মন গানটি কভার করেছেন। তবে আপু আপনার গাওয়া এই গানটিও আমার খুব প্রিয়। চমৎকারভাবে গানটি গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এ ধরনের গানগুলো বারবার শুনতে মন চায়।

 4 months ago 

ঠিক বলছেন আপু কম বেশি সবাই অনেক পছন্দ করেন গান শুনতে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার পছন্দের গানটি শেয়ার করতে পেরে ভালো লাগলো।

 4 months ago 

আপনার গান কভারগুলো আমি সবসময় শুনে থাকি। খুব সুন্দর কিছু গান কভার করেন আপনি৷ আজকেও খুবই সুন্দর একটি গানের কভার শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে সুন্দর গানের কভার শুনে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি এই গান কভার করে যেভাবে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একইসাথে খুব সুন্দর ভাবে আপনি এখানে সুর দিয়েছেন৷ পরবর্তীতে আরো সুন্দর গান কভার শোনার আশায় রইলাম।

 4 months ago 

খুব ভালো লাগতেছে আপনি আমার গান কভারটি শুনলেন সুন্দর ফিডব্যাক দিলেন।

 4 months ago 

আপু আপনার কন্ঠে খুব সুন্দর একটি গান শুনতে পেলাম। এই গানটি আমার খুব পছন্দের একটি গান। তবে বৃষ্টির দিনে এই গানগুলো শুনতে খুব ভাল লাগে। আপু আপনার গানের কন্ঠ খুব সুন্দর। আশা করি আরো অনেক গান আপনার কন্ঠে শুনতে পাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 4 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু আপনি সময় দিয়ে আমার গান কভার শুনলেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 74801.64
ETH 2594.90
USDT 1.00
SBD 2.43