ভিডিওগ্রাফি- কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও।
আসসালামু আলাইকুম/আদাব।
আমার বাংলা ব্লগের @amarbanglablog সকল ইউজার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে বেশ ভালো আছি। গরমের কথা কি আর বলবো সে ব্যাপারে আর বলতে ইচ্ছে করতেছে না। ভাগ্যে যা আছে তাই হবে তবে অপেক্ষা করতেছি বিদ্যুৎ যেন আগের মত ঠিক হয়ে যায়। তো বন্ধুরা পড়ন্ত বিকেলে আশা করি সকলে বিশ্রাম নিচ্ছেন আবার অনেকেই ব্যস্ত আছেন কাজ নিয়ে। আমিও ফ্রি হয়ে উপস্থিত হলাম আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করার জন্য। আমি আজ আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করব।
আপনারা অবশ্যই জানেন বিগত কয়েক সপ্তাহ আমি ভিডিও পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম। দাদার শেয়ার করা পোস্ট ভেরিয়েশন বাড়ানোর অনেক গুলো অপশন ছিল যা পড়ে অনেক বেশি উপকৃত হয়েছি আমরা সবাই। সে সময় থেকেই প্রতি সপ্তাহে একটা করে ভিডিওগ্রাফি দেওয়ার চেষ্টা করি। তবে গত এক সপ্তাহ আমি ভিডিও পোস্ট শেয়ার করি নাই। আজকে আমি একটি নতুন ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করব আশা করি ভালো লাগবে।
আমি আজকে যে ভিডিওগ্রাফি টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে সবার প্রিয় একটি জায়গা কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিও। সবাই অনেক বেশি পছন্দ করেন এই জায়গাটি। আমি তো সময় সুযোগ হলেই প্রায় সময় চলে যায় বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে। আমার বেশ পছন্দের একটি জায়গা আমি যেহেতু কাছাকাছি আছি তাই সময় পেলেই সেখানে চলে যাই। গতকালকেও আমি সেখানে সময় কাটিয়েছি। আসলে আমি ভাবছিলাম রবিবার যেহেতু লোকজনের ভিড় একটু কম থাকবে। কিন্তু গিয়ে দেখি অবাক কান্ড এমন বর্ষাকালের গরমের সিজন এবং সাগারের উত্তাল ঢেউয়ের মধ্যেও অসংখ্য মানুষ সমুদ্র সৈকতে। আজকাল মানুষ শুধু শীতকালে আসেনা সমুদ্র সৈকত দেখার জন্য। যখনি সুযোগ হয় চলে আসেন দেখতেছি।
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।
আমি যখন গিয়েছিলাম তখন মাগরিবের আজান হয়ে গেছিল। যেহেতু এর আগে অন্য একটি জায়গায় ঘুরতে গেছিলাম। সেখানে ঘোরাঘুরি শেষ করে সমুদ্র সৈকতে নামি সুগন্ধা বীচ দিয়ে। হেঁটে হেঁটে আমরা লাবনী পয়েন্টের দিকে উঠে যায়। তো ভাবলাম ভিডিও করি। কিন্তু ভিডিও করার ইচ্ছা থাকলেও তেমন সুন্দর ভিডিও করতে পারি নাই। কারণ সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসছিল। তাই ভিডিও তেমন সুন্দর করে দেখা যাচ্ছিল না। আর অন্ধকারের মধ্যে তো তেমন কিছু দেখাও যাবে না যতটুকু দেখা যাচ্ছিল তা চাঁদের আলোতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তবে পরবর্তীতে চেষ্টা করব খুব সুন্দর সুন্দর সমুদ্র সৈকতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার।
ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
ভিডিও এডিটিং | @samhunnahar |
লোকেশন | কক্সবাজার সমুদ্র সৈকত |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার ভিডিও টি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/7gbuqr
কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন জায়গায় ঘুরতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। অনেক সুন্দর সময় উপভোগ করেছেন। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
জ্বী ভাইয়া কক্সবাজার সমুদ্র সৈকতে আমার বারবার যেতে ইচ্ছে করে সময় পেলে আমি চলে যাই খুব ভালোই লাগে।
ইস আপু আপনার কি শান্তি যখনই সময় পান তখনই বাচ্চাদেরকে নিয়ে সুন্দর জায়গাটিতে চলে যেতে পারেন। আমার বাসা যদি কক্সবাজার থাকতো তাহলে তো মনে হয় আমি সারাদিনই বিচে যেয়ে বসে থাকতাম। আর সন্ধ্যার সময় বিচের পাড়ে বসে এই সুন্দর দৃশ্য উপলব্ধি করা আসলেই ভাগ্যের ব্যাপার । অনেকদিন পরে আপনার ভিডিওর মাধ্যমে সুন্দর জায়গাটা আবার দেখে নিলাম। ইচ্ছা আছে সময় সুযোগ পেলে কোন একদিন চলে যাব ঘুরতে।
হ্যাঁ আপু ঠিক বলছেন আসলে বিকেল বেলাতে সমুদ্র পাড়ে বসে উপলব্ধি করা বেশ মজার। আপনিও চলে আসেন আপু।
কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো। সত্যি আপু বিদ্যুৎ নিয়ে আর কিছু বলার নেই, তবে দোয়া করি বিদ্যুৎ যেন আগের মতো ঠিক হয়ে যায়।সমুদ্র সৈকতে মানুষ সব সময় থাকে। সুন্দর ভিডিও গ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগল।ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন এখন সারা বাংলাদেশের একটি সমস্যা হচ্ছে বিদ্যুতের সমস্যা। আপনিও আপু বেড়াতে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে।
এ গরমেও কত পর্যটক ঘুরতে গেছে কক্সবাজারে। আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে অনেক দিন পর কক্সবাজার সমুদ্র সৈকত দেখলাম। কি যে ভালো লাগলো।তবে মন ভরেনি আরও কিছু দেখতে পেলে ভাল লাগতো। অনেক ধন্যবাদ আপু।
আমি তো ভাবছিলাম রবিবার যেহেতু লোকজন কমব থাকবে কিন্তু যেয়ে দেখি অবাক কান্ড মানুষ অনেক বেশি ভিড় ছিল।
কক্সবাজার সমুদ্র সৈকতের দারুন একটা ভিডিওগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। কোনদিন কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করার সুযোগ হয়নি তাই আপনার এই ভিডিওগ্রাফি টা দেখে খুবই ভালো লাগলো।
সময় সুযোগ পেলে একদিন চলে আসবেন ভাইয়া ঘুরে যাবেন খুব ভালো লাগবে।
আমার বাসাটা যদি সুন্দর সৈকত হত! তাহলে আমিও সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি করতে পারতাম। বেশ সুন্দর করে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি করে নিলেন। আপনার করা ভিডিওগ্রাফিটি মনটা ছুয়ে দিল।
আপনি যখন কক্সবাজার আসবেন তখন বেশি করে ভিডিও নিয়েন আর আমাদের সাথে শেয়ার করবেন দেখব।
সমুদ্র সৈকতের অপূর্ব সুন্দর দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েক বার যাওয়া হয়েছে খুব কাছ থেকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পেরেছি । আজ আবার আপনার পোস্টের মাধ্যমে সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করেছি। কক্সবাজার সমুদ্র সৈকতের ভিডিওগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কক্সবাজার সমুদ্র সৈকত এমন একটি জায়গা বারবার আসলেও কোনদিন মনে হবে না আপনি অনেকবার এসেছেন কিন্তু আমার যতবার যাওয়া হয় ততবার মনে হয় যে আমি প্রথম এসেছি।
Twitter Share Link
কক্সবাজারের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি আজ আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার আজকের এই পোষ্টের দারুন ভিডিও আমাকে মুগ্ধ করেছে। কারণ সমুদ্র সৈকতে যাওয়ার অনেক শখ রয়েছে আমার। আপনাদের নিকটে কক্সবাজার তাই আমাদের মাঝে উপস্থাপন করতে পেরেছেন। আশা করি সেখানে বেড়াতে যাব ভিডিওগ্রাফি করে উপস্থাপন করার চেষ্টা করব।
ভাবিকে নিয়ে বেড়াতে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে যান ভালো লাগবে।