ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ।

in আমার বাংলা ব্লগlast year

প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম!


লেখার শুরুতে আমার বাংলা ব্লগের সকল বন্ধুদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সবার দিনকাল কেমন যাচ্ছে বন্ধুরা? আশা করি সকলে ভাল আছেন গরমের পরিমাণ তো একটু কমে গেছে সবাই তো বেশ ভালো আছেন এখন। আমাদের বাংলাদেশের বৈচিত্র এমনই কিছুদিন শীতকাল থাকলেও আবার গরম কাল এবং বর্ষাকাল মিলেই পুরো বছর টা চলে যায়। কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এসব দেখে দেখে এবং মেনে নিতে অভ্যস্ত আমরা। তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি টপিক্স নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু ব্লগিং আমাদের নেশায় এবং পেশায় পরিণত হয়ে গেছে তাই সময় মত হাজির হয়ে যায় আপনাদের সাথে।

vecteezy_asian-man-holding-money-and-clock-in-hand-look-at-camera_16685568_563.jpg

Image Source Link


মূলত প্রতি সপ্তাহে একটি করে জেনারেল রাইটিং আপনাদের সাথে শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আমি আজকেও আপনাদের সাথে নতুন একটি টপিক্স নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি। সেটি হচ্ছে যে ভোগ এবং ত্যাগ নিয়ে কিছু কথা। আমরা বই পত্রিকাতে অনেক পড়ে থাকি সেটা হচ্ছে যে ভোগে সুখ নেই আর ত্যাগেই প্রকৃত সুখ নিহিত। আসলে আমাদের মানব সমাজেে একটু খেয়াল করলে দেখা যায় এই সমাজে ধন-সম্পদের ভাগ বন্টনের বড়ই অমিল লক্ষ্য করা যায়। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছেন যারা অনেক বেশি সম্পদশালী। আবার এক শ্রেণীর লোক আছেন তারাই হচ্ছেন ঘরবাড়ি হীন কিংবা হতদরিদ্র।

কিন্তু সচরাচর যেটা দেখা যায় সেটা হচ্ছে যে যাদের বেশি আছে তারা আরও বেশি পেতে চায়। যাদের নেই তারা প্রতিনিয়র ঠকে যাচ্ছেন আমাদের সমাজের ধনী লোকদের কাছ থেকে। কথায় আছে যার যত আছে সে আরো বেশি পেতে চায়। এই অস্বাভাবিক সম্পদ কিংবা টাকার কারণে আমাদের সমাজে অসম বন্টন লক্ষ্য করা যায়। যদি সমাজে মহত্বের পরিচয় দিতে হয় তাহলে তো ত্যাগ অভ্যাস টা করতে হবে। যার যত বেশি ত্যাগ করার ক্ষমতা আছে সে সমাজে তত বেশি আদর্শবান। যতই ভোগ বিলাস করুক না কেন মানুষের মধ্যে ত্যাগ স্বীকার থাকতে হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, আমার পাশাপাশি,পার্শ্ববর্তী একজন লোক আছেন খুবই গরিব।

কিন্তু আমাদের কাছে প্রচুর টাকা পয়সা ধন সম্পদ আছে। পাশাপাশি থাকা গরিব পরিবারটি অনাহারে কিম্বা খুবই খারাপ পরিস্থিতিতে দিন যাপন করতেছেন। কিন্তু সেটা দেখে যদি আমাদের দয়া না হয়, আমরা তাদের জন্য যদি কিছু করতে না পারি তাহলে আমাদের জীবন বৃথা। তাদের প্রতি আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে একদিকে হবে কি আমাদের সম্পদের মধ্যে বরকত হবে এবং সৃষ্টিকর্তা নিজেও খুশি হবেন এবং চরিত্রের মধ্যেও খুব সুন্দর একটি প্রভাব পড়বে ভাল মানুষ রুপে।

পাশাপাশি বসবাস করতে গেলে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে। মানুষ মানুষের জন্যই, জীবন জীবনের জন্য। একজনের বিপদে অন্য জনকে ছুটে চলে যেতে হবে। যদি আমার প্রচুর পরিমাণ সম্পদ আছে সে সম্পদ যদি অন্যের উপকারে না আসে তাহলে সে সম্পদের কোন মূল্য থাকে না। এক সময় সে সম্পদ ভোগের মানুষ থাকবে না। সেই সম্পদ অভিশাপে পরিণত হবে আপনার কাছে। তাই জীবনে একজন আদর্শবান মানুষের অন্যতম গুণাবলী হচ্ছে ত্যাগ স্বীকার করা। একজন মানুষের ইনকামের মধ্যে, সম্পদের মধ্যে তার আত্মীয়-স্বজনের হক রয়েছে। সেই সম্পদ থেকে আত্মীয়-স্বজনকে দান সদকা করতে হবে কিংবা সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলেই তো একজন মানুষের মধ্যে মানবিক গুণাবলী ফুটে ওঠে।

আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে শুধু পেতে চাই। সম্পদের পাহাড় গড়ে তুলতে চাই মানুষকে শোষণ করে। তাদের মধ্যে কোন ধরনের দয়া-মায়া নেই বললে চলে। কিন্তু তাদের শেষ পরিণতি টা এত সুন্দর হয় না খুব বেশি খারাপ হয়ে থাকে। তাদের এমন আচরণে সবাই ক্ষিপ্ত হয়ে যায়। তাদের মধ্যে ন্যূনতম কোন ধরনের ত্যাগ স্বীকার করার মন মানসিকতা থাকে না। তাদের সেই অর্জিত সম্পদ এক সময় অভিশাপে পরিণত হয়।

আবার আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছেন তাদের অল্প টাকা কিংবা সম্পদ থাকার সত্বেও অনেক বেশি সন্তুষ্ট। তাদের অল্প আয় কিংবা অল্প সম্পদের থেকেও মানুষকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করেন। এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে যাদেরকে দেখলে অনেক বেশি গর্ব হয়। যুগে যুগে এসব মানুষ সমাজে মহত্বের পরিচয় দিয়ে যায়। তারা সমাজে একজন আদর্শবান মানুষ হিসাবে পরিচিত লাভ করে। সুখী হতে হলে বেশি সম্পদ কিংবা টাকার প্রয়োজন হয় না। বেশি খ্যাতি অর্জন করতে গেলে বেশি সম্পদ কিংবা বেশি টাকার প্রয়োজন হয় না। সুন্দর একটা মন মানসিকতা থাকলেই যথেষ্ট।

তাই আমি পরিশেষে বলব শুধু ভোগে সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ। আমাদের সকলের উচিত ত্যাগ স্বীকার করা। অন্যের জন্য কিছু করা। পাশের মানুষের জন্য কিছু করা এবং কাছের মানুষের জন্য কিছু করা। প্রিয় জনের জন্য কিছু করা এবং সমাজের হতদরিদ্র কিংবা অসহায় মানুষের জন্য কিছু করা। তাতে সম্পদ কমে যায় না সম্পদের মধ্যে বরকত হয় আরো।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সভিকটিজি ডট কম
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিজেনারেল রাইটিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 last year 

আসলে ই ত্যাগ করা ভালো। আমাদের যতই অর্থ সম্পদ থাকুক না কেন হয়তো এমন একটা সময় আসবে সেই অর্থ সম্পদ গুলো ভোগার জন্য কেউ থাকবে না। আর আমাদের অর্থ সম্পদের মধ্যে আত্মীয়-স্বজনেরও হক রয়েছে এটা ঠিক বলেছেন। কিছু মানুষ রয়েছে যারা অনেক অর্থ সম্পদের অধিকারী। ‌ এত অর্থ সম্পদ থাকার শর্তেও তারা কাউকে সাহায্য করতে চায় না। শেষ পর্যন্ত তাদের নির্মম পরিস্থিতির মাঝে দাঁড়াতে হয়। সম্পূর্ণটা বেশ ভালোভাবেই পড়লাম। অনেক কিছুই জানতে এবং বুঝতে পারলাম। বেশ গুরুত্বপূর্ণ একটা পোস্ট ছিল এটি বলতে হয়।

 last year 

একদম সঠিক কথাগুলো বলেছি ভাইয়া আসলে স্বার্থপর মানুষগুলো এরকমই।

 last year 

অসাধারণ একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শুধু সব সময় টাকা সম্পদ পেতে চায়, টাকা সম্পদ জমিয়ে রাখতে বেশি পছন্দ করে, সম্পদ গুলো ভোগ করতে বেশি আগ্রহী হয়। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর বুকে ভোগ করা চাইতে ত্যাগেই রয়েছে প্রকৃত সুখ, শান্তি এবং মর্যাদা। খুবই চমৎকার একটি টপিকস নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এই দুনিয়াতে যত বেশি ত্যাগ স্বীকার করা যায় অন্যের জন্য তত বেশি বড় হওয়া যায় সামাজিকভাবে।

 last year 

এটা আমরা সবাই জানি যে ত্যাগের প্রকৃত সুখ ভোগে নয় কিন্তু এখনকার মানুষ ত্যাগে সুখ নয় ভোগের মধ্যেই সুখ খোঁজে। যাইহোক আপু আপনার পুরো লেখাটা পড়ে খুব ভালো লাগলো। সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 last year 

একদম ঠিক বলছেন আপু এখনকার মানুষ গুলো অনেক স্বার্থপর। শুধু ভোগ করে সুখ পেতে চাই কিন্তু কারো জন্য কেউ ত্যাগ স্বীকার করে না।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95