সবাই কেমন আছেন বন্ধুরা?
নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন পরিবার-পরিজনকে নিয়ে। আমিও ভাল আছি পরিবার-পরিজনকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি
@samhunnahar. আমি প্রতিনিয়ত আপনাদের সাথে ব্লগিং করি বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চল সুদূর কক্সবাজার থেকে। যতই দূরে থাকি না কেন মনে হয় যে অনেক কাছেই আছি সবাই সবার সাথে। সবার সাথে এত সুন্দর একটি বন্ধন অনেক ভালই লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে নিজের ব্লগিং গুলো যখন সবার সাথে শেয়ার করতে পারি। অনেক বেশি অনুপ্রাণিত হয় সবার সুন্দর সুন্দর গঠন মূলক মতামত পেয়ে। বাংলা ভাষায় ব্লগিং করতে পারি বলে অনেক বেশি ভালো লাগার কাজ করে।
প্রতিনিয়ত আপনাদের সাথে ভিন্ন ভিন্ন কিছু টপিকস নিয়ে উপস্থিত হতে চেষ্টা করি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। চেষ্টা করি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি শেয়ার করার। তবে কতটুকু সফলতা অর্জন করতে পারছি সেটা অবশ্যই আপনাদের মতামতের মাধ্যমে বুঝতে পারি। যদিও হাতে খুব কম সময় থাকে ক্রিয়েটিভিটি গুলো তৈরি করার এবং শেয়ার করার। কিন্তু সময় সুযোগ হলে আমি সেই সময় সুযোগ গুলোকে কাজে লাগানোর চেষ্টা করি। আজকে আমি শেয়ার করব রঙিন কাগজের উপরে আর্ট। রঙ্গিন কাগজে একটি ম্যান্ডেলা আর্ট করেছি। যদিও সাদা কাগজের উপরে আমি অনেকবার তৈরি করেছি। কিন্তু আমার আজকে ইচ্ছে হলো রঙ্গিন কাগজের উপরে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করার। বিভিন্ন নকশার মাধ্যমে মেন্ডেলা আর্ট গুলো তৈরি করতে খুবই ভালো লাগে।
বন্ধুরা আজকে আমি কিভাবে ম্যান্ডেলা আর্ট তৈরি করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে উপস্থাপন করব। আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের শেয়ার করা ম্যান্ডেলা আর্ট ভালই লাগবে। তাহলে বন্ধুরা শুরু করে নেওয়া যাক আমার আজকের তৈরি করা ম্যান্ডেলা আর্টঃ-
আর্টের প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
রঙ্গিন পেপার/ খাতা।
পেন্সিল।
রাবার।
স্কেল।
কম্পাস।
ম্যান্ডেলা আর্টের ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে প্রয়োজনীয় উপকরণ সমূহ সব উল্লেখ করেছি এবং নিয়ে দেখিয়েছি। এখন সরাসরি আর্টের মূল পর্যায়ে চলে যাব। প্রথমে রঙ্গিন কাগজ নিয়েছি। কম্পাস আর পেন্সিল নিয়েছি বৃত্ত আঁকার জন্য।
দ্বিতীয় ধাপঃ
কম্পাসের সাহায্যে পেন্সিল দিয়ে এঁকে নিলাম বৃত্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েকটি গোলাকার করে বৃত্ত এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে কিছুটা অংশ আর্ট করে নিয়েছি।
তৃতীয় ধাপঃ
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও কিছু অংশ আর্ট করে নিয়েছি বিভিন্ন নকশার মাধ্যমে।
চতুর্থ ধাপঃ
এভাবে বিভিন্ন নকশার মাধ্যমে ম্যান্ডেলা আর্টের বিভিন্ন অংশ আর্ট করা প্রায় শেষের দিকে।
পঞ্চম ধাপঃ
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন ম্যান্ডেলা আর্ট তৈরি করা হয়ে গেছে রঙ্গিন কাগজের উপরে। যখন সম্পূর্ণ তৈরি করা শেষ হয়ে যায় তখন আমার একটি সাইন দিয়ে দিয়েছি পাশে। এভাবে আজকের ম্যান্ডেলা আর্ট তৈরি করা সম্পন্ন হয়ে যায়।
উপস্থাপনা
বন্ধুরা আশা করি আমার আজকের তৈরি করা রঙিন কাগজের উপরে ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালোই লাগবে। চেষ্টা করেছি আমি বিভিন্ন নকশার মাধ্যমে মেন্ডেলা আর্ট তৈরি করার। প্রায় সময় চেষ্টা করি ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট গুলো করার। আজকেও যখন সময় সুযোগ পেয়েছি তখনই তৈরি করে নিলাম। নিশ্চয়ই আপনাদের কাছে ভালোই লাগবে। কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাইকে সময় দিয়ে আমার ব্লগি সব সময় ভিজিট করার জন্য।
ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ম্যান্ডেলা আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://twitter.com/nahar_hera/status/1766547219933696114?t=8waMkrCX6Lhxav9ltPPbkQ&s=19
ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে।ইচ্ছে হয় আঁকার তবে বাবুকে সামলিয়ে সময় হয়ে উঠেনা।যাইহোক আপনার শেয়ার করা রঙিন কাগজে আর্ট করা ম্যান্ডেলা টি খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাচ্চাদেরকে সময় দিয়ে ক্রিয়েটিভিটি গুলো শেয়ার করা খুবই জটিল আপু।
একদম ঠিক বলেছেন আপু কত দূর দুরান্ত থেকে আমরা সবাই সবার সাথে সুন্দর একটি বন্ধন তৈরি করতে পেরেছি এটাই বড় কথা । মনে হয় যেন আমাদের সবার সাথে একেবারে কতদিনের একটা চেনা জানা ভালো লাগলো আপু আপনার রঙিন কাগজের উপরে ম্যান্ডেলা আর্টটি । রঙিন কাগজের উপরে করলে আর্ট গুলো একটু ভিন্ন লাগে দেখতে ভালো লাগে ।
আমার বাংলা ব্লগের সবার বন্ধন খুব সুন্দর আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে পোস্ট ভিজিট করার জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ম্যান্ডেলা আর্টগুলো দেখতেও ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করি। আপনার ভিতরের ডিজাইনটা ভালো ছিল আপু।
মাঝে মাঝে শেয়ার করবেন আর্ট করে। ভালো লাগে দেখতে ধন্যবাদ।
রঙিন কাগজের উপরে খুবই দক্ষতার সাথে এই মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আসলে রঙিন কাগজের উপরে ম্যান্ডেলা চিত্র অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। মেন্ডেলের চিত্রগুলো খুবই দক্ষতার সাথে এবং সময় নিয়ে করতে হয়। আপনার এই দক্ষতা দেখে মুক্ত হলাম।
যেহেতু আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে তাই অনেক খুশি হলাম।
একদম নিপুন হাতে কাজ করেছেন আপু ৷ সত্যি বলতে আপনার পোষ্ট গুলো প্রতিনিয়ত ভালো লাগে ৷ ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপনা করেন ৷ অনেক সুন্দর ছিল আপু ৷ নকশা ম্যান্ডেলা আর্ট টি দেখতে দারুন ৷ আর এসব করতে বেশ সময় লাগে সেটা বুঝি ৷
অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করার জন্য ৷
অনেক ধন্যবাদ ভাইয়া আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে তাই।
রঙ্গিন কাগজের উপরে বেশ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ ম্যান্ডেলা আর্টটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ৷ আসলে অন্যান্য আর্টের তুলনায় ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে একটু বেশি ভালো লাগে আমার ৷ তবে এই আর্ট গুলো করতে বেশ ভালোই সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ৷ যাই হোক , আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷
মাঝে মাঝে চেষ্টা করি আর্ট গুলো শেয়ার করার। কিন্তু আপনার গুলো অসাধারণ সুন্দর হয়।
রঙিন কাগজের উপর ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে রঙিন কাগজের উপর মেন্ডেলা আর্টটি করেছেন যা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল এভাবেই এগিয়ে যান সামনের দিকে।
সময় দিয়ে আমার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট দেখার জন্য ভালো লাগলো ধন্যবাদ।
ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অনেক বেশি উৎসাহ পেলাম এত সুন্দর গঠনমূলক মতামত পেয়ে।