কবিতা আবৃত্তি-“সফদার ডাক্তার”- Covered by @Samhunnahar.
সবাই কেমন আছেন?
কবিতার কিছু তথ্য
কবিতা | সফদার ডাক্তার |
---|---|
লেখক/কবি | হোসনে আরা |
কবিতা আবৃত্তিতে | @samhunnahar |
এডিটর | @samhunnahar |
কবিতা আবৃত্তি শুনতে এখানে ক্লিক করুন
[কবিতার কথা]
সফদার ডাক্তার
মাথা ভরা টাক তার
খিদে পেলে পানি খায় চিবিয়ে
চেয়ারেতে রাত দিন
বসে গুনে দুই তিন
পড়ে বই আলোটারে নিভিয়ে।
ইয়া বড় গোফ তার
নাই তার জুড়ি দার
শুলে তার ভুড়ি ঠেকে আকাশে।
নুন দিয়ে খায় পান
সারাক্ষন গায় গান
বুদ্ধিতে অতি বড় পাকা সে।
রোগী এলে ঘরে তার
খুশিতে সে চার বার
কষে দেয় ডন আর কুস্তি।
তার পর রোগীটারে
গোটা দুই চাটি মারে
যেন তার সাথে কত দোস্তি।
ম্যালেরিয়া রোগী এলে
তার নাই নিস্তার
ধরে তারে দেয় কেচো গিলিয়ে।
আমাশার রোগী এলে
ই হাতে কান ধরে
পেটটারে ঠিক করে কিলিয়ে।
কলেরার রোগী এলে
দুপুরের রোদে ফেলে
দেয় তারে কুইনিন খাইয়ে।
তারপরে দুই টিন
পচা জলে তারপিন
ঢেলে তারে দেয় শুধু নাইয়ে।
ডাক্তার সফদার
নামডাক খুব তার
নামে গাও থরথরি কম্প,
নাম শুনে রোগীসব
করে জোরে কলরব
পিঠটান দেয় দিয়ে লম্ফ।
একদিন সক্ কাল
ঘটল কী জঞ্জাল
ডাক্তারে ধরে এসে পুলিশে,
হাত কড়া দিয়ে হাতে
নিয়ে গেল থানাতে
তারিখটা আষাঢ়ের উনিশে।
সোর্স
সমাপ্তি-@samhunnahar
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি ভিজিট করার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
সত্যি আপু আমাদের চারপাশের মানুষ, প্রকৃতি সবকিছু দিনে দিনে বদলে যাচ্ছে। চেনা সবকিছু অচেনা হয়ে যাচ্ছে। চেনা মানুষগুলো কেউ অচেনা লাগে। আপনি দারুন একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
সময় দিয়ে কবিতা আবৃত্তি শুনার জন্য ধন্যবাদ আপু।
আপনার কবিতা আবৃত্তি, সফদার ডাক্তার শুনে খুব ভালো লাগলো আপু । বেশ দুর্দান্ত আবৃত্তি করেছেন আপনি। সত্যিই আপু আপনার কবিতা আবৃত্তির দক্ষতা খুবই অসাধারণ। আপনার মিষ্টি কন্ঠে এই কবিতাটির আবৃত্তি শুনে ভালো লাগলো। কবিতার ছন্দ গুলো খুবই দারুন। এতো চমৎকার কবিতা আমাদের মাঝে সুন্দর করে আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
ভাইয়া আপনার কাছ থেকে প্রশংসা শুনে অনেক ভালো লাগলো।
https://x.com/nahar_hera/status/1808938013650792752?t=DfyCE01R6-VAwpCNjAV9ug&s=19
হি হি হি। আগে একটু হেনে নেই তো। এমন একটি কবিতা আবৃত্তি করলেন হাসতে হাসতে পেটে ব্যাথা। আমি তো এই কবিতা ছেলেবেলায় পড়তাম আর টাক মাথায় থাপ্পর দিতাম। আমিও তো বলি পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। আর মানুষ তো বদলাবেই । ধন্যবাদ এমন দারুন একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
সেই মজার কবিতা আপু। আমার তো অনেক ভালো লাগে পড়তে।
বাহ আপু আজকে তো আপনি খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন।সফদার ডাক্তার কবিতাকে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। আসলে আপু কিছু কিছু ডাক্তার আছে তারা কসাইয়ের চেয়েও ভয়ংকর। রোগীদের জবাই করে পয়সা নিয়ে তারা। তবে আপনার কবিতা আবৃত্তি শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ঠিক বলছেন ভাইয়া আপনি কিছু ডাক্তার আছেন কসাইয়ের চেয়ে অনেক বেশি।
দিন যতই যাচ্ছে আমাদের সহজভাবে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। কবিতা টা তো দারুণ আপু। বেশ হাস্যরসাত্মক কবিতা। এবং ছন্দে মিলে গেছে। দারুণ আবৃত্তি করেছেন কবিতা টা আপু। খুবই ভালো লাগল শুনে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার কবিতা আবৃত্তি টা।
অনেক ধন্যবাদ আপনাকে সব সময় আমাকে কমেন্টের মাধ্যমে সহযোগিতা করেন।