পেইন্টিংঃ-জল রং দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।
সবাইকে শুভ দুপুর,
আমার বাংলা ব্লগ পরিবারের সকল সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। লেখার শুরুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগিং পর্বে। বন্ধুরা আশা করি আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি সৃষ্টিকর্তার অসীম রহমতে। তো বন্ধুরা প্রতিনিয়ত আপনাদের সাথে ব্লগিং করতে বেশ ভালোই লাগে। বিশেষ করে বাংলা ভাষায় নিজের মনের কথা গুলো আপনাদের সাথে খুব সুন্দর করে মনের ভাব গুলো প্রকাশ করতে পারি। সেই দিক দিয়ে অনেক বেশি আনন্দিত। কারণ মনের কথা গুলো যখন নিজের মত করে প্রকাশ করা যাই তাহলে বেশ ভাল লাগে। নিজের প্রতি অনেক বেশি গর্ববোধ করি। আমার বাংলা কমিউনিটিতে কাজ করতে পেরে নিজের ক্রিয়েটিভিটি গুলো সব সময় শেয়ার করার সুযোগ পাচ্ছি। আসলে আমরা অনেক সৌভাগ্যবান কারণ এমন সুন্দর একটি কমিউনিটি পেয়েছি। এমন একজন ভালো মনের মানুষ আমাদের প্রিয় দাদা। তাছাড়া আমাদের এডমিন মডারেটর ভাই ও বোনেরা অনেক হেল্পফুল। সব সময় আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। যাক বন্ধুরা এখন ব্লগিংয়ের মূল কথায় ফিরে আসি।
আমি আজকে আবার একটি পেইন্টিং নিয়ে উপস্থিত হয়েছি। সত্যি বলতে আমার পেইন্টিং তেমন সুন্দর হবে না সেটা আমি জানি। কারণ যেহেতু আমি পেইন্টিং করা শুরু করেছি তাহলে এত বেশি আউটপুট পাওয়া যাবে না সেটা মানি। তবে চেষ্টা করতেছি প্রতিনিয়ত পেইন্টিং করার। কারণ একটি জিনিস যখন সব সময় প্র্যাকটিস করা হয় এক সময় আয়ত্তে চলে আসে। আজকেও জল রং দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আমি কিভাবে তৈরি করেছি সেই ধাপ গুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নেব।
প্রয়োজনীয় উপকরণ
১/ পেইন্টিং কাগজ।
২/ জল রং।
৩/ টেপ।
৪/ তুলি।
৫/ পানি।
পেইন্টিং এর ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে আমি একটি সাদা পেইন্টিং পেপার নিলাম। এরপরে টেপ দিয়ে ভালো করে বেঁধে নিলাম পেইন্টিং এর পেপারটি।
ধাপ-২
এখন আস্তে আস্তে আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শুরু করব। প্রথমে আমি নীল রং নিয়েছি। নীল রং নিয়ে তুলির সাহায্যে কিছুটা অংশ পেইন্টিং করে নিলাম। এরপরে নিয়েছি লাল রং। লাল রং দিয়ে আবারও কিছুটা অংশ পেইন্টিং করে নিয়েছি।
ধাপ-৩
এখন নিয়েছি সাদা রং। সাদা রং নিয়ে নীল রং এবং লাল রঙের উপরে কিছুটা ব্রাশ করে দিলাম। সেই সাথে আবারও হলুদ রং নিয়ে নিচের কিছু অংশ পেইন্টিং করে নিয়েছি। আসলে প্রাকৃতিক দৃশ্য তো এমনই। সন্ধ্যাকালীন প্রাকৃতিক দৃশ্য নানা রঙের হয়ে উঠে যখন সূর্য অস্ত যায়।
ধাপ-৪
এভাবে আমি বিভিন্ন রঙের সাহায্যে পুরো পেইন্টিং সাজিয়ে নিলাম। এখন সাদা রং দিয়ে সূর্যের দৃশ্য পেইন্টিং করে নিয়েছি। আমার পুরো প্রাকৃতিক দৃশ্যটি এভাবে পেইন্টিং করা শেষ। আরো কিছু অংশ বাকি আছে যা আমি আপনাদেরকে শেয়ার করে নিচ্ছি।
ধাপ-৫
পুরো পেইন্টিং করা শেষ হলে সূর্যের রশ্মি যে পানির উপরে পড়ে সেই দৃশ্যটি আমি সাজিয়ে নিয়েছি। এর পরে সন্ধ্যাকালীন কিছু উড়ে যাওয়া পাখির দৃশ্য পেইন্টিং করে নিলাম।
ধাপ-৬
এভাবে যখন আমার পুরো প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করা শেষ হয়ে যায়। দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল। তো বন্ধুরা পাশে আমার সিগনেচারটা দিয়ে দিলাম। এখন পুরো রেডি হয়ে গেল।
উপস্থাপনা
পেইন্টিং করা আসলে যত সহজ মনে হয় তত সহজ নয়। সামান্য রঙের এলোমেলো হলে পুরো দৃশ্যটি পাল্টে যায়। তাই পেইন্টিং করতে অনেক সাবধানে করতে হয়। বন্ধুরা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এভাবে আমি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং আপনাদের সাথে ধাপ গুলো শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার আজকের পেইন্টিং দেখার জন্য।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | পেইন্টিং |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
একটা দারুণ কথা বলেছেন আপু। এখানে কাজ লেখার আরেকটা সুবিধা নিজের কথাগুলো নিজের মতো করে লেখা যায়। জল রং দিয়ে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টা বেশ সুন্দর করেছেন। আপনি বেশ চমৎকার আর্ট করেন। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার আর্টটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
নিজের কথাভগুলো যখন নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে অন্যদের কাছে প্রকাশ করা যায় এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে ভাইয়া।
আপু আমিও জল রং কিনেছি। খুব শীঘ্রই আপনাদের মাঝে পোস্ট করব। আমার কাছেও বাংলা ভাষায় নিজের মনের কথা প্রকাশ করতে ভীষণ ভালো লাগে আপু। আমরা আমার বাংলা ব্লগকে ভালবাসি। আমাদের জীবনের সাথে জড়িত। আপনি চেষ্টা করতেছেন এবং প্রতিনিয়ত চেষ্টার মাধ্যমে আপনি কিন্তু একটা সময় ঠিকই সফলতা অর্জন করবেন। আমরা আপনার পাশে আছি সব সময় এবং আজকের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টি আমাকে মুগ্ধ করে তুললো।দারুন দক্ষতায়।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনার পেইন্টিং এর হাত বেশ চমৎকার। আপনি দারুন ভাবে পেইন্টিংটি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া একদিন যেন ভালো পেইন্টিং করতে পারি তাই দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল সব সময়।
আমার মনে হয় চেষ্টা করলে যে কোন জিনিস করা সম্ভব। বিশেষ করে কোন জিনিস না পারলে সেই বিষয়গুলো প্রতিনিয়ত চেষ্টা করলে তা আয়ত্তে চলে আসে। আপনি আজকে খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন আপনি যে নতুন নতুন প্যাকিং করছেন। দেখে মনেই হচ্ছে না প্রথম প্রথম করেছেন। এত ভালো লাগছে দেখতে। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ফুটে উঠেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু অনেক অনুপ্রেরণা দিলেন অনেক ভালো লেগেছে আমার কাছে।
নদী কেন্দ্রিক প্রাকৃতিক সৌন্দর্যের খুবই সুন্দর একটি প্রতিচ্ছবি প্রস্তুত করেছেন দেখে সত্যিই অনেক ভালো লাগলো।
নদী রক্তিম আকাশ সবুজ প্রকৃতি পাখিদের আনাগোনা এক কথায় চিত্রটি যেন বহুরূপী সৌন্দর্য প্রকাশ করছে।
বিশেষ করে কালার কম্বিনেশনটা খুব সুন্দর ফুটেছে।
পেইন্টিং সময় দিয়ে দেখলেন এবং ভালো লাগলো শুনে অনেক বেশি খুশি হয়েছি ভাইয়া।
জল রং ব্যবহার করে প্রাকৃতিক দৃশ্যের সুন্দর পেইন্টিং করেছেন আপু। পাখিগুলো দেওয়ার কারণে দৃশ্যটা আরো বেশি ফুটে উঠেছে। অংকন করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার শেয়ার করা পেইন্টিং ভালো লাগার জন্য।
যেকোনো কিছু করার প্রতি যদি আমাদের চেষ্টায় থাকে, তাহলে সেই কাজটা অনেক সুন্দর ভাবে আমরা করতে পারবো। আপনি বিভিন্ন রকমের কালারের জল রং ব্যবহার করে এই পেইন্টিংটা অঙ্কন করেছেন, যার কারণে এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। পাখিগুলো দেওয়ার কারণে অনেক সুন্দর করা হয়েছে, যার কারণে দেখতেও সুন্দর লাগছে।
চেষ্টা করতেছি ভাইয়া ভালো কিছু করার জন্য। ভালো লাগলো আপনার গঠনমূলক মতামত পড়ে।
Twitter
নিজের মনের কথাগুলো যখন নিজের মতো করে কারো কাছে প্রকাশ করা যায় তখন সত্যিই অনেক বেশি ভালো লাগে। এতে করে মনটা অনেক বেশি হালকা হয়ে যায় আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের মাধ্যমে নিজের মনের কথাগুলো প্রতিনিয়ত তুলে ধরেছেন। যাই হোক জলরং দিয়ে প্রকৃতির দৃশ্যের অনেক সুন্দর একটি পেইন্টিং তুলে ধরেছেন আমাদের মাঝে। জল রং দিয়ে কোন কিছু অঙ্কন করতে আসলেই অনেক পারদর্শী হতে হয়। সুন্দর একটি অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভালো লাগলো পোস্ট সময় দিয়ে দেখার জন্য এবং পড়ার জন্য।
জল রং দিয়ে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন আপু। আমার কাছে সব থেকে ভালো লেগেছে সূর্যের প্রতিচ্ছবি।আর হ্যাঁ তাছাড়া প্রত্যেকটা দৃশ্য অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে।
অনেক ভালো লাগলো আপু পেইন্টিং আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে।
আজকে জল রং দিয়ে প্রাকৃতিক দৃশ্যের এমন একটি ছবি অংকন করেছেন সত্যিই অনেক সুন্দর হয়েছে। সূর্যাস্তের মুহূর্ত দারুণভাবে ফুটিয়ে তুলেছেন যেটা বিকেল গড়ালে উপভোগ করতে খুবই পছন্দ করি। এই ধরনের হাতের কারূ কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
অনেক ভালো লাগলো আমার সূর্যাস্তের পেইন্টিং আপনার ভালো লাগার জন্য।