অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম বন্ধুরা!


সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন? সবাইকে আমার আজকের ফটোগ্রাফি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোগ্রাফি ব্লগ। সত্যি বলতেই নিজের কাছে ব্লগিং কথাটি শেয়ার করতেই এত ভালো লাগে। নিজেকে একজন ব্লগার হিসেবে পরিচিতি দিতে বেশ ভালই লাগে। কারণ নিজস্ব মেধা মনন সবকিছু দিয়েই এত সুন্দর করে নিজের ক্রিয়েটিভিটি গুলোকে সবার সাথে তুলে ধরা যায় বেশ ভালো একটি উদ্যোগ। প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি শেয়ার করি আজকেও তার ব্যতিক্রম নয়। তো চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। কারণ মানুষের কাছে সব চেয়ে বিনোদনের অকৃ্ত্রিম উৎস হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। সেটা ফুলের দৃশ্য হোক কিংবা অন্যান্য প্রাকৃতিক দৃশ্য হোক মনটা অনেক বেশি প্রশান্ত করে তোলে।

তো বন্ধুরা আজকে আমি শেয়ার করব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে ধারণ করা আমার কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমার অনেক ভালো লাগে। এছাড়া প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে। তাই ছুটে চলে যায় যখন সময় পায় তখন প্রকৃতির মাঝে সময় কাটাতে। আজ আমি শেয়ার করতেছি তাহলে আমার বিভিন্ন সময়ে কিছু ধারণ করা প্রাকৃতিক দৃশ্যগুলো। তাহলে চলুন বন্ধুরা শেয়ার করে নেওয়া যাক আপনাদের সাথে।

আলোকচিত্র-১

আচ্ছা বলেন তো বন্ধুরা এমন সুন্দর আকাশের দৃশ্য দেখতে কার ভালো লাগেনা? সত্যি বলতে আমার এত ভালো লাগে সব সময় এমন সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। সুন্দর পরিবেশে ঘুরতে অনেক ভালো লাগে। এক দিকে নীল আকাশ আর সবুজ গাছগাছালি ও সবুজ পরিবেশ অনেক সুন্দর একটি ওয়েদার ছিল। যখন মহেশখালীতে গিয়েছিলাম গত সপ্তাহে বিয়ের দাওয়াত খেতে তখন এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে আমি সময় কাটায়। ভাবলাম সেই মুহূর্তটি আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করি।

nature5.jpeg

Deviec-Wiko-T3
লোকেশন


আলোকচিত্র-২

এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আরো সুন্দর একটি মনোরম দৃশ্য। সূর্য অস্ত যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্য চারপাশকে অনেক সুন্দর রাঙিয়ে তুলে। সূর্যের লাল দৃশ্য বিকেল বেলার মুহূর্তটাকে অনেক বেশি সুন্দর করে তুলে। এমন সুন্দর সূর্য অস্ত যাওয়ার সময় প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। যখন সূর্য লাল বর্ণ ধারণ করে তখন সেই সূর্যের রশ্মি যখন পানিতে পড়ে পানির কালার পরিবর্তন হয়ে যায়। এবং প্রাকৃতিক পরিবেশেও ভিন্ন একটি সৌন্দর্য বিরাজ করে।

nature2.jpeg

Deviec-Wiko-T3
লোকেশন


আলোকচিত্র-৩

আপনারা তো সবাই ড্রাগন ফলের গাছ দেখেছেন তাই না? তবে আমি বেশ কিছুদিন আগে পরিচয় হয়েছি ড্রাগন ফলের গাছের সাথে। কিন্তু ড্রাগন ফল দেখেছি ড্রাগন ফলের গাছ দেখি নাই। তবে ড্রাগন ফলের গাছের সাথে পরিচয় হয়েছি আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে। আজকে আমি যে ফটোগ্রাফিটি শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের মামার বাড়িতে ছাদ বাগানে ড্রাগন ফলের চাষ করা হয়েছে। সেখান থেকে আমি এই ফটোগ্রাফিটা নিয়েছিলাম যখন ঈদের সময় বেড়াতে গিয়েছিলাম। বেশ কিছুদিন হচ্ছে ফটোগ্রাফি টা নিয়েছি কিন্তু এখন সেই গাছের মধ্যে ফল ধরেছে শুনেছি। দৃশ্যটা অসাধারণ সুন্দর ছিল ছাদের উপরে ড্রাগন ফলের বাগান।

nature3.jpeg

Deviec-Wiko-T3
লোকেশন


আলোকচিত্র-৪

এখন যে ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সে দৃশ্যটা দেখে আমি ছোট বেলায় হারিয়ে গিয়েছিলাম। সত্যি বলতে গ্রামের মানুষ এমন সুন্দর পরিবেশের সাথে খুবই পরিচিত। একদিকে নীল আকাশ নিচে সবুজ সুন্দর সোনালী বর্ণের ধানক্ষেত এবং পাশে গরু সবুজ ঘাস খাচ্ছে। তো খেয়াল করলে দেখা যায় দূরে খুব সুন্দর গ্রামের দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। যদি আমরা খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারি তাহলে বাংলাদেশ অন্যান্য দেশের থেকে কিন্তু কম নয়।

nature6.jpeg

Deviec-Wiko-T3
লোকেশন


আলোকচিত্র-৫

আচ্ছা বলেন তো বন্ধুরা এমন দৃশ্য কার পছন্দ না? আমার কিন্তু বেশ পছন্দের সমুদ্রের মাঝে ভেসে বেড়াতে। যদি জীবনটা এমন হতো একটা বাসন্ত ঘর পেতাম তাহলে কিছু সময় সাগরের পানিতে মুক্ত বাতাসে ঘুরে বেড়াতাম। যেখানে পানি আর পানি থাকত কেউ বিরক্ত করতো না। দূরে সবুজ আঁকাবাঁকা পাহাড়ের দৃশ্য দেখতাম আর নীল আকাশের নিচে থাকতাম এবং উড়ন্ত পাখি দেখতাম বসে বসে। এই দৃশ্যটি অনেক সুন্দর এই দৃশ্যের সাথে আমি সব সময় পরিচিত। নদী পারাপারের সময় এমন দৃশ্য আমার দেখতে অনেক ভালো লাগে।

nature1.jpeg

Deviec-Wiko-T3
লোকেশন


আলোকচিত্র-৬

শহরে যখন আমি ঘুরে বেড়াতে বের হই তখন কিন্তু আমি সন্ধ্যা বেলায় বেশি বের হয়। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার আগে বের হয় এবং কিছু সময় বাইরে প্রকৃতির মাঝে কিংবা সমুদ্রের পাড়ে কাটায় এবং রাতের এমন সৌন্দর্য উপভোগ করি। এমন দৃশ্য আমি প্রায় সময় দেখি আমার দেখতে অনেক ভালো লাগে এই দৃশ্যটি। যখন রাতের অন্ধকার নেমে আসে তখন শহরে রংবেরঙের বাতি গুলো জ্বলে ওঠে পরিবেশকে অনেক সুন্দর করে তুলে।

nature4.jpeg

Deviec-Wiko-T3
লোকেশন


আলোকচিত্র-৭

এটাও আরেকটি নীল আকাশের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে আকাশের দৃশ্য গুলো দেখতে। নারকেল গাছ গুলো খুব সোজা হয়ে আকাশের দিকে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এমন নীল আকাশের মাঝে খুব সুন্দর করে চাঁদ দেখা যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল মুহূর্তটি আমার। অসাধারণ সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। এমন দৃশ্য দেখলে মন অনেক বেশি ভালো হয়ে যায়।

nature.jpeg

Deviec-Wiko-T3
লোকেশন

qara-xett.png

আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার ভাল লাগতেছে।


ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিফটোগ্রাফি


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার সংক্ষিপ্ত পরিচিতি।
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 last year 

বাহ্!খুব অসাধারণ লাগছে। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 last year 

সত্যি আপু নিজের উদ্যোগ এবং মেধায় যখন কিছু করা হয় তখন ভীষণ ভালো লাগে। এছাড়া এত সুন্দর প্রকৃতি যে কারো ভালো লাগবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে।

 last year 

একদম আপু ব্লগিং করতে অনেক ভালো লাগে সব গুলো নিজের অনুভূতি দিয়ে করা হয় তাই।

 last year 

বাহ আপু দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের এই ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লাগে। কোনটা রেখে কোনটা সুন্দর বলবো বুঝতে পারছি না। এত সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

তাহলে তো অনেক ভালো লাগলো আপু অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আমাদের দেশ প্রাকৃতিতে ভরপুর আর সেই প্রাকৃতিক দৃশ্য আপনি ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন সর্বদায়।

 last year 

জি আপু আমার এমন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে।

 last year 

আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমি যেমন পছন্দ করি, তেমনি ফটোগ্রাফি করতে এবং দেখতেও খুব ভালো লাগে আমার কাছে। আপনি প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে সবার মাঝে ভাগ করে নিলেন, যা দেখে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্যতা দেখে সত্যি আমি একেবারে মুগ্ধ। প্রথম এবং দ্বিতীয় নাম্বার ফটোগ্রাফি টা দেখতে একটু বেশি ভালো লেগেছে।

 last year 

জি ভাই আপনার ভালো লেগেছে শুনে অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি।

 last year 

প্রকৃতির প্রেমে পড়তে আমার খুবই ভালো লাগে। আর যদি হয় এমন সুন্দর মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য তাহলে তো তার প্রেমে হাবুডুবু খেতে হয়। সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার কাছে ভীষণ ভালো লাগে, আর তাই আমিও চেষ্টা করি প্রকৃতির সান্নিধ্যে থেকে মনমুগ্ধকর পরিবেশকে উপভোগ করতে। যাইহোক আপু, অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। যা দেখে রীতিমত চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

প্রায় মানুষই দেখছি এমনিই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে এবং প্রকৃতির প্রেমে হাবুডুবু খেতে বেশ পছন্দ করে😍😍😍।

 last year 

প্রাকৃতিক দৃশ্য এমন যে কারও ভালো না লাগার মতো নয়। একদম ঠিক বলেছেন আপু নিজেকে একজন ব্লগার হিসেবে নিজের দক্ষতায় পাওয়া নাম আসলেই ভালো লাগে। আপু আপনার ৫নং ফটোগ্রাফি টা দারুণ লেগেছে । অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 last year 

একদম আমার মনের সঠিক কথাগুলো বলেছেন আপু অসাধারণ লাগছে ধন্যবাদ।

 last year 

আপু প্রকৃতির দৃশ্য সব সময় মানুষকে কাছে টানে। আজকে আপনি অনেক সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি আপু নীল আকাশ, নদী, সাগর এ গুলো দেখতে কার না ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু এমন প্রাকৃতিক দৃশ্য আমার সব সময় ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88619.11
ETH 3331.99
USDT 1.00
SBD 2.95