DIY:- ক্লে ব্যবহার করে একটি পান্ডা তৈরি।
আসসালামু আলাইকুম,
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
ক্লে ।
গাম।
তৈরি করার প্রেসেস সমূহঃ-
প্রথম ধাপঃ
প্রথমে কালো রংয়ের ক্লে নিয়েছি। ক্লে নিয়ে খুব সুন্দর একটি শেফ দিয়ে দিয়েছি যাতে পান্ডার নিচের অংশ তৈরি হয়ে যায়।
দ্বিতীয় ধাপঃ
এরপরে ক্লে দিয়ে খুব সুন্দর করে শেফ দিয়ে কালো অংশের উপর সাদা অংশ দিয়ে দিলাম। আবার কালো ক্লে দিয়ে হাত দুটো তৈরি করে বসায় দিলাম।
তৃতীয় ধাপঃ
আবারো সাদা রঙ্গের ক্লে নিয়ে ভালো করে গোল করে শেফ করে নিলাম এবং সেটি মাথার অংশ হিসেবে বসিয়ে দিলাম।
চতুর্থ ধাপঃ
আবারো কালো এবং সাদা রঙ্গ ক্লে ব্যবহার করে পান্ডার চোখ এবং কান সুন্দর করে তৈরি করে বসিয়ে দিয়েছি।
পঞ্চম ধাপঃ
এভাবে সাদা এবং কালো রঙের ক্লে ব্যবহার করে পান্ডা তৈরি করে নিলাম।
উপস্থাপনা
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ক্লে দিয়ে একটি পান্ডা তৈরি। |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
বেশি নিখুঁতভাবে তৈরি করেছেন একটি পান্ডা। আমার তো প্রথম বিশ্বাস হচ্ছিল না। ভেবেছিলাম বাজার থেকে পুতুল কিনে এনেছেন। যাইহোক নিজে হাতে এভাবে তৈরি করতে পারলে অনেক দক্ষতা বৃদ্ধি পায়।
চেষ্টা করি আর কি মাঝে মাঝে ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে।
আপনার পান্ডা তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনার পান্ডা তৈরি করতে দেখে বেশ ভালো লাগলো। অসাধারণভাবে আপনি প্রাণী তৈরি করেছেন ক্লে দিয়ে। এখানে আপনার সুন্দর এক প্রতিভার প্রকাশ ঘটেছে। অনেক ভালো লাগলো এত সুন্দর প্রতিভা সম্পন্ন একটি পান্ডা তৈরি করতে দেখে।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
পান্ডা দেখতে অরিজিনাল এর মতো লাগতেছে। নিখুঁত ভাবে তৈরি করেছেন আপু। আপনার এধরনের ইউনিক আইডিয়া গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশংসা করার জন্য অনেক ভালো লাগলো।
আপু অনেক সুন্দরভাবে আপনি ক্লে দিয়ে পান্ডা তৈরি করেছেন। এরকম পান্ডা আমার স্ত্রীও তৈরি করেছিল। আপনারটা অনেক সুন্দর লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভাবে তৈরি করার ভালো লাগার জন্য ধন্যবাদ।
আপু আপনি ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটি পান্ডা তৈরি করেছেন। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায় আর দেখতেও খুব সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে খুব ভাল লাগে।
ক্লে দিয়ে তৈরি পান্ডা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে খুব সুন্দর লাগে দেখতে। পান্ডা তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
এত প্রশংসা করার জন্য খুবই ভালো লাগলো।
আপনার পান্ডাটি চমৎকার হয়েছে। সত্যি আপু ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আমি ও কয়েক দিন আগে পান্ডা তৈরি করেছিলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সময় দিয়ে দেখার জন্য।
https://x.com/nahar_hera/status/1838907223797633458?t=ACl8KRwISlzWuvxWoCAVqg&s=19
ক্লে দিয়ে কিউট একটি পান্ডা তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি ক্লে ব্যবহার করে এত সুন্দর একটি কিউট পান্ডা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমারও তৈরি করার সময় বেশ ভালো লাগছিল।
ক্লে ব্যবহার করে একটি পান্ডা তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা পান্ডা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া বিস্তারিত দেখার জন্য।