ফুলও প্রকৃতির সুন্দর সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসিরা!
আসসালামু আলাইকুম।
আশা করি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রতি সপ্তায় একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজও আপনাদের সাথে ফুল ও প্রকৃতি নিয়ে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। ইদানিং অনেক ভালো লাগে ফটোগ্রাফি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতেও বেশ আনন্দ পাই। কারণ আপনারা এত সাপোর্ট করেন সত্যিই বলার মতো না।
এত বেশি অনুপ্রেরণা দেন যে কোন বিষয়ে তাই কাজের প্রতি আরো বেশি আগ্রহ বেড়ে যায়। আমাদের বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চারদিকে সবুজ গাছ-গাছালি।সবুজে সমারোহ এবং বিভিন্ন ধরনের ফুলের দৃশ্য বেশ মনোমুগ্ধকর। এমন ফটোগ্রাফি নিতে অনেক ভালো লাগে। আগে ফটোগ্রাফি তেমন করতে পারতাম না তেমন অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমার বাংলা ব্লগের সবার সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে অনেক বেশি আগ্রহ বেড়ে গেছে এবং ফটোগ্রাফি করতে করতে কিছুটা হলে ও সুন্দর হচ্ছে। তাই প্রতিনিয়ত প্রচেষ্টায় আছি যাতে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। চলুন তাহলে শেয়ার করা যাক আমার আজকের কিছু রেনডম ফটোগ্রাফি ফুল ও প্রকৃতির।
"আমার তোলা কিছু রেনডম ফটোগ্রাফি"
ফটোগ্রাফি-১
এই ফটোগ্রাফি নিয়েছি আমি সেইলর শোরুম থেকে। ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের দিন যখন বাইরে যায় তখন কক্সবাজার গণপূর্ত উদ্যানে যায় ঘুরতে। পাশাপাশি সেইলর শোরুম ছিল সেখানে প্রবেশ করি। প্রবেশ করার শুরুতেই দেখতে পাই এমন দৃশ্য। অনেক সুন্দর করে পহেলা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন এর দিনকে শুভেচ্ছা জানানোর জন্য এভাবে সাজিয়ে রাখা হয়েছে ওয়ালমেট আকারে। দেখতে অনেক ভালো লাগে আমার কাছে তাই একটা ফটোগ্রাফি করে নিলাম।
location
ফটোগ্রাফি-২
এটা হচ্ছে ঢাকার লালবাগ কেল্লার ফটোগ্রাফি। ঢাকার মধ্যে অনেক সুন্দর একটি দেখার মত পরিবেশ হচ্ছে লালবাগ কেল্লা। এত সুন্দর মনোরম পরিবেশ চারদিকে সবুজ গাছ-গাছালি এবং নানা রঙের ফুলে ফুলে ভরা যেন চারদিকে। লালবাগ কেল্লাতে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা আগে গেছি। তখন কিন্তু অনেক দর্শনার্থী ছিল এবং এত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখতে অনেক ভালো লেগেছিল।এই পরিবেশটা দেখার মত এবং যাওয়ার মত অনুভব করার মত একটি পরিবেশ।
location
ফটোগ্রাফি-৩
ফুলটি দেখতে একদম টকটকে লাল।অনেক সুন্দর একটি ফুল।এই ফুলের নাম হচ্ছে সেলুসিয়া ফুল। সেলুসিয়া ফুলের বিভিন্ন কালার আছে।তবে আমি টকটকে লাল কালারের সেলুসিয়া ফুল দেখেছি।দেখতে এত সুন্দর ছিল দূর থেকে মনে হয়েছিল মোরগ ঝুটি ফুল।কিন্তু কাছে এসে দেখি আসলে এটা মোরগ ঝুটি ফুল নয়।পরে জানতে পারি এটি একটি সেলুসিয়া ফুল নামে পরিচিত।ফুলগুলো সাইজে বেশি বড় না হলেও গাছ গুলো মোটামুটি আছে।ফুল গুলো নিচের দিকে একটু বড় সাইজের এবং আগাটা একটু সরু দিয়ে উপরে উঠে যায়।
location
ফটোগ্রাফি-৪
এটা হচ্ছে কক্সবাজার শহরের বাজার ঘাটার একটি পুকুরের দৃশ্য। পুকুরটি আগে শুধু খালি একটা জায়গায় ছিল। কিন্তু গত বছর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বেশ কয়েকটি পুকুরকে বেশ উপযুক্ত পরিবেশে তৈরি করে। উন্নয়নের অনেক কাজ করে। অনেক সুন্দর করে দুই-চারটি পুকুরকে বিনোদনের জায়গা হিসাবে তৈরি করে তোলেন। বিকেল বেলা হলে যেসব ডায়াবেটিস রোগীরা আছে তারা হাটাহাটি করে এবং বিকেল বেলায় বসে আড্ডা দেওয়া যায় অনেক ভালো লাগে। সেখানে প্রায় সময় যাওয়া হয় বাচ্চাদেরকে নিয়ে।
location
ফটোগ্রাফি-৫
আমাদের প্রকৃতি শীতকালে ফুলে ফলে অনেক সুসজ্জিত হয়ে ওঠে।কিন্তু বিভিন্ন ধরনের ফুল প্রকৃতিকে আরো অনেক রাঙিয়ে তোলে।ফুলের মধ্যে অন্যতম হচ্ছে গাঁদা ফুল।গাঁদা ফুল আমার দেখতে অনেক পছন্দের একটি ফুল।এই হলুদ কালারের ফুলটি ও একটি গাঁদা ফুলের অন্য একটি প্রজাতি। এছাড়া যে সবুজ গাছ গুলো দেখা যাচ্ছে সে গুলো হচ্ছে এই ফুলের গাছ। দেখতে অনেক সুন্দর হলুদ কালারের গাঁদা ফুলটি এবং সবুজ চারা গুলো ।অনেক ভালো লাগছিল দূর থেকে তাই ফটোগ্রাফি নেওয়া।
location
ফটোগ্রাফি-৬
এখানে যে সবুজ গাছটি দেখতে পাচ্ছেন এটাও একটি ফুল গাছ। দেখতে অনেক সুন্দর ছিল। মনে করেছিলাম মিষ্টি কুমড়া শাকের গাছ ছিল। কিন্তু কাছে গিয়ে দেখি আসলে মিষ্টি কুমড়ার গাছ ছিল না। এটা অন্য একটি ফুলের গাছ ছিল। কিন্তু ফুল গাছটির নাম আমার জানা ছিল না তাই নাম বলতে পারছি না। কারো যদি জানা থাকে তাহলে নামটা বলে হেল্প করবেন কমেন্ট এর মাধ্যমে।
location
ফটোগ্রাফি-৭
এই রাতের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। এমন দৃশ্য হচ্ছে কক্সবাজার শহরের যেসব সী-বীচ এরিয়া আছে তার আশেপাশের রেস্টুরেন্টে বিকেল বেলায় এরকম জাকজমকপূর্ণ পরিবেশে লাইটিং করে জ্বলে ওঠে। রাতের বেলায় আমার এমন পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। সন্ধ্যা হতে হতেই সকল রেস্টুরেন্টের মধ্যে এমন পরিবেশ তৈরি হয়ে ওঠে। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো তাই ফটোগ্রাফি নিয়ে নিলাম যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
location
আজ এই পর্যন্ত বন্ধুরা আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পেরে আমার ভাল লাগতেছে।কারন আমার ফটোগ্রাফি কেমন হয়েছে আপনাদের থেকে সুন্দর সুন্দর মতামত এবং সহযোগিতা মূলক মন্তব্য পাব।ধন্যবাদ সবাইকে।

ক্যামেরার বিবরণ
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি।তাই আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/41sbvm
আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে ঢাকা লালবাগ কেল্লার ছবিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
লালবাগ কেল্লা দেখতে অসাধারণ সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছিল।
আপু প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সন্দর হয়েছে। বিশেষ করে বলতে গেলে সেলুসিয়া ফুল,গাঁদা ফুল গাছ,নাম না জানা ফুল গাছের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ছবি গুলো অনেক ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ আপু।
ঠিক বলছেন ভাইয়া সেলুসিয়া ফুলটা দেখতে অনেক সুন্দর একদম টকটকে লাল কালারের।
ওয়াও আপু আপনি তো দেখি আগের চেয়ে অনেক ভালো ফটোগ্রাফ করতেছেন ৷ সত্যি আজকের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল ৷ আসলে কি জানেন ফটোগ্রাফি একটা নেশা ৷ ভালোই ছিল তবে ঢাকার লালবাগ কেল্লার ফটোগ্রাফি বেশি ভালো ছিল ৷ যদিও কখনো যাওয়া হয় নি ৷ তবে আজকে আপনার ফটোগ্রাফ তে দেখা হলো ৷
অসংখ্য ধন্যবাদ আপু
কোন একটা না জানা জিনিস যখন প্রতিনিয়ত চেষ্টা করবেন তখন দেখতে সুন্দর হয়ে যায় অনেক অভিজ্ঞতা বেড়ে যায়।
আপনার সাতটি রেনডম ফটোগ্রাফি দিয়ে তৈরি একটি অ্যালবাম দেখে আমি সত্যি একেবারে মুগ্ধ। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে মনটা একেবারে ভরে যায়। আমার কাছে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে এক নাম্বার এবং তিন নাম্বার ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। অসম্ভব ভালো ছিল এক একটি ফটোগ্রাফি।
অনেক ধন্যবাদ আপু আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লেগেছে।
আমিও তেমন ফটোগ্রাফি পারি না, তবে সুন্দর করে ফটোগ্রাফি করার চেষ্টা করি।এমন কি আমি নিজেও প্রতিটি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি করার চেষ্টা করি।যাই হোক সেইলর শোরুম টা বেশ দারুন সাজিয়েছে ছবি দেখে মনে হচ্ছে। হলুদ ফুলটা খুব সম্ভবত গোল্ড মেরিগোল্ড। দেখতে বেশ সুন্দর। আপু আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিলো।ধন্যবাদ আপনাকে
ঠিক বলছেন অবশ্যই চেষ্টা করলে সব কিছু সম্ভব ভালো করে ফটোগ্রাফি করা যায় অনেক ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে তাই।
আমাদের প্রকৃতি দেখতে সত্যি অনেক সুন্দর। আপনি প্রকৃতি ও ফুলের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি দেখতে আমারও খুব ভালো লাগে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
অনেক ভালো লেগেছে আপু আমার ফটোগ্রাফি গুলা আপনার ভালো লেগেছে শুনে ধন্যবাদ।