একগুচ্ছ প্রেমের অনু কবিতা- Writing by @samhunnahar.

in আমার বাংলা ব্লগ11 months ago

সবাইকে শুভ দুপুর!

প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই নিজ নিজ কর্মব্যস্ততায় ব্যস্ত আছেন। তবে সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশা করি। সবাই সুস্থ থাকুন পরিবার পরিজনকে নিয়ে দিন গুলো হয়ে উঠুক আনন্দময় সে কামনা করি। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে সুস্থ আছি আপনাদের সকলের দোয়ায়। তো বন্ধুরা বরাবরের মত আজকেও নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

Add a heading (4).jpg

আপনারা তো সবাই জানেন এবিবি ফানের উদ্যোগে সবাই অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লেখেন। এবং মাঝে মাঝে আমিও সময় সুযোগ হলে অনু কবিতা গুলো লিখি এবিবি ফানে। তো বেশ ভালো লাগে অনু কবিতা লিখতে। ক্ষুদ্র ক্ষুদ্র কবিতা গুলো পড়তে বেশ ভালই লাগে। সবার পোস্টে দেখি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেন। কবিতা গুলো অসাধারণ হয় পড়তে। আমারও বেশ উৎসাহ এবং অনুপ্রেরণা জাগে এই অনুকবিতা গুলো লেখতে। তাছাড়া আমাদের প্রিয় দাদা @rme দাদার লেখা অনুকবিতা গুলো বেশ ভালোই লাগে। তো সেই অনুপ্রেরণা থেকে আমিও চেষ্টা করি অনু কবিতা লিখতে। আজকে আবার ও অনু কবিতা লিখেছি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি।

আশা করি আপনাদের কাছে আমার কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগবে। তবে কবিতা তো প্রতি সপ্তাহে একটা করে লিখার চেষ্টা করি। আজকেও ভাবলাম একগুচ্ছ অনু কবিতা লিখি যা আমার ভালো লাগা থেকে আমার অনুভূতি থেকেই লিখেছি। আশা করি আমার একগুচ্ছ অনু কবিতা আপনাদের সকলের আনন্দ দেবে।


তাহলে বন্ধুরা শুরু করা যাক অনু কবিতা গুলো কেমন হলো পড়ে আসি—


💖"একগুচ্ছ অনু কবিতা"💖

(১)
মনের আকাশে জ্বলে ওঠে শুকতারা
তোমাকে না পেয়ে আমি আত্মহারা
তুমি আমার মনের ফুল বাগানের মালি
ভাবি সারাক্ষণ তোমাকে নিয়ে
চোখের জলে ভেসে বেড়ায় ব্যর্থ স্বপ্নগুলি।

(২)
মেঘলা আকাশ মেঘলা মন
মনটা আমার বিষন্ন সারাক্ষণ
মেঘলা আকাশের আড়ালে সূর্যের হাসি,
ভরাক্রান্ত মনে তোমার স্বপ্নগুলো নিয়ে
সাজাই আবারো স্বপ্ন রাশি রাশি।

(৩)
মা তুমি সকল সুখের মূল
তোমাকে হারিয়ে আমি আজ ব্যাকুল
তুমি ছিলে আমার হৃদয়ের অনুপ্রেরণা
তুমি চলে গেলে–
শেষ হলো পৃথিবীতে মা নামের সমস্ত জল্পনা কল্পনা।

(৪)
পৃথিবীটা বড়ই নিষ্ঠুর
নিষ্ঠুর এই পৃথিবীর মানুষের মন
মানুষের মন বদলে যায় কখন
সেই পরিস্থিতি বুঝা খুব মুশকিল।

(৫)
মন চাই খোলা আকাশের নিচে ডানা মেলে উড়তে
মন চাই এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরতে
মন চাই পৃথিবীর সমস্ত সুখ খুঁজে নিতে
কিন্তু সমস্ত কল্পনা আর বাস্তবতা ভিন্ন।

qara-xett.png

সমাপ্তি-@samhunnahar


আশা করি আপনাদের সকলের কাছে আমার অনু কবিতা গুলো পড়েই ভালো লেগেছে। তো বন্ধুরা আমার একগুচ্ছ অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


লেখার উৎসনিজের অনুভূতি থেকে
ইমেজ সোর্সকেনভা দিয়ে তৈরি
অবস্থানকক্সবাজার, বাংলাদেশ
রাইটিং ক্রিয়েটিভিটি@samhunnahar
ক্যাটাগরিএকগুচ্ছ অনু কবিতা


আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Steem_Pro.png

💖ধন্যবাদ সবাইকে💖

Sort:  
 11 months ago 

বাহ, আপু আপনি তো আজকে ছোট ছোট পাঁচটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পড়তে ভীষণ ভালো লাগছে। এমনিতেও আপনার লেখা প্রতিটি কবিতা আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার লেখা কবিতা গুলো সত্যি অসাধারণ। প্রথম কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 11 months ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে আমার লেখা কবিতা গুলো দেখার জন্য।

 11 months ago 

এটা কিন্তু ঠিক @rme দাদার লেখা অনু কবিতা গুলো পড়তে ভালোই লাগে। আমি তো মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই। তবে আপনিও কিন্তু দারুন কবিতা এবং অনু কবিতা লেখেন। আপনার আজকের অনু কবিতার প্রতিটিই কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মত। দারুন ছিল আজকের অনু কবিতা গুলো।

 11 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু কবিতা গুলো ভালো লাগার জন্য।

 11 months ago (edited)

মনের আকাশে জ্বলে ওঠে শুকতারা
তোমাকে না পেয়ে আমি আত্মহারা
তুমি আমার মনের ফুল বাগানের মালি
ভাবি সারাক্ষণ তোমাকে নিয়ে
চোখের জলে ভেসে বেড়ায় ব্যর্থ স্বপ্নগুলি।

আমার বাংলা ব্লগের অনু কবিতার উদ্যোগ শতভাগ সফল। সত্যি বলতে আমি নিজেও অনুপ্রাণিত হয়ে চেষ্টা করে যাচ্ছি কবিতা লিখার চেষ্টা করছি।
আপনার কবিতাগুলো বরাবরই ভীষণ সুন্দর হয় এবং আমি পড়ার চেষ্টা করি। প্রথম কবিতাটি একটু বেশি ভালো লেগেছে আমার। তাছাড়াও প্রতিটি কবিতা বেশ অনুভূতি মেশানো ছিল। অনেক ধন্যবাদ আপু চমৎকার অনু কবিতাগুলো উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বেশ ভালো লাগে কবিতা বলেন কিংবা অনু কবিতা বলেন লিখতে। আপনার এত সুন্দর অনুপ্রেরণা পেয়ে আরো অনেক ভালো লেগেছে।

 11 months ago 

আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে আপনাদের সকলের এমন সুন্দর সুন্দর অণু কবিতা দেখে,আমিও চেষ্টা করি অণু কবিতা লেখার আপু। আপনি আজকে একগুচ্ছ প্রেমের অণু কবিতা লিখেছেন দেখছেন। সুন্দর হয়েছে আপনার লেখা অণু কবিতা গুলো।

 11 months ago 

আপনার লেখা কবিতা এবং আবৃত্তি তো দুর্দান্ত হয় আপু।

 11 months ago 

বাহ্ আপু আপনার প্রতিটি অনু কবিতায় আমাকে মুগ্ধ করেছে। প্রতি সপ্তাহে আমাদের সাথে এভাবে অনু কবিতা শেয়ার করেন এটা খুবই ভালো ব্যাপার। প্রেমের একগুচ্ছ অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক বেশি অনুপ্রাণিত হলাম।

 11 months ago 

বাহ! দারুণ লিখলেন আসলে আপু। আসলে মা ছাড়া,পৃথিবী পুরো অন্ধকার। যায়হোক, আপনার অুকবিতা ভালোই ছিল আপু ☘️

 11 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 11 months ago 

rme দাদার কবিতা গুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। একগুচ্ছ প্রেমের অনু কবিতা আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আপনার লেখা কবিতা গুলো আমি খুবই পছন্দ করি পড়তে। আপনি প্রত্যেকটা অনু কবিতা অনেক সুন্দর করে লিখে থাকেন। অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন সবগুলো কবিতা। আপনার অন্য কবিতা আমি পড়ার চেষ্টা করি বেশিরভাগ সময়। এত সুন্দর অনু কবিতা লিখে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 11 months ago 

দাদার অনুপ্রেরণায় আমরা আজকে সবাই খুব সন্দর সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি। তার জন্য আমরা সবাই দাদার কাছে অনেক বেশি কৃতজ্ঞ।

 11 months ago 

অনু কবিতাগুলো পড়তে বেশ ভালো লাগে। আপনি একগুচ্ছ সমু কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। অনেক সুন্দর ছিল কবিতা গুলো। মন চায় খোলা আকাশের নিচে ডানা মেলে উড়তে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরতে অসাধারণ ছিল লাইনগুলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

এত উৎসাহ দিয়েছেন ভাইয়া ভালো লাগলো। পাশে থেকে সব সময় সহযোগিতা করবেন।

 11 months ago 

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35