হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন পরিবার-পরিজনকে নিয়ে। আমিও ভালো আছি শত অসুস্থতার মাঝেও একটু ভালো থাকার চেষ্টা করি। প্রতিদিনের সাংসারিক কাজকর্ম বাচ্চাদেরকে নিয়ে পড়ালেখা করা আসলেই এগুলো অসুস্থতার মাঝেও করে নিতে হয়। ধারাবাহিক কাজগুলো আমাদের জন্যই বসে থাকে না। শত কষ্টের মাঝে শত অসুস্থতার মাঝে শত ব্যস্ততার মাঝে ধারাবাহিক নিয়মে চলে যায়। তাই চেষ্টা করি একটু সময় সুযোগ পেলে কমিউনিটিতে সময় দেওয়ার। যদিও শারীরিকভাবে তেমন ভালো নয়। কিন্তু একা একা বসে থাকা কিংবা শুয়ে থাকা আরো অনেক বেশি খারাপ লাগে। তাই সময় সুযোগ পেলে অথবা ভালো লাগলে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে উপস্থিত হয়ে যায়।
Image Source
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনু কবিতা। আপনারা তো জানেন প্রতি সপ্তায় আমি অনু কবিতা লিখে শেয়ার করি। একক কবিতা হোক অথবা অনু কবিতা হোক আমার লিখতে অনেক ভালো লাগে। যদিও একটু নিরিবিলিতে বসে চিন্তা করে লিখতে হয়। সময় দিয়ে লিখলে সুন্দর কবিতা লিখা যায়। এই ভিন্ন ধরনের কবিতা গুলো লেখতে যেমন ভালো লাগে পড়তে অনেক ভালো লাগে। বিশেষ করে সবার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর উৎসাহ পেয়ে থাকি সবাই অনেক অনুপ্রাণিত করেন। আমাদের কমিউনিটিতে বেশ ভালো মানের ইউজার রয়েছেন যারা সুন্দর সুন্দর কবিতা লিখে উপহার দিয়ে যাচ্ছেন।
এই কমিউনিটিতে আসার পরে দেখার দেখি অনেক কিছু শিখেছি অনেক কিছু করতে সক্ষম হয়েছি সবগুলো হচ্ছে সবার অনুপ্রেরণা। এক সাথে যৌথভাবে কাজ করলে অনেক কিছু করার সুযোগ হয়। একসাথে কাজ করলে সবার সাথে অনেক কিছু শেখার সুযোগ হয়। সবাই পারবে আমি কেন পারব না এ ধরনের একটি কনফিডেন্স চলে আসে নিজের মধ্যে। তাই বন্ধুরা আজকে আবারও লিখে নিলাম কবিতা। এই পৃথিবীটা বড্ড বিচিত্র ধরনের। কেউ হাসে আবার কেউ কান্না করে। সুখ দুঃখ জড়িয়ে মানুষের জীবন। কারো জীবনে সুখে ভরপুর আবার কারো জীবনে কষ্টে কানায় কানায় ভরা। বাস্তব জীবনে কেউ চির সুখী নয় কিংবা কেউ চির দুঃখী নয়। ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন। এই ভিন্ন অনুভূতি থেকে আমার আজকের লেখা অনু কবিতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লাগলো জানালে অনেক বেশি অনুপ্রাণিত হব। তাহলেই শুরু করেন নেওয়া যাক আমার আজকের লেখা কবিতাগুলো-
(১)
বিষন্নতার মাঝে তুমি আলোর ছোঁয়া
চঞ্চলতার মাঝে তুমি ব্যথার পাহাড়
হৃদয়ের আকুলতায় তোমার প্রার্থনা
হৃদয়ের মাঝে তোমার আঁকা ছবি।
(২)
মানবতা তুমি কি হারিয়েছো কোথাও?
মানবতা তুমি কি আছো মানুষের মাঝে?
আজ মোরা অহংকারী, আজ মোরা গর্বিত
আজ সকলে আমরা একতাবদ্ধ,
আজ সকলে একই সারিতে আবদ্ধ।
(৩)
দেখিনি কখনো স্বাধীনতার রুপ
শুনেছি শত হৃদয়ের আর্তনাদের গল্প
শুনেছি হাজারো মায়ের অপেক্ষার প্রহর
স্বাধীনতা তুমি আমার অহংকার
স্বাধীনতা তুমি হৃদয়ের মাঝে আলোর ঝংকার।
(৪)
তোমারই জন্য শিহরিত মন
তুমি আসবে অপেক্ষায় থাকি যখন তখন
তুমি আমার হৃদয়ের চঞ্চলতা
তোমাকে নিয়ে এই মনে যত ব্যাকুলতা।
(৫)
মা তুমি পাশে থাকলে পৃথিবীটা কত সুন্দর
মা তুমি থাকলে চোখে থাকে হাজারো স্বপ্ন
আজ তুমি পাশে নেই মা সবকিছু শূন্য
তুমিহীনা সবকিছু এলোমেলো এই সুন্দর অরণ্য।
(৬)
মা তুমি হাজারো স্বপ্নের কারিগর
তুমি সাজাও কত স্বপ্নে হাজারো ঘর
তুমি পাশে থাকলে মনে জাগে হাজারো অনুপ্রেরণা
তুমি ছাড়া মন আমার তৃষ্ণার্ত,
এখন আর কিছু ভালো লাগে না।
আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। |
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
💖ধন্যবাদ সবাইকে💖
বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। অনু কবিতাগুলো যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই অনু কবিতা পড়ার সময় আমি তো কবিতা গুলোর মাঝেই হারিয়ে গিয়েছিলাম।
অনেক ধন্যবাদ খুব সুন্দর গঠনা মূলক মতামত শেয়ার করার জন্য।
খুব সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। আমার কাছে মাকে নিয়ে লেখা দুটি অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা ছোট ছোট কবিতা গুলো বেশ ভালো লাগলো। বেশ দারুন লিখেছেন আপু। অনেক সুন্দর ভাবে আপনি প্রত্যেকটা কবিতা উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি করে।
আমার লেখা কবিতা পড়ে যখন এত সুন্দর উৎসাহ দেন তখন বেশ ভালো লাগে আপু।
আপনার লেখা একগুচ্ছ অনু কবিতা বেশ উপভোগ করলাম প্রিয় আপু। বিশেষ করে মাকে নিয়ে লেখা অনু কবিতা বেশি ভালো লেগেছে আমার কাছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
আপনার কাছ থেকে আমার কবিতা গুলোর এত প্রশংসা শুনে সত্যি অনেক ভালো লাগলো আপু।
আপনার লেখা ছোট ছোট অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো আপু ৷ খুবই সুন্দর লিখেছেন অনুকবিতা গুলো ছন্দে ছন্দ মিলিয়ে ৷ প্রত্যেকটা কবিতা দারুণ হয়েছে , পড়ে ভীষন ভালো লাগলো ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷
অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে আমার লেখা কবিতা গুলো পড়ার জন্য।
https://x.com/nahar_hera/status/1829815819666407440?t=6chSG9H5M1tkxk86bfQqtg&s=19
আপনার শেয়ার করা একগুচ্ছ অনু কবিতা অনেক সুন্দর ছিল আপু। আমিও অনু কবিতা লিখতে পছন্দ করি কিন্তু লেখা হয় না তবে বড় কবিতা নিজেও লিখে থাকি। আমার যখন মন মানসিকতা ভালো থাকে তখন আমি প্রেমের কবিতা লিখি। আর যখন বিরহের অনুভূতি বিরাজমান তখন বিরহের কবিতা। তবে একটা বিষয় কবিতা লেখার মধ্যে মনের অনুভূতি ব্যক্ত করা যায়।
ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য আপনাকে।
আপু আপনি এমনিতেও অসাধারণ কবিতা লেখেন। আপনার শেয়ার করা প্রতিটা অনু কবিতায় আমার পড়া হয়ে থাকে। সেইখান থেকে আপনার লেখা কবিতা গুলো সত্যি আমার কাছে ভালো লাগে। তাছাড়া আপনি আজকে আমাদের মাঝে একগুচ্ছ কবিতা শেয়ার করেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো। তবে প্রথম চরণের কবিতাটি বেশি দারুন ছিল ধন্যবাদ শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া আমার লেখা কবিতা গুলো সব সময় পড়েন তাতে কবিতা লেখার সফলতা। আপনারা সবাই অনেক বেশি সহযোগিতা করেন সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে।
বর্তমানে আপু এই কমিটিতে অনেকে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখে। আজকে আপনি মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তে বেশ ভালোই লাগে। সত্যি আপু আপনার অনু কবিতার ভাষা অসাধারন ।এবং অনু কবিতাগুলো পড়ে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া সবার লেখা কবিতা গুলো পড়লে অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু এই কমিউনিটিতে আসার পর অনেকেই অনেক কিছু শিখেছে। আমিও অনেক কিছুই শিখেছি এই কমিউনিটিতে জয়েন করার পর। যা কখনো কল্পনাও করতাম না। যাইহোক আপু আপনার কবিতা গুলো খুব সুন্দর হয়েছে। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে আমার কাছে।
আমি তো প্রতিনিয়ত শিখতেই আছি আপু অনেক ধন্যবাদ আপনাকে।