ট্রাভেলিংঃ-নৌকা ভ্রমণ রাঙ্গামাটি কাপ্তাই লেক।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভ দুপুর,

আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি সকাল থেকে পোস্ট লেখা সম্ভব হয়নি এখন রান্নাবান্না শেষ করে আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে একটি টপিক্স শেয়ার করতে। প্রতি সপ্তাহের মত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করকবো একটি ভ্রমণ পোষ্ট। প্রতি সপ্তাহে চেষ্টা করি ৭ দিনে ৭ রকমের পোস্ট শেয়ার করতে। পোস্ট ভেরিয়েশন আনার চেষ্টা করি। যদিও অন্যদের মতো ক্রিয়েটিভ কোন কিছু এত বেশি তৈরি করতে পারি না। যেহেতু সংসারের ক্ষেত্রে বেশি সময় দিতে হয় বাচ্চাদেরকে নিয়ে। তাই যতটুকু সম্ভব নিজের মতো করে যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে সব সময় যুক্ত থাকতে অনেক বেশি ভালো লাগে।

f7.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাঙ্গামাটি ভ্রমণের আরও একটি পোষ্ট। বন্ধুরা রাঙ্গামাটি এত বড় একটি শহর এখানে একদিন বা দুই দিনে ভ্রমণ করে শেষ করা যাবে না। যদিও দুই দিনের ভ্রমণে ছিলাম অনেক বেশি এনজয় করেছি অনেক কিছু উপভোগ করার চেষ্টা করেছিলাম। আমরা এই দুইদিনে বেশ জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। আমি আপনাদের সাথে অনেকগুলো ব্লগ শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাঙ্গামাটির লেকে বোট নিয়ে ঘুরার অনুভূতি।

f.jpg

f4.jpg

প্রথম দিন আমরা ভ্রমণ শুরু করেছিলাম লেকে নৌকা ভ্রমণ দিয়ে। আমরা সরাসরি চলে গেছিলাম ঘাটে। যেখানে খুব সুন্দর একটি ঘাট স্থাপন করা হয়েছে যাতে পর্যটকদের সুবিধার জন্য। সেখানে গেলে বিভিন্ন ধরনের বোট পাওয়া যায়। স্পিড বোট থেকে শুরু করে গাছের বোট সহ সকল ধরনের বোট সেখানে রয়েছে। আমরা নিয়েছিলাম উপরে ছানি আছে এমন একটি বোট অনেক বড় সাইজের। আমরা যেহেতু দুই পরিবার ছিলাম সাথে ছোট বাচ্চারা ছিল তাই বোট বড় সাইজের নিয়েছিলাম। প্রথমে যখন আমরা বোটে উঠি তখন বাচ্চারা অনেক বেশি আনন্দিত ছিল। যদিও শীতকাল ছিল লেকে প্রবেশ করার পরপরই অনেক বেশি গরম লাগছিল।

f8.jpg

কেন জানিনা খোলামেলা পরিবেশেও অনেক বেশি তাপ ছিল। যদিও কুয়াশা ছিল বেশি কুয়াশা ছিল না হালকা পরিমান কুয়াশা ছিল আকাশের দৃশ্য তেমন স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল না। তাছাড়াও দূরের দৃশ্যগুলো হালকা ঝাপসা করে দেখা যাচ্ছিল। লেকের মাঝ পথে এসে তো অনেক বেশি ভালো লাগার কাজ করছিল। যদিও লেক গুলো অনেক বেশি গভীর ছিল। আমরা খুব সকালে বের হয়েছিলাম নাস্তা খেয়ে বাচ্চাদেরকে নিয়ে। লেকে যখন উঠলাম চারপাশ থেকে আরো অনেক গুলো বোট বের হয়েছিল।

f2.jpg

চারদিকে অনেক ছোট আর বড় বোট ছিল যা আমি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। সবচেয়ে বেশি ভালো লাগছিল লেকের পানিগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তাছাড়া ও দূর থেকে কিছু কচুরি পানা আসতেছিলো বাতাসের বেগে। কচুরিপানাগুলো বাতাসে এদিক আর ওই দিক ছুটে বেড়াচ্ছিল। এক চোখেই দেখা যাচ্ছিল না বিশাল একটি লেক। সত্যি ওদের জীবন যাপন দেখেই আমার কেমন জানি লাগছিল। এত বড় একটি লেক ছোট ছোট পাহাড় সেখানে মানুষের জীবন যাপন। তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে ওঠার জন্য তারা মেইন শহরে চলে আসেন।

f1.jpg

f5.jpg

বিশেষ করে আমি দেখেছি আমাদের কক্সবাজারে অনেক বেশি রুগী আসেন রাঙ্গামাটি বান্দরবান থেকে। তারা এমন পর্যায়ে এসে কক্সবাজার আসেন কিংবা তারা চট্টগ্রামে চলে যাই তাদের শরীরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে যায়। আসলে এত দূর থেকে শহরে ডাক্তার দেখাতে আসা বেশ ব্যয়বহুল আর সময় সাপেক্ষ তাদের জন্য। যদিও তারা রাঙ্গামাটির মেইন শহরে চিকিৎসা করেন। রাঙ্গামাটিতে এখন অনেক বেশি উন্নত হয়েছে। এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সবকিছু স্থাপন করা হয়েছে।

f3.jpg

যদিও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কৃষি বিশ্ববিদ্যালয় দেখার সুযোগ হয়নি। চিন্তা করতেছি আগামীতে আর একবার যেয়ে সবগুলো ভ্রমণ করে আসবো। কারণ একটি জায়গা যখন পুরোপুরিভাবে ভ্রমন করা শেষ না হয় সেই জায়গার প্রতি ইন্টারেস্ট আরও দেখে যায়। যখন পুরোপুরি দেখা শেষ হয়ে যায় তখন চাহিদা মিটিয়ে যাই আবার নতুন জায়গার প্রতি আগ্রহ তৈরি হয়। বন্ধুরা যদিও আমরা পুরো লেক ভ্রমণ করতে পারি নাই আমরা বেশ কয়েকটি মেইন পয়েন্ট ভ্রমণ করেছিলাম। আসলেই বাচ্চাদেরকে নিয়ে লং জার্নি করা সম্ভব না। যতটুকু সম্ভব আমরা দেখার চেষ্টা করেছি ভ্রমণ করার চেষ্টা করেছি। এখনো অনেক ফটো আমার কাছে থেকে গেছে যেগুলো আরো অনেক বার শেয়ার করতে পারব। কারণ এত বড় একটি লেকে ভ্রমন করার পথেই অনেকগুলো ফটোগ্রাফি আমি নিয়েছিলাম।

f6.jpg

অনুভূতিগুলো আমি যতই আপনাদের সাথে শেয়ার করতেছি ততই আমার ভালো লাগতেছে। আর সব চেয়ে বেশি ভালো লাগে যখন আপনাদের কাছে শেয়ার করতে পারি আপনারাও উপভোগ করতে পারেন আমার ফটোগ্রাফির মাধ্যমে। আশা করি বন্ধুরা আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালোই লাগবে। সময় দিয়ে সব সময় পাশে থাকেন সব সময় সহযোগিতা করেন মতামতের মাধ্যমে অনেক অনুপ্রাণিত হই। অনেক ধন্যবাদ পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

f9.jpg

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationরাঙ্গামাটির লেক
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য।

💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZoCuh45w2th51sZxD9m4AHXDbDbD7JGWe3gRWQNaZipS3P1MH2KAaqanaf5DUhvHCc3V1FJvDr4cvMYfB2M2Sdh6yqjU5MspgYd7CawGzHKz3TJSmUa5b5zmmxhgdL.png

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 months ago 

নৌকা ভ্রমণ আমার খুবই প্রিয়।
বাড়িতে গেলে সময় পেলেই বন্ধুদের সাথে মিটিংয়ে নৌকা নিয়ে বের হয়ে পড়ি এখনও।
আপনি রাঙ্গামাটি কাপ্তাই লেকে নৌকা ভ্রমণ করে নিশ্চয়ই অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন।
সে সাথে দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক ভালো লাগলো দেখে।

 2 months ago 

অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম ভাইয়া। ধন্যবাদ ভালো লাগলো।

 2 months ago 

রাঙ্গামাটি এখন অনেকটা উন্নত হয়েছে জেনে খুবই ভালো লাগলো। আসলেই চিকিৎসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় এই এলাকার মানুষদের। যাই হোক আপনাদের ভ্রমণের মুহূর্ত গুলো দেখে বেশ ভালো লাগলো। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। এত সুন্দর একটি লেকে নৌকা ভ্রমন করতে পারলে সত্যিই খুব ভালো লাগবে।

 2 months ago 

শুনে ভালো লাগলো নৌকা ভ্রমণ আপনার খুব পছন্দের আপু।

 2 months ago 

রাঙ্গামাটির লেকে নৌকা ভ্রমণের আপনার অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করার মাধ্যমে আমি যেন সেই সুন্দর দৃশ্যগুলো নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনার লেখনী ও ফটোগ্রাফির মাধ্যমে আপনি যে জীবন্ত চিত্র তুলে ধরেছেন, তা সত্যিই অনন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

বাহ এতো সুন্দর মতামত দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

খুব সুন্দরভাবে রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন। লেকের নৌকা ভ্রমণ এবং সেই সাথে বাচ্চাদের আনন্দের গল্পগুলো খুবই উপভোগ্য ছিল। আপনার ফটোগ্রাফি এবং বর্ণনা সত্যিই প্রশংসনীয়। আপনার পরবর্তী ভ্রমণ পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর অনুভূতি পড়ে অনেক অনুপ্রাণিত হয়েছি।

 2 months ago 

নৌকা ভ্রমণে অসাধারণ দক্ষতা আমার রয়েছে। কারন আমি যেখানে গিয়েছি নদী কিংবা লেক সব জায়গায় নৌকা ভ্রমণ করেছি। রাঙ্গামাটি কাপ্তাই অসম্ভব সুন্দর একটি জায়গা। বাংলাদেশের অন্যতম পর্যটক এরিয়ার মধ্যে এটি একটি। রাঙ্গামাটি কাপ্তাই লেকে নৌকা ভ্রমণ করেছেন জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ঠিক বুঝতে পারছেন ভাইয়া বেশ সুন্দর একটি জায়গা। অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে দেখলেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58004.44
ETH 2579.54
USDT 1.00
SBD 2.40