গান কভার-।||"পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়"||
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar।
আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।
গানের কিছু তথ্য
গান-- | “পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়, ভেঙ্গে যায় যাক তার করিনা ভয় ” |
---|---|
শিল্পী- | শাকিলা জাফর ও তপন চৌধুরী |
ছায়াছবি | ঢাকা-৮৬ |
পরিচালক | শফিকুর রহমান শফিক |
সুরকার | --- |
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না
সোনার জাতি তারাই খোঁজে যারা হৃদয়টাকে চেনে না
ভালোবাসার অনুভবে দুচোখভরা স্বপ্ন রবে
আরতো কিছুই চাই না
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না
কুঁড়েঘরে চাঁদের আলো যদি ঝরে পড়েগো অঝরে
সোনার পালঙ্ক চাইনা আমি যদি রাখো জড়িয়ে আদরে
তাজমহলের শ্বেতপাথরে, নাইবা গেলাম খোদাই করে
দুটি নামের ঠিকানা
তবু প্রেমেরতো শেষ হবে না
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙ্গে যায় যাক তার করিনা ভয়
তবু প্রেমেরতো শেষ হবে না
তবু প্রেমেরতো শেষ হবে না(২)
লা লা লা লা লা লা………
সোর্স
সমাপ্তি-@samhunnahar
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন। |
---|
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
এটা জেনে ভালো লাগলো যে আপনি এখনো মাঝে মাঝে গান শোনেন তবে সত্যিই বৃষ্টির দিনে গান শুনতে অনেক বেশি ভালো লাগে। আমিও মাঝে মাঝে গান শুনি তবে বৃষ্টির দিনে গানের প্রতি এক অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময়। খুবই চমৎকার একটি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে এই গান শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
বৃষ্টির দিনে গান শুনলে অসাধারণ একটি অনুভূতি কাজ করে ভাইয়া হা হা হা।
https://steemit.com/hive-129948/@samhunnahar/7x25ha-or-or-or-or
আগে অনেক গান শোনা হতো এখন তেমন একটা গান শোনা হয় না। তাছাড়া বিরহের গান শুনতে আমার কাছেও খুবই ভালো লাগে আগের দিনের এসব গান শুনতে খুব ভাল লাগতো। এই গানটি আমারও খুব পছন্দের। অনেকদিন পর আপনার কাছে গানটি শুনে বেশ ভালো লাগলো। আপনি ভালোই গান করেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনি আমার গান কভারটি শুনলেন অনেক অনুপ্রেরণা দিয়েছেন বেশ ভাল লেগেছে।
পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় গানটি হ্যাংআউটে শুনেছিলাম। চমৎকার গেয়েছেন আপু। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। আপনি কিন্তু দারুণ গান করেন আপু। আশাকরি প্রতি সপ্তাহে একটি করে গান উপহার দিবেন। ধন্যবাদ আপনাকে।
প্রতি সপ্তাহে আপনি আমার গান কভারগুলো শুনেন বেশ অনুপ্রেরণা পাই আমি। তবে হ্যাংআউটে এই গানটি আমি গাইনি ভাইয়া নেভলু ভাই গেয়েছিল।
এই গানটি আমার বেশি শোনা হয়নি। অনেক আগে দুই একবার মনে হয় শুনেছিলাম। তবে আপনার কন্ঠে আজকে শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ ভালোই গান করেন আপনি। আপনার কন্ঠে এরকম আরো গান শোনার অপেক্ষায় রইলাম।
এই গান আমি প্রচুর শুনেছি আপু অনেক ভালো লাগে শুনতে। আপনাকে অনেক ধন্যবাদ আপনিও শুনে দেখবেন।
আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে সব সময় খুবই ভালো লাগে। খুবই সুন্দর একটা গানের কভার করেছেন আপনি। পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় এই গানটা আপনি খালি কন্ঠে অনেক সুন্দর ভাবে কভার করেছেন। সম্পূর্ণটা শুনে সত্যি আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এরকম গানগুলো শুনতে খুব ভালো লাগে। আশা করছি পরবর্তীতে ও আপনার কন্ঠে এরকম গানগুলো শুনতে পাবো।
প্রতি সপ্তাহে শেয়ার করা গান কভার গুলো শুনেন এবং এত বেশি অনুপ্রেরণা দেন অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ।
আপনার গানের গলা তো অনেক সুন্দর দেখছি আপু। দারুন একটা গান কভার করে, আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। খুবই ভালো লাগলো আপনার গাওয়া এই গানটি শুনতে পেরে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক বেশি উৎসাহ পেয়েছে।
আপনি অসাধারণ সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার যাওয়া গানটির প্রকৃত শিল্পী হলো শাকিলা জাফর ও তপন চৌধুরী। এই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান। আর আমার পছন্দের গানটি আপনার কন্ঠ শুনতে পেরে আমি খুবই আনন্দিত। দারুন একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই আপনি তো অবশ্যই জানেন এক সময় এই গানটি অনেক জনপ্রিয় ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার গান শোনার জন্য।
Twitter Share Link