ভিডিওগ্রাফিঃ- বিকেল বেলায় কক্স কার্নিভালে সময় কাটানোর একটি ভিডিও।

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম,


প্রিয় কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনারা সকলে ভাল আছেন। নিশ্চয়ই আমিও ভালো আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। রমজানের দিন রোজার মাস তাছাড়া ও গরমের তাপমাত্রা অনেক বেশি। ব্যস্ততা সবকিছু মিলিয়ে এখন খুব ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। মাঝে মধ্যেই পোস্ট করার সুযোগ হয়ে উঠে না এত ব্যস্ত হয়ে পড়ি। আবার মাঝে মধ্যে কিছুটা ফ্রি সময় কাটায়। যখন ফ্রি থাকি তখন পোস্ট করার সুযোগ হয়। আবার যখন ব্যস্ত থাকি তখন পোস্ট করতে অনেক বেশি লেট হয়ে যায়। তারপরও সব কিছু মিলিয়ে সামঞ্জস্য বজায় রেখে চলার চেষ্টা করি। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।

a1.jpg

প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন কিছু শেয়ার করার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেল বেলায় ঘোরাঘুরির একটি মুহূর্তের ভিডিও। আপনারা তো জানেন প্রায় সময় বের হওয়া যায় বাচ্চাদেরকে নিয়ে। যদিও মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে বের হতে। কিন্তু বিরক্ত হওয়ার মাঝেও বাধ্য হয়ে বের হতে হয়। কারণ বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে মাঝে মধ্যে। তাই আর না করতে পারি না। আসলে ব্যস্ততার মধ্যেই মাঝে মধ্যে একাকীত্ব সময় কাটাতে খুবই ভালো লাগে। আবার মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে ঘুরে বেড়াতে ভালো লাগে।

a .jpg

বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করার জন্য। তো সেখানে কক্স কার্নিভালে প্রবেশ করেছিলাম। অবশ্যই এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম। যেহেতু গান শুনেছিলাম বেশ কয়েকটি গানের ভিডিও আমি নিয়েছিলাম। ভীষণ জমজমাট একটি মুহূর্ত ছিল। অনেক ভালো লেগেছিল এত সুন্দর একটি মুহূর্তের মধ্যে। সবাই চারপাশে বসেই নাস্তা করছিলেন আর গানের আনন্দ উপভোগ করেছিলাম। সত্যি এত সুন্দর মুহূর্ত আমার কাছেই সেরা মনে হয়েছিল। বাচ্চারা সেই গানের তালে তালে অনেক নাচানাচি করছিলেন। আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল।

a2.jpg

যেহেতু রেস্টুরেন্টটি করা হয়েছে বেশ দু এক মাস হয়ে গেল। কিন্তু আমার যাওয়া হয়নি যাব যাব বলে। যদিও খুবই কাছাকাছি ছিল বাসার পাশে একদম। কিন্তু সময় সুযোগ হয় না অনেক সময় ফ্রি সময় কাটানোর। সেদিন যখন গেলাম একেবারে অনেক সময় কাটিয়েছিলাম সেখানে। বসে গান শোনা বাচ্চাদের নাচ দেখা আর বাচ্চাদেরকে নিয়ে আড্ডা দেওয়া ভীষণ ভালো একটি মুহূর্ত ছিল। তাছাড়া আপনারা ফটোগ্রাফি গুলোর মাধ্যমে বুঝতে পারবেন কত সুন্দর একটি লাইটিং জায়গা সেখানে। ভালো না লাগার কোন উপায় নেই। মুহূর্তের মধ্যে মনটা অনেক বেশি ভালো হয়ে গেছিল আমার। তাই আমি কয়েকটি ভিডিও নিয়েছিলাম।

সেখান থেকে আমি আবারও আজকে নতুন একটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটি মুহূর্ত। তাহলে শেয়ার করা যাক গানের ভিডিওগ্রাফিটি- —--

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-কক্স কার্নিভাল


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 8 months ago 

বিকেলবেলায় বেশ সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আমার তো ভীষণ ভালো লাগলো। কক্সবাজার যাওয়ার খুব ইচ্ছে, জানিনা সেই স্বপ্ন কবে পূরণ হবে। বেশ দারুণভাবে আপনি মুহূর্তগুলো তুলে ধরেছেন। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 7 months ago 

মুহূর্তটি বেশ ভালই উপভোগ করেছিলাম ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।

 8 months ago 

ঘুরাঘুরি মন মানসিকতাকে চাঙা করে । বিশেষ করে ঘুরাঘুরির জায়গাটা যদি দারুন হয় তাহলেতো কোন কথাই নেই। কক্সবাজার এমনিতেই দারুন তার উপর এরকম সুন্দর সুন্দর রেস্টোরেন্ট আর আয়োজন একবারে খাপে খাপ। প্লেসটা অনেক সুন্দর আর আপনি সুন্দর করেই প্রেজেন্ট করতে পেরেছেন ব্লগের মাধ্যেমে ।

 7 months ago 

ঠিক বলছেন ঘোরাঘুরি করতে পারলে মনের ক্লান্তি গুলো দূর হয়ে যায়।

 8 months ago 

কক্স কার্নিভালে খুব সুন্দর কিছু সময় কাটিয়েছেন আপু। বাচ্চারা তো দেখছি অনেক আনন্দ করছে। আসলেই রেস্টুরেন্টের ভিতর বেশ বষভালো লাইটিং ছিল। বাচ্চাদের নিয়ে এমন একটি জায়গায় সুন্দর কিছু সময় উপভোগ করেছেন। তার পাশাপাশি চমৎকার একটি ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন।

 7 months ago 

অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে দেখার জন্য।

 8 months ago 

বোঝাই যাচ্ছে বিকেল বেলা কক্স কার্নিভাল রেস্টুরেন্টের দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে বাচ্চাদের নিয়ে বাহিরে বের হলে যন্ত্রণার শেষ থাকেনা তারপরও তাদের অনেক রকম আবদার মেটানোর জন্য আপনি তাদের বাহিরে নিয়ে যান জেনে খুবই খুশি হলাম। বোঝাই যাচ্ছে ভেতরে অনেক সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে সুন্দর ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ঠিক বুঝতে পারছেন ভাইয়া দারুন একটি সময় উপভোগ করেছিলাম।

 8 months ago 

আপনার পোস্টটি পড়ে মনে হলো আপনি সত্যিই একজন দক্ষ ভিডিওগ্রাফার। কক্স কার্নিভালের সেই জীবন্ত মুহূর্তগুলো আপনি যেভাবে ধারণ করেছেন, তা দেখে মনে হচ্ছে আমি নিজেও সেখানে উপস্থিত আছি। আপনার ভিডিও এবং বর্ণনা দুটোই অসাধারণ। এই ধরনের সুন্দর কাজের জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

চেষ্টা করি ভাইয়া কোথাও বের হলে ভালো কিছু দেখলে ভিডিও করার। আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক বেশি খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপনার মত আমারও একই অবস্থা আপু, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। তবে যেহেতু আপনার বাচ্চা-কাচ্চারা আবদার করেছে, তাহলে তো আপনার নিজের ইচ্ছা না করলেও এই আবদার পূরণ করতেই হবে। সত্যি কথা বলতে ভিডিওগ্রাফি টা দেখে বেশ ভালো লাগছে। কারণ বাচ্চা-কাচ্চারা গানের তালে তালে নাচানাচি করছে। আপনি এবং বাচ্চারা মিলে যে বিকেল বেলায় কক্স কার্নিভালে সুন্দর সময় কাটিয়েছেন, তা দেখে ভালো লাগছে আপু।

 7 months ago 

তেমন বের হতে ইচ্ছে করো না। কিন্তু বাচ্চারা এত বেশি জোরাজোরি করে বাধ্য হয়ে বের হতে হয়। কিন্তু বের হলেও সেই সুযোগগুলো হাতছাড়া করি না হা হা হা।

 7 months ago 

সুযোগ হাতছাড়া না করাই ভালো আপু। 🤭🤭

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69249.91
ETH 2520.40
USDT 1.00
SBD 2.56