একগুচ্ছ প্রেমের অনু কবিতা- "জীবন তরী"-Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ2 months ago

সবাই কেমন আছেন,

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির #amarbanglablog সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সকলের দিনকাল ভালই যাচ্ছে। আমিও ভাল আছি এবং প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করি। দিনশেষে ভালো থাকা বেশি জরুরী আমাদের সবার জন্য। একটা কথা না বললে নয় তা হচ্ছে এইবারের রোজা বেশ ভা্লো কাটছে আমার। আর ঈদের দিন মাশাল্লাহ আরও ভাল কাটলো। এই কয়দিন এত গরম অসহ্য হয়ে গেছ জীবন। বন্ধুরা আজকে সারাদিন অনেক বেশি বিজি ছিলাম ঘরের অনেক কাজ করেছি মেহমান আসতেছে যাচ্ছে। অনেক কাজ জমে যায় মাঝে মাঝে তাই চেষ্টা করেছি কাজ গুলো করে নেওয়ার। ফ্রি হয়ে আবারও যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে। ঈদের ব্যস্ততা এত বেশি তারপরও চেষ্টা করি এক্টিভ থাকার। আমরা সবাই চেষ্টা করবো একটু ভালো থাকার শত ব্যস্তার মাঝেও। আজকে উপস্থিত হয়েছি আমার লেখা ৬টি অনু কবিতা নিয়ে একটি পোস্ট।

Add a heading.jpg

কবিতা লিখতে আমার বেশ ভালোই লাগে। প্রতিনিয়ত চেষ্টা করি অনু কবিতা গুলো লিখে আপনাদের সাথে শেয়ার করার। কারণ কমিউনিটির অনেক ইউজার আছেন খুব ভালো ভালো কবিতা লিখেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রিয় দাদা বড় দাদা @rme দাদা এবং ছোট দাদা @blacks দাদা সব সময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করেন। বিশেষ করে আমাদের বড় দাদার কবিতা গুলো বেশ ভালোই লাগে। দাদার অনু কবিতা গুলো অনেক বেশি ভালো লাগে। এছাড়াও ছোট দাদার লেখা বিভিন্ন আর্টিকেল নিয়ে লিখে কবিতা গুলো আমার খুব বেশি পছন্দের। সেই কবিতা গুলো পড়ে সব সময় অনুপ্রাণিত হয়। তাই সব সময় নিজেও চেষ্টা করি অনু কবিতা এবং বিভিন্ন টপিক্স নিয়ে লেখা কবিতা গুলো লিখতে। আজকে আমি পাঁচটি অনু কবিতা লিখেছি। এক একটি অনু কবিতার অনুভূতি একেক রকমের।

বিভিন্ন অনুভূতির কবিতা গুলো পড়তে আমার বেশ ভালোই লাগে। তাছাড়া যদি লিখতে পারি তাও আরও অনেক বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার আজকের শেয়ার করা অনু কবিতা গুলো পড়ে আসি। আশা করি আপনাদের কাছে আমার শেয়ার করা প্রতিটি অনু কবিতা অনেক ভালোই লাগবে। শুরু করা যাক বন্ধুরা তাহলে—----


💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
একটা বিষন্ন রাত মনে বড় অবসাদ
আজ জ্বলে পুড়ে ছারখার মনের ছাদ,
নেই কোন আনন্দ নেই কোন সুখ
নেমেছে ঘোর অন্ধকার
নেমেছে হৃদয়ে বেদনার আর্তনাদ।

(২)
দেখেছি মরুভূমির ধুধু বালির তৃষ্ণা
দেখেছি ঐ নীল আকাশের মেঘাচ্ছন্ন আকাশের গর্জন
দেখেছি পাহাড় পর্বতের নীরবতার ছোঁয়া
দেখেছি উত্তাল সাগরের উতাল পাতাল ঢেউ
তোমার প্রেমের বিষন্নতা আমাকে সবকিছু শিখিয়েছে।

(৩)
সন্ধ্যে নামে শুরু হয় গভীর রাতের অমাবস্যা
ভাবছি হৃদয়ে আমার বাড়ছে কষ্টের জোয়ার
ভাবছি জ্বলবে না হৃদয়ে আলো আর
জ্বলবে না মনের তারা গুলো
হঠাৎ দেখি অমাবস্যা কাটিয়ে ভোরের আলো
এই বুঝি আমার কষ্টের দিন শেষ
জ্বলবে হৃদয়ে আবার প্রেমের ধ্রুব তারা।

(৪)
ভাবছিলাম তোমাকে নিয়ে জীবন তরী পাড়ি দিব
ভাবছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন সাজাবো
ভাবছিলাম তোমাকে নিয়ে মনের দুঃখ গুলো ভাগ করে নিব
ভাবছিলাম তোমাকে নিয়ে জীবন দিগন্ত শেষ করবো
অবশেষে তুমি সব কিছুর অবসান ঘটালে
অন্যের হাত ধরে তুমি কোথাও হারালে।

(৫)
জীবন হচ্ছে নদীর জোয়ার ভাটার মত
এই আসে জোয়ার ভরিয়ে দেয় সাগরের চারপাশ
জোয়ারের শেষে ভাটা নামে সবকিছু নিয়ে যায়
নিঃস্ব করে দেই নদীর সমস্ত আশা,
আবারও জোয়ার আসে নদীর অন্য পাশ ভরিয়ে দেয়
এভাবেই জীবন আর নদীর স্রোত একই গতিতে চলে।

(৬)
তুমি আছো বলেই ভালোবাসা আছে
তুমি আছো বলেই রাত জেগে স্বপ্ন দেখি
তুমি আছো বলেই এই ভুবন এত সুন্দর
তুমি আছো বলেই জীবন তরী পাড়ি দিতে শিখেছি
তুমি আছো আমার জীবন জুড়ে এই অন্তরে।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

New_Benner_ABB1.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 2 months ago 

আমাদের এখানেও আজ বেশ গরম পড়েছে। আপনার ঈদের দিন ভালো কেটেছে জেনে খুশি হলাম। আমিও খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি। যাই হোক, একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। প্রত্যেকটা কবিতা বেশ ভালো লেগেছে আমার কাছে। বিশেষ করে জীবন নিয়ে লেখা ৫ নং কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে। আমাদের জীবন আসলেই নদীর জোয়ার ভাটার মত।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু আমার লেখা অনেক কবিতা গুলো পড়লেন এবং পাঁচ নম্বর কবিতা টি আপনার ভালো লাগলো।

 2 months ago 

এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে। গরমের কারণে কিছুই ভালো লাগতেছে না একেবারে। যাইহোক আপু সবকিছু শেষ করে তাহলে হাজির হয়ে গেলেন আমাদের মাঝে। আপনার লেখা আজকের এই কবিতা অনেক সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। আপনার লেখা প্রত্যেকটা কবিতা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে প্রত্যেক বারের মত। সব সময় আপনার অনু কবিতাগুলো আমি পড়ে থাকি। অনেক সুন্দর কবিতা লিখতে পারেন আপনি। আমার কাছে আপনার লেখা অনু কবিতা গুলোর মধ্য থেকে এক এবং ছয় নাম্বার অনু কবিতা বেশি ভালো লেগেছে।

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মতামত পেয়ে অনেক উৎসাহ পেয়েছি।

 2 months ago 

এই কমিউনিটিতে অনেকেই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখছে। তার মধ্যে আপনি একজন আপু। আপনার কবিতা গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার লেখা কবিতা গুলোর মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে জীবন হচ্ছে নদীর জোয়ার ভাটার মত। আরো এরকম অনেক সুন্দর সুন্দর কবিতা পড়ার অপেক্ষায় রইলাম আপু।

 2 months ago 

সময় দিয়ে অনু কবিতাগুলো পড়লেন আপু ভীষণ ভালো লেগেছে আমার।

 2 months ago 

আপনার লেখা অনেকগুলো ছোট ছোট কবিতা আবৃত্তি করে খুবই ভালো লাগলো। কবিতাগুলোর মধ্যে আপনার সুন্দর অনুভূতি জাগ্রত হয়েছে। চমৎকার ভাবে লিখেছেন আপনি কবিতার প্রতিটা লাইন। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

আমার অনু কবিতা লিখতে বেশ ভালো লাগে। তাছাড়া পড়তে পারলে আরও অনেক বেশি ভালো লাগে।

 2 months ago 

এখন বর্তমান সময়ে প্রচন্ড গরম পড়েছে। আপনি ঠিক বলেছেন দিন শেষে আমাদের ভালো থাকাটাই বেশি জরুরি। যাই হোক আপনি আজকে বেশ কিছু চমৎকার অনুকবিতা শেয়ার করেছেন। প্রতিটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ছন্দ মিলিয়ে ছোট ছোট কবিতা গুলো আবৃত্তি করে ও ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

গরমের যে অবস্থা আসলে সুস্থ থাকা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে।

 2 months ago 

খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আসলে অনু কবিতাগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে। যার কারণে পড়তে ভালো লাগে।

 2 months ago 

বেশ ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি পড়ে।

 2 months ago 

এতো ব্যস্ততার মাঝেও আপু আপনি চমৎকার অনুভূতির অনুকবিতা লিখে শেয়ার করেছেন। সত্যি আপনার অনুকবিতাগুলো পড়ে মুগ্ধ হয়েছি। আমার কাছে প্রত্যেকটি অনুকবিতাই খুবই ভালো লেগেছে আপু। অসংখ্য ধন্যবাদ আপু এমন চমৎকার কিছু অনুকবিতা লিখে শেয়ার করার জন্য। 🌼

 2 months ago 

ভালো লাগলো ভাইয়া আমার লেখা প্রত্যেকটা কবিতা আপনার ভালো লেগেছে জানতে পেরে।

 2 months ago 

আসলেই বড় দাদা ও ছোট দাদা দারুণ কবিতা লেখেন। আমরা তা থেকে অনুপ্রেরণা পেয়ে থাকি।আপনি আপনার অনুভূতি দিয়ে সুন্দর অনু কবিতা রচনা করেছেন।আমরা কোনো একজনের উপর নির্ভর করে বেঁচে থাকি, তার সুন্দর ভালোবাসাকে আগলে।ধন্যবাদ আপু।

 2 months ago 

এখানে সবাই এত সুন্দর সুন্দর কবিতা লিখেন সবার গুলো দেখে অনেক উৎসাহ পাই আপু।

 2 months ago 

একটা বিষন্ন রাত মনে বড় অবসাদ
আজ জ্বলে পুড়ে ছারখার মনের ছাদ,
নেই কোন আনন্দ নেই কোন সুখ
নেমেছে ঘোর অন্ধকার
নেমেছে হৃদয়ে বেদনার আর্তনাদ।

লাইনগুলো দারুণ ছিলো, বেশ সুন্দর অনু কবিতা লিখেছেন। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আমার শেয়ার করা অনু কবিতা গুলো পড়লেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65156.13
ETH 3530.38
USDT 1.00
SBD 2.48