প্রিয় বন্ধুরা আশা করি ভাল আছেন। আজকে আমি নতুন একটি গান কভার নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের কাছে আমার গানটি বেশ ভালোই লাগবে। সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু শেয়ার করতে। নতুন নতুন গান কভার শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। যেহেতু আমার শেয়ার করা গান কভার গুলো আপনারা সব সময় ধৈর্য সহকারে শুনে থাকেন এবং আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন। তাই আমিও চেষ্টা করি সব সময় গান কভার শেয়ার করতে। গান কভার করা আমার বেশ পছন্দের একটি নেশা বলতে পারেন। ছোটবেলা থেকে আমি গান অনেক বেশি পছন্দ করি। যখন যে গান শুনি না কেন আমার গলায় সুর দেওয়ার চেষ্টা করি। এক সময় সেই গানটি আমার গলায় সুর মিলিয়ে দেওয়ার তারপর ছাড়ি সেই গানকে হা হা হা। বুঝতেই তো পারছেন আসলে আমি একজন নাছোড় বান্ধা টাইপের মানুষ। যেকোনো কিছুকে সহজে আমি ছেড়ে দিতে চাইনা।
যাক সেদিকে আর যাচ্ছি না সেটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। আজকে আমি যে গানটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা আমার বেশ পছন্দের একটি গান। এই গানটি এক সময় সকলের অনেক বেশি জনপ্রিয় ছিল। তবে এখন যে কম জনপ্রিয় তাই বলবো না কারণ কিছু কিছু গান আছে সব সময় জনপ্রিয় হয়ে থাকে। সব সময় মানুষের মনে স্থান দখল করে থাকেন এমন গান গুলো। ”যে টুকু সময় তুমি থাকো কাছে ,মনে হয় এ দেহে প্রাণ আছে”। ইন্ডিয়ান বাংলা গান গুলো আমার বেশ পছন্দের। এই গানটি এক সময় আমার অনেক পছন্দের ছিল প্রায় সময় আমি শুনটে থাকতাম। তবে এখন শুনিনা তা বললে ভুল হবে। সময় সুযোগ পেলে এখনো আমার পছন্দের গান গুলো আমি বাজিয়ে নিই মোবাইলে। এখন তো আপনারাই জানেন মোবাইলে গান শোনা খুব সহজ।
গান-- | "যে টুকু সময় তুমি থাকো কাছে ,মনে হয় এ দেহে প্রাণ আছে” |
শিল্পী- | মিতালী মুখার্জী ও ভুপিন্দর সিং |
অ্যালবাম | --- |
গীতিকার | প্রদীপ সাহা |
সুরকার | আলাউদ্দীন আলী |
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক নামকরা শিল্পীরা আছেন। যাদের গান গুলো সব সময় শুনে থাকি। সবাই অনেক সুন্দর সুন্দর গান কভার করেন। তাদের গুলো শুনলে আরো অনেক বেশি ভালো লাগে। তাই আমিও চেষ্টা করি সবার সাথে আমার গান গুলো কভার করে শেয়ার করতে। কারণ এই প্লাটফর্মে কাজ করতে বেশ ভালো লাগে। যেকোনো ধরনের ক্রিয়েটিভিটি এখানে শেয়ার করতে পারলে অনেক বেশি ভালো লাগে। কারণ সব ধরনের কাজের প্রতি এত সুন্দর মূল্যায়ন করা হয় যা আমার কাছে ভীষণ গর্বের একটি বিষয়।
বন্ধুরা আর কথা না বাড়িয়ে গান কভারে ফিরে যাচ্ছি। আশা করি আপনাদের শুনলেই বেশ ভালো লাগবে আমার আজকের শেয়ার করা গান কভার। তাহলে শুরু করা যাক বন্ধুরা—----
গানটি শুনতে এখানে ক্লিক করুন
[গানের কথা]
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।
ব্যথার সমাধিতে বসে এ মন
ফোটায় আশার ফুল রাশি রাশি
যখন দেখি ওই মুখের হাসি
স্বপ্ন থেকে আসো নয়নেতে
নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও
জাগরণে এসে কাছে দাঁড়াও
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।
শিশুকালের রূপকথাগুলো
পায়ে পায়ে সব আসে ফিরে
তোমার কথা রূপকথা ঘিরে
ভুলে ভরা যত স্বরলিপি
গানের কোকিল হয়ে উঠে ডেকে
কাছে এলে তুমি দূরে থেকে
যে টুকু সময় তুমি থাকো কাছে
মনে হয় এ দেহে প্রাণ আছে,
বাকিটা সময় যেন মরণ আমার
হৃদয় জুড়ে নামে অথৈ আঁধার।।
আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে। |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
বেশ সুন্দর গান কাভার করেছেন আপনি। আপনার মিষ্টি কন্ঠে এতো সুন্দর গান শুনে খুব ভালো লাগলো। যে টুকু সময় তুমি থাকো কাছে এই গানটি খুব দুর্দান্ত। গানের কথা গুলো হৃদয় ছুঁয়ে যায়। আপনার গান পরিবেশন করার দক্ষতা বেশ অসাধারণ। এত চমৎকার গান কাভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার অনেক প্রশংসা করলেন ভালো লাগলো ভাইয়া।
গানটি অনেক পুরনো তবে সবারই প্রিয় একটি গান। গানটি আমার অনেক পছন্দের এবং আপনার গলায় শুনতে পেয়ে খুব ভালো লাগবে। এত মিষ্টি গলায় এত সুন্দর ও প্রিয় একটি গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে গান শুনলেন।
হাহাহা।।।ভালো থাকুন।
আপু আপনার কণ্ঠে এই গান শুনে খুবই ভালো লাগলো। আমি প্রায় এই গানটি শুনে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার বরাবরই সব গুলো গান আমার কাছে দারুণ লাগে। যাইহোক এতো সুন্দর গান শুনে খুবই আনন্দ লাগতেছে যে আপনার কণ্ঠে গানটি শুনলাম। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
সময় দিয়ে গান কভার শুনলেন অনেক ভালো লাগলো।
খুব সুন্দর একটি গান কভার করেছেন আপনি। আপনার কন্ঠে গানটা শুনতে পেরে খুবই ভালো লাগলো। এটা ভারতের জনপ্রিয় একটি গান। তবে শিল্পীটা বাংলাদেশের। যাইহোক গানটা কিন্তু খুবই ভালো লাগে আমার। আর এই গানটা বাংলাদেশের খুবই জনপ্রিয়তা পেয়েছে নতুন প্রজন্মের কাছে।
অনেক ভালো লাগলো আপনার গঠন মূলক লেখা গুলো পড়ে।
আসলে আপনার গান কভার গুলো আমার কাছে বরাবরই ভীষণ ভালো লাগে। আপনি চমৎকার ভাবে গান কভার করে থাকেন। আজকে বেশ জনপ্রিয় একটি গান কভার করেছেন। গানটি অনেক দিন আগে শুনেছিলাম। আজকে আবারও নতুন করে আপনার কন্ঠে শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি গান কভার আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
তাহলে তো বেশ ভালোই হলো আমার মাধ্যমে আপনি আবারও অনেকদিন পর শুনতে পেলেন।
https://twitter.com/nahar_hera/status/1786031390871728451?t=DpC6uaofPVvhg0c_JBLRVA&s=19
মাঝে মধ্যেই এই গানটি শুনা হয় আমার। তবে আপনার কণ্ঠে শুনে বেশ ভালো লেগেছে আমার কাছে। সত্যিই দারুন গেয়েছেন আপু। আপনাকে অনেক ধন্যবাদ।
বেশ ভালো লাগলো আপু আপনার সুন্দর অনুভূতি পড়তে পেরে।
আপনি আজকে অসম্ভব সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি অনেক শুনতাম। আমার কাছে ভীষণ ভালো লাগে। এই গানটি আমার ভীষণ প্রিয়। প্রিয় মানুষকে উৎসর্গ করলাম।দারুন কন্ঠে শুরু থেকে শেষ পর্যন্ত পরিবেশন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য ।
বাহ! তাহলে তো বেশ ভালই হলো আপনি উৎসর্গ করলেন অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার কন্ঠে এর আগেও আমি অনেক গান শুনেছি আপু। আপনি অনেক সুন্দর ভাবে গান গাইতে পারেন। আপনার শেয়ার করা গানটি এর আগেও আমি শুনেছি। তবে কেন জানি আপনার কন্ঠে শুনতে আজকে একটু বেশি ভালো লাগলো। আপনার মত আমারও ইন্ডিয়ান বাংলা গান গুলো বেশ ভালো লাগে। আশা করছি এরকম আরো অনেক সুন্দর সুন্দর গান আপনার কন্ঠ শুনতে পারব ।
আমার শেয়ার করা গান কভারগুলো আপনি সব সময় শুনেন আপু তাতে আমি অনেক বেশি আনন্দিত।
মিতালী মুখার্জির গাওয়া খুবই সুন্দর একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই গানটা আমার খুবই প্রিয় একটা গান। আপনার কন্ঠে আমার প্রিয় এই গানটা শুনতে পেরে খুবই ভালো লাগলো।
মিতালী মুখার্জী আমার অনেক পছন্দের একজন শিল্পী। আপনাকে অনেক ধন্যবাদ গানটি শুনলেন।