ক্রিসমাস ডে উদযাপনে যমুনা ফিউচার পার্ক-ঢাকা।
সবাই কেমন আছেন??
আমি@samhunnahar
আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ থেকে।
হ্যালো আমার বাংলা ব্লগের সকল ভারতীয় ও বাংলাদেশি ব্লগার ভাই ও বোনেরা আশা করি সকলেই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভাল আছি এবং সুস্থ আছি।ইদানিং বেশ ব্যস্ত সময় যাচ্ছে কারণ পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ঘুরতে এসেছি তাই।কিন্তু তারপরও যতটুকু সম্ভব কমিউনিটিতে অ্যাক্টিভ থাকার চেষ্টায় আছি।কিন্তু সময় স্বল্পতার কারণে আজ আমার পোস্ট করতে দেরি হয়ে গেল।যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি হচ্ছে তাই সময় হচ্ছে না ঠিকমতো পোস্ট এবং কমেন্ট করার।
ডিভাইস-Wiko-T3
স্থানঃ যমুনা ফিউচার পার্ক।
ঢাকা-বাংলাদেশ।
ডিভাইস-Wiko-T3
স্থানঃ যমুনা ফিউচার পার্ক।
ঢাকা-বাংলাদেশ।
আজকেও দেরি হয়ে গেছে পোস্ট করতে।তারপরও একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।আমার আজকের ব্লগিং হচ্ছে যমুনা ফিউচার পার্কে ক্রিসমাস ডে উদযাপন করার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিব।যেহেতু ক্রিসমাস ডে যেদিন ছিল সে দিন তো সরকারি ছুটির দিন ছিল তাই সরকারের সকল কার্যক্রম বন্ধ ছিল।সকল প্রতিষ্ঠান বন্ধ ছিল তাই কোথাও ঘোরাঘুরি সম্ভব ছিল না।সবাই সোজা বাচ্চাদেরকে নিয়ে যমুনা ফিউচার পার্কে চলে যায়।সেখানে যেয়ে দেখি বেশ সুন্দর করে ক্রিসমাস ডে পালন করা হচ্ছে।
ডিভাইস-Wiko-T3
স্থানঃ যমুনা ফিউচার পার্ক।
ঢাকা-বাংলাদেশ।
ডিভাইস-Wiko-T3
স্থানঃ যমুনা ফিউচার পার্ক।
ঢাকা-বাংলাদেশ।
বাচ্চারা তো অনেক খুশি ক্রিসমাস উদযাপনের এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন দেখে।যমুনা ফিউচার পার্কে খুব সুন্দর করে ঘুরাফিরা করেছি এবং ক্রিসমাস ডে উপভোগ করেছি।সেই সাথে সেখানে ট্রেন ছিল বাচ্চাদের খেলনার।সেখানে দুই বাচ্চা অনেক আনন্দ করল ট্রেনে চড়ে।আমি ও সেই ফাঁকে অনেক গুলো ছবি করে নিই।আমি যেহেতু প্রথম বার যমুনা ফিউচার পার্কে গেছি তাই আমার বেশ ভাল লেগেছে পরিবেশ।
ডিভাইস-Wiko-T3
স্থানঃ যমুনা ফিউচার পার্ক।
ঢাকা-বাংলাদেশ।
এত সুন্দর চারদিকের পরিবেশ আর জাঁকজমক একটি মার্কেট বেশ ভালো লেগেছে।যমুনা ফিউচার পার্কের সবকিছু পণ্যের দাম অনেক বেশি হলেও কিন্তু জিনিসের গুণগত মান অনেক ভালো।কেনাকাটা তেমন কিছু করি নাই কারণ এত বেশি দাম ছিল।তাই বাচ্চাদের জন্য হালকা কিছু কেনাকাটা করে তার পর চলে আসি।তবে পণ্য বলেন, খাবারের মান বলেন এবং পরিবেশ উপভোগ করার মত একটি স্থান। আমার কাছে তো বেশ ভাল লেগেছে।তবে আপনাদের কেমন লেগেছে আমার আজকের ব্লগ জানালে ভাল লাগবে।ধন্যবাদ সবাইকে সময় দিয়ে পোস্ট দেখার জন্য।
🌺ধন্যবাদ সবাইকে 🌺।
ডিভাইসের নাম | Wiko,T3 |
---|---|
মডেল | W-V770 |
স্থান-যমুনা ফিউচার পার্ক,ঢাকা | লোকেশন |
আমি সামশুন নাহার হিরা।আমার ইউজার আইডি@samhunnahar।আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে।
আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি।ভ্রমণ আমার প্রিয় একটি নেশা।
আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত।তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
যমুনা ফিউচার পার্কে সুন্দর একটি সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগল। আসলে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একটু ঘুরলে বেশ ভালো লাগে।যমুনা ফিউচার পার্কের জায়গাটা অনেক সুন্দর। আসলে বাচ্চারা এমন সুন্দর জায়গা ঘুরতে অনেক পছন্দ করে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ঠিক বলছেন এই মার্কেটে অনেক ভালো ব্রান্ডের জিনিস পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ।
ওয়াও অসাধারণ লাগছে আপু ৷ আপনি যে ঢাকা গিয়েছেন ৷ সেটা শুনেছি আপনার কাছ থেকে ৷ যা হোক আপনি ঘোরাঘুরি পরেও যে পোষ্ট কমেন্ট করে যুক্ত আছেন ৷ এটাই বড় কিছু ৷ অনেক সুন্দর ছিল ক্রিসমাস ডে উদযাপন করার কিছু মুহূর্ত গুলো ৷ সাথে আপনার তোলা ফটোগ্রাফি ৷
হ্যাঁ ভাইয়া কিছুদিনের জন্য ঢাকায় গিয়েছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্ট পড়ার জন্য।