ডাই পোস্টঃ- ক্লে দিয়ে একটি শাপলা ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। নিশ্চয়ই আপনাদের দিনকাল অনেক ভালো যাচ্ছে পরিবারের সবাইকে নিয়ে। যদিও আমরা সবাই শত ব্যস্ততার মাঝে দিন কাটাই কিন্তু দিন শেষে আমরাই কমিউনিটিতে সময় দিতে একজন ভুল করি না। তাই যথাসময়ে উপস্থিত হয়ে যায় নতুন কোন টপিক নিয়ে। যেহেতু আজকে সাপ্তাহিক শেষ দিন আমার বাংলা ব্লগ কমিউনিস্টে কাজের ধারাবাহিক নিয়মে তাই আমরা সবাই চেষ্টা করি আগেভাগে পোস্ট করব শেয়ার করে নিতে। সেই সুযোগে আমি আবারো হাজির হয়ে গেছি একটি ডাই প্রজেক্ট নিয়ে। আজকে আমি একটা শাপলা ফুল তৈরি করার চেষ্টা করেছি।

IMG_20241217_170527881.jpg

তবে কতটুকু পারফেক্ট করতে পেরেছি সেটা জানি না। কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সুন্দরভাবে তৈরি করে শেয়ার করার।আমি প্রথমে সবুজ রং এর ক্লে নিয়ে শাপলা ফুলের পাতা দিয়েছি। এরপরে আমি পিংক কালার ক্লে নিয়ে শাপলা ফুল তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেই ধাপসমূহ আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করে নিয়েছি। আশা করি আপনাদের ও বুঝতে সহজ হবে।

IMG_20241217_170609625_1.jpg

কমিউনিটিতে সবার শেয়ার করা পোস্ট গুলো দেখি অনেক ভালো লাগে দেখতে। সবাই এত ইউনিক ইউনিক ডাই প্রজেক্ট তৈরি করে থাকেন ক্লে দিয়ে যা দেখলে মুগ্ধ হয়ে যায় চোখ ফেরানো যায়। সেগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে মাঝে মধ্যে ক্লে দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করি। তাই আজকে সেই সুযোগে আপনাদের সাথে এই পোস্ট শেয়ার করে নিলাম।

IMG_20241217_170609625_1.jpg

আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। আমি আর দেরি না করে আপনাদেরকে ধাপসমূহ শেয়ার করে নিচ্ছি কিভাবে তৈরি করেছি।

IMG_20241217_170608715.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • কার্ড বোর্ড।

  • গাম।

  • ক্লে।

IMG_20241217_153137570.jpg

ওয়ালমেট তৈরির ধাপ সমূহঃ

প্রথম ধাপঃ


প্রথম ধাপে আপনারে দেখতে পারছেন আমি সবুজ রঙের ক্লে নিয়ে প্রথমে গোল করে নিয়েছি। এরপরে আমি গোল করে সুন্দর করে পাতার মতো আকারে তৈরি করে নিয়েছি। এক সাইড দিয়ে কিছু অংশ কেটে নিয়েছি।

IMG_20241217_153137570.jpg

IMG_20241217_160118782.jpg

IMG_20241217_153920284.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন দিয়ে দিলাম কেটে রাখা পাতার উপরের পাতার শিরা উপশিরাগুলো।

IMG_20241217_153916439.jpg

IMG_20241217_160054787.jpg


তৃতীয় ধাপঃ

এবার নিয়ে নিয়েছি পিং কালারের ক্লে। ক্লে দিয়ে আমি ফুল তৈরি করবো। আমি এখন ফুলের পাপড়িগুলো তৈরি করে নিচ্ছি।

IMG_20241217_160137508.jpg

IMG_20241217_161537725.jpg


চতুর্থ ধাপঃ

এই ধাপে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলের অনেকগুলো পাপড়ি তৈরি করে নিয়েছি।

IMG_20241217_162449355.jpg

IMG_20241217_162450715.jpg


পঞ্চম ধাপঃ

ফুলের পাপড়ি গুলো দিয়ে পুরো ফুল তৈরি করে নিলাম। শাপলা ফুল দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

IMG_20241217_162450715.jpg

IMG_20241217_170527881.jpg

IMG_20241217_170529227.jpg

উপস্থাপনা

আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ডাই প্রজেক্ট আপনাদের কাছে ভালো লাগে। আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে খুব সুন্দর একটি শাপলা ফুল তৈরি করা। তবে কতটুকু সার্থক হয়েছি জানিনা আপনাদের সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন। কেমন হয়েছে আমার আজকের তৈরি করা শাপলা ফুল জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে।

IMG_20241217_170527881.jpg

IMG_20241217_170557916.jpg

IMG_20241217_170555201~2.jpg

IMG_20241217_170608715.jpg

IMG_20241217_170609625_1.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিক্লে দিয়ে শাপলা ফুল তৈরি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Banner_PUSS1.png

Banner_PUSS2.png

Sort:  
 22 hours ago 

ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে একটি শাপলা ফুল আর্ট করেছেন আপু।দারুণ হয়েছে আপনার বানানো শাপলা ফুল টি।ধাপে ধাপে শাপলা ফুল তৈরি পদ্ধতি দক্ষতার সাথে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

ক্লে দিয়ে খুব সুন্দর একটা শাপলা ফুল তৈরি করেছেন। শাপলা ফুলের নিচে কচুরিপানা টা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছে দেখতে। সব মিলিয়ে খুব সুন্দর একটা ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 23 hours ago 

ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে খুব ভালো লাগে আপু। যদিও ভালোভাবে তৈরি করতে পারি না।

 yesterday 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি শাপলা ফুল তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। যত বেশি সময় এবং ধৈর্য দিয়ে কাজ করা যায় তত বেশি সুন্দর লাগে। আপনি খুবই যত্ন সহকারে এই শাপলা ফুল তৈরি করেছেন। আমার অনেক বেশি ভালো লেগেছে।

 23 hours ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 yesterday 

ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগে। ক্লে দিয়ে খুব চমৎকার একটি শাপলা ফুল তৈরি করেছেন দেখতে খুব দারুন লাগছে। এ ধরনের ডাই পোস্টগুলো তৈরি করতে অনেক ধৈর্য ও সময় লাগে। আপনি অনেক দক্ষতার সাথে ডাই পোস্টটি তৈরি করেছেন। ধন্যবাদ আপু আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য ।

 22 hours ago 

ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে খুব ভালো লাগে আপু। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 yesterday 

আমার আজকের টাস্কঃ-

Screenshot_20241218-164945.png

Screenshot_20241218-165304.png

Screenshot_20241218-165403.png

Screenshot_20241218-165441.png

Screenshot_20241218-165519.png

 yesterday 

শত ব্যস্ততার মাঝেও আপনি ক্লে দিয়ে চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন। পারফেক্ট হওয়া বড় ব্যাপার না, সঠিকভাবে কোন কিছু উপস্থাপন করার চেষ্টা করা সবথেকে বড় বিষয়।
আর ফুলটি কিন্তু সত্যিই সুন্দর দেখাচ্ছে।
অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 23 hours ago 

এটা আপনি ঠিক বলছেন অনুপ্রাণিত হলাম আপনার সুন্দর মতামত পড়ে।

 22 hours ago 

ক্লে দিয়ে চমৎকার একটা শাপলা ফুল তৈরি করেছেন।সত্যি আপু ক্লের তৈরি জিনিস গুলো দেখতে ও তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য

 22 hours ago 

ক্লে দিয়ে তৈরি করা শাপলা ফুলটি দেখতে খুবই চমৎকার লাগছে। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে সেগুলো দেখতে অনেক ভালো লাগে। ক্লে দিয়ে তৈরি করে শাপলা ফুলের প্রতিটি স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে বর্ণনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 20 hours ago 

ক্লে দিয়ে একটি শাপলা ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে এই পোস্টটি তৈরি করলেন, দেখে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101903.07
ETH 3676.99
USDT 1.00
SBD 3.21